লেভেল ২ হতে আমার অর্জন - By @joynalabedin (10% for shy-fox & 5% for abb-school)

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই?

ভাইভা শেষ করে চলে আসলাম লেভেল-২ এর লিখিত পরীক্ষা দিতে।
লেভেল-২ তে অনেক নতুন বিষয় শিখতে পারলাম। আজকে তার কিছু সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করলাম।

IMG_20220414_134815.jpg

Posting key এর কাজ কি ?

উত্তরঃ পোস্টিং কি দিয়ে আমরা মূলত পোস্ট করা, মন্তব্য করা, আপ ভোট, ডাউনভোট দেওয়া, পোস্ট এডিট করা, কাউকে ফলো করা, রিস্টিম করা, কোন অ্যাকাউন্ট মিউট করার কাজ করতে পারি।

Active key এর কাজ কি ?

উত্তরঃ এই কি মুলত আর্থিক বিষয় গুলোর কাজে ব্যবহার করা হয়।
এই কি দিয়ে আমরা টোকেন ট্রান্সফার করা, স্টিম পাওয়া বাড়ানো অথবা কমানো, এসবিডি কনভার্সন করা, প্রোফাইলের তথ্য পরিবর্তন করা, এক্সেচেঞ্জে কেনা বেচার অর্ডার দেওয়া, উইটনেস ভোট দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করি।

Owner key এর কাজ কি ?

উত্তরঃ কোন কারণে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে পনুরুদ্ধার করতে ওনার কি ব্যবহার করা হয়।
কারো ভোট প্রত্যাখ্যান করা যায়, অ্যাকাউন্ট রিকভারি করা যায়, বিভিন্ন কি যেমন পোস্টিং কি, অ্যাক্টিভ কি ওনার কি রিসেট করা যায়।

Memo key এর কাজ কি ?

উত্তরঃ কোন প্রাইভেট তথ্য পেতে বা পাঠাতে এই কি ব্যবহার করা হয়। এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে,
কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কি ব্যবহার হয়। এটি খুব সীমিত পরিসরে ব্যবহার হয়।

Master password এর কাজ কি ?

উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সব কি গুলো মাঝে প্রধান। এটি হারিয়ে গেল অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব নয়। বিভিন্ন কি দিয়ে যে কাজ গুলো করা যায়, মাস্টার পাসওয়ার্ড একাই সব কাজ করতে পারে।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ
জিমাইলে ২ ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে গুগল ড্রাইভে মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা। কোন ডাইরিতে লিখে রাখা। মোবাইলে সেভ করে না রাখা। কারণ মোবাইল হারিয়ে গেলে মাস্টার পাসওয়ার্ড ছুরি হতে পারে।

পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ যেহেতু আমরা এখানে দীর্ঘ সময়ের জন্য কাজ করতে এসেছি। তাই নিজের পাওয়ার আপ করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পাওয়ার আপ না হলে ভোটিং ভেলু বাড়বে না। ভোটিং ভেলু না বাড়লে আমার ভোট থেকে তেমন কিউরেশন রিওয়ার্ড আসবে না। তাই নিজে কাজ করে অথবা মার্কেট থেকে স্টিম কিনে পাওয়ার আপ কর‍তে হবে।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ পাওয়ার আপ করতে হলে প্রথমে আমাদের অ্যাক্টিভ কি দিয়ে ওয়ালেটে লগইন করা লাগবে।
ওয়ালেট থেকে আমরা স্টিম এবং স্টিম পাওয়ার ২ টা অপশন দেখতে পাব।

IMG_20220414_135553.jpg

এবার স্টিমের পাশে যে ড্রপডাউন মেনু আছে সেখানে ক্লিক করলে একটি মেনু লিস্ট আসবে।

IMG_20220414_135712.jpg

মেনু লিস্ট হতে পাওয়ার আপ অপশনে ক্লিক করা লাগবে।

IMG_20220414_135842.jpg

এবার আমউন্ট লেখার এক ফিল্ড আসবে, সেখানে আমি বা আপনারা যত পরিমানের পাওয়ার আপ করতে চান সেই পরিমানটি লিখতে হবে। তবে যথেষ্ট পরিমান স্টিম আপনার আইডিতে থাকা লাগবে। আমার আইডিতে স্টিম নাই তাই আমার এখানে ০ দেখাচ্ছে। পাওয়ার আপ করার পর আপনার স্টিম ব্যালেন্স থেকে তত স্টিম কমে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ ৩ দিন।

মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তরঃ আমরা যদি কাউকে স্টিম অথবা এস.পি পাঠায় তাহলে কেন এটা পাঠালাম সেটা মেমো ফিল্ডে লিখা লাগে।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ ৫ দিনের মধ্যে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ ৩০০ এস.পি লিখতে হবে। অনেকেই ভুল করে হয়ে ১০০ এস.পি লিখতে পারে।

আজকে এই পর্যন্ত। দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।

Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল টু এর ক্লাসগুলো আপনি খুব মনোযোগ দিয়ে করেছেন এবং সবগুলো বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। আপনার পোস্টের মধ্যে আপনি সবগুলো বিষয় ভালো ভাবে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। এভাবেই পরবর্তী লেভেল গুলোতে সঠিকভাবে উত্তীর্ণ হয়ে একজন ভাল ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করি। অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ। এভাবে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পেরেছি যে আপনার লেবেল ওয়াল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল আশা করি এভাবে আপনার সবগুলো ক্লাস গুলো সম্পন্ন করতে পারবেন এবং একদিন ভেরিফাইড মেম্বার হয়ে যাবে।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি লেভেল 2 থেকে অনেক কিছু শিখেছেন। তা দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাস গুলো ভালোভাবে করে পরীক্ষায় উত্তীর্ণ হন।

আপনার দোয়ায় রাখবেন। ইনশাআল্লাহ পরের ধাপ গুলোও ভালভাবে পার হয়ে যাব।

 2 years ago 

খুবিই ভাল পরীক্ষা দিছেন, তার মানে বুঝা যাচ্ছে আপনি লেভেল দুই এর ব্যাপার গুলো ভালোই বুঝছেন।আগামী দিনের জন্য শুভ কামনা রইল

সবই আল্লাহ রহমত আর সকলের দোয়াও ভালবাসা।

 2 years ago 

আপনি লেভেল টু হতে যে বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন তা সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাই এগিয়ে যান।

ইনশাআল্লাহ দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যাব।

 2 years ago 

লেভেল টু হতে আপনি যে বিষয় শিখতে পেরেছেন তা আমাদের মাঝে স্পষ্ট ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।।আসলে লেভেল টু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস।।

 2 years ago 

আপনি লেভেল টু এর ভাইভা শেষ করে পরীক্ষা দিয়েছেন খুব সুন্দর ভাবে আপনি লেভেল 2 এর বিষয় গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন শুভকামনা আপনার পরবর্তী লেবেলের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58522.98
ETH 3089.61
USDT 1.00
SBD 2.41