$PUSS কয়েন নিয়ে আমার ভবিষৎ পরিকল্পনা।
$PUSS কিনো ফান করো

ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো কয়েন হিসাবে আমি সর্বপ্রথম স্টিমকেই চিনতাম। আমি ২০১৭ সালের শেষের দিকে এই প্লাটফর্মে যুক্ত হয়েছি। এর আগে আমি তখনও ক্রিপ্টোকারেন্সি বা এই প্লাটফর্ম গুলোর ব্যাপারে কোন জ্ঞান রাখতাম না। এক কলিগ ও ফ্রেন্ডের মাধ্যমে আমি এই প্লাটফর্মে যুক্ত হয়। তখন আমি ইংলিশে পোস্ট করতাম। আর কমেন্টের মাধ্যমে ইনকাম করতাম। ধীরে ধীরে এই প্লাটফর্মে স্টিম দেওয়া শুরু হলো। তখন আমি কাজ করে যা স্টিম পেতাম সেগুলো Poloniex এ নিয়ে USDTতে কনবার্ট করতাম। তারপরে ব্যাংকে ট্রান্সফার করে টাকায় ক্যাশ করতাম। এটাই আমার ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে জ্ঞান ছিল।
ধীরে ধীরে আমার সেই কলিগ ও বন্ধুর মাধ্যমে Binance এর সন্ধান পেলাম। আমার বন্ধু Binance এ স্টিম বাই সেল করে। তার মাধ্যমে আমি Binance এ বাই সেলের প্রক্রিয়াটা শিখি। সে অনেক ধরনের কয়েক কিনে বাই সেল করে। তবে তাকে অধিকাংশ সময় স্টিম বাই সেল করতে দেখি। সে Binance ছাড়াও আরো কয়েকটি অ্যাপস ব্যবহার করে। তাকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির First Meme Coin $PUSS এর ব্যাপারে বলেছিলাম। সে প্রথম প্রথম এই কয়েনটি কেনার আগ্রহ প্রকাশ করে নাই। কিন্তুু ধীরে ধীরে যখন এই কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন কিছুটা কেনার প্রতি আগ্রহ হয়েছে। তাছাড়া আমি তাকে বলেছিলাম $PUSS অন্যান্য কয়েনের মত না। আমরা তো দেখি অন্যান্য কয়েনের মালিকরা কিছুটা প্রাফিট পেলেই সব কয়েন নিয়ে উধাও হয়ে যায়। এ ক্ষেত্রে দাদা বলেছে তিনি এই কয়েন উত্তলন করবেন না। আর আমি তাকে এটাও বলেছি #SunPump এর মধ্যে ৯৭ হাজার কয়েন রয়েছে। এর মধ্যে $PUSS ১৭ তম ranking এ রয়েছে। আর খুব শীগ্রই htx, Poloniex, Binance এর মত বড় প্লাটফর্মে জায়গা করে নিবে, ইনশাআল্লাহ। সে তো এই বিষয়ে অভিজ্ঞ তাই বেশি কথা বলি নাই। এসব কথা শুনে বন্ধু আমার গতকাল কিভাবে এই $PUSS কয়েন কিনবে সেই প্রক্রিয়াটা আমাকে জিঙ্গেস করেছিল। আমি তাকে TronLink Pro এর মাধ্যমে কিভাবে $PUSS কিনবে সেটা দেখিয়ে দিয়েছি। সে হয়তো ১০ লাখের মত $PUSS কয়েন কিনতে পারে।
আমার একাউন্টে বর্তমানে তিন লাখের মত $PUSS কয়েন রয়েছে। আমি আরো কিছু কয়েন কিনে প্রাথমিক ভাবে পাঁচ লাখ $PUSS কয়ের হোল্ড করার টার্গেট নিয়েছি। ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে, ইনশাআল্লাহ। আমার খুবই ক্লোজ আরেকজন মেম্বার সে নাকি ২৫ লাখ $PUSS কয়েন হোল্ড করবে। আবার $PUSS কয়েন হোল্ড করার প্রতিযোগিতার ফলাফল প্রকাশের দিন জানতে পারলাম একজন ২৮ লাখ কয়েন কিনে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি। তবে বাস্তাবে মনে হয় সংখ্যাটা অনেক বেশি। সংখ্যাটা ধারনা করা যাচ্ছে না।
এভাবে সবাই ২০ লাখ ২৫ লাখ $PUSS কয়েন হোল্ড করেছে। সবার ইচ্ছা রয়েছে আরো $PUSS কিনবে। সবাই তাকিয়ে আছে কখন $PUSS কয়েনের দাম একটু কমবে। তবে আমরা তো জানি $PUSS To The MOOD. আর ধীরে ধীরে $PUSS কয়েন MOOD এর দিকেই যাচ্ছে। প্রতিদিন আমি কমপক্ষে একশত বার $PUSS কয়েনর গতির প্রতি লক্ষ রাখতেছি। আমার একাউন্টে এখনও কিছু TRX আছে। সে গুলো দিয়ে $PUSS কিনবো। দেখা যাক কখন কিনতে পারি।
বর্তমানে $PUSS কয়েন যে পর্যায়ে রয়েছে, এখন $PUSS কিনলে লসের ঘর শূন্য বলা যায়। কারন অবস্থা যা দেখতেছি কয়েনটির দাম বাড়তেই থাকবে। খুব বেশি না বাড়লেও মোটামুটি ভালো একটি পর্যায়ে যাবে। আর এই কয়েনের পিছনে রয়েছে স্টিমিট বিশ্বের এক নাম্বার কমিউনিটি। যেই কমিউনিটিতে রয়েছে হাজার হাজার সদস্য। এখন মানুষের কাছে গর্ব করে বলতে পারি আমাদের কমিউনিটির একটি নিজস্ব কয়েন আছে $PUSS. এটা ভাবতেও নিজের কাছে খুবই ভালো লাগে। $PUSS আমাদের কয়েন, আমাদের কমিউনিটির কয়েন। $PUSS আমাদের ফেমিলিার একজন সদস্য। সেটা তো আমাদের একাউন্টে অবশ্যই অবশ্যই থাকবে।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
X Promonion
এটা ঠিক বলেছেন আমি অনেকের প্রত্যেকটা সদস্য এখন গর্ব করে বলতে পারবো যে আমাদের কমিউনিটির নিজস্ব একটা টোকেন রয়েছে। Puss কয়েন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
জী আমরা এখন বলতে পারিযে, আমাদের কমিউনিটির কয়েন আছে। ধন্যবাদ।
একদমই ঠিক বলেছেন ভাই আমাদের সবার গর্ব। যে আমাদের কমিউনিটি তে পুষ নামে একটি কয়েন রয়েছে। $PUSS কয়েন নিয়ে আপনার ভবিষৎ পরিকল্পনা জানতে পেরে খুব খুশী হলাম। আপনার কথা শুনে আপনার বন্ধু তাহলে বেশ কিছু পুষ কয়েন কিনবে শুভ কামনা রইল ❣️
এটা আমাদের কমিউনিটির কয়েন আর আমাদের গর্ব। ধন্যবাদ।
আমাদের নিজেস্ব কয়েন $puss কয়েন।যা আমাদের গর্ব। $pussকয়েন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কিন্তু বেশ ভালো। আমাদের সবারই তাই করা উচিৎ। আমিও আপনার মতো করে কিছু কিছু কেনার চেস্টা করবো।ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।
জী আপু যথা সম্ভব কেনার চেষ্টা করুন। ধন্যবাদ।
$puss কয়েন নিয়ে চমৎকার অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া।পুশ নিয়ে আমাদের আশা-আকাঙ্ক্ষার যেনো কমতি নেই।আপনি বেশ অনেকটাই পুশ কয়েন কিনলেন।আশা করি আরো কিনবেন।এভাবেই এগিয়ে যাবেন এমনটাই আশাকরি।
জী এটা নিয়ে সবার অনেক আশা ভরসা আছে। আল্লাহ যেন পুরন করে। ধন্যবাদ।
পুশ কয়েন নিয়ে আমাদের সকল ইউজারদের বেশ পরিকল্পনা রয়েছে।আপনার পরিকল্পনা অনেকটা ভালো লাগলো ।আসলে যেকোনো কিছুতে পরিকল্পনা করা সফলতার পূর্ব ধাপ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জী আপু সবাই যথা সম্ভব চেষ্টা করছে পুশ কিনে হোল্ড করতে। ধন্যবাদ।
আসলেই পুশ নিয়ে আমরা সবাই অনেক রকম চিন্তা ভাবনা করছি।তবে যেটা দেখা যাক যাচ্ছে মনে হয় কিছু দিনে পুশ আরো বৃদ্ধি পাবে।এটার দাম আজকে যেটা রয়েছে কালকে সেটা থাকবে না। যাইহোক আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
জী ভাইয়া আশা করা যায়, পুশ অনেক উপর দিকে যাবে। ধন্যবাদ।