You are viewing a single comment's thread from:

RE: সিরিজ শেষ হওয়ার আগেই ইন্ডিয়া সিরিজ জিতে নিলো!

in আমার বাংলা ব্লগ5 months ago

দেখতে দেখতে ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার চতুর্থ নাম্বার টেষ্ট ম্যাচের রিভিউ পড়ে নিলাম। বড় বড় দল গুলো যেখানেই খেলতে যাক,ঐ জাগায় পিচ ও আবহাওয়া সম্পর্কে কিছুটা ধারনা নিয়ে যায়। আর ইংল্যান্ডও রাঁচির পিচের কথা জানতো। তাই তারা টজ জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তবে সবসময় যেমন চিন্তা তেমন কাজ হয় না। যেমনটা হয়েছে ইংল্যান্ডের সাথে। এখানে আরেকটি বিষয় হলো ক্রিকেট খেলায় একটি ভুল খেলার মোড় ঘুড়িয়ে দেয়। যেমন ইংল্যন্ডের জো রুটের আউট টা। যদি ঠিক সময়ে তার এলবিটা ধরতে পারতো তাহলে সাড়ে ৩০০ রানের এত বড় পাহাড় করতে পারতো না। আবার অনেক সময় বিপক্ষ দল থেকে শিক্ষাও নেওয়া যায়। যেমন ইংল্যান্ডের বশির ভালো স্পিং বল করেছিল। যার ফলে রোহিত শর্মাও দ্বিতীয় ইনিংসে স্পিনার দিয়ে ইংল্যান্ডকে কাবু করেছিল। মোটামুটি সব মিলিয়ে বুদ্ধি আর ভাগ্যের খেলা বলতে হয়। ইন্ডিয়ার চেষ্টা করেছে তাই তাদের জয়টা আসতে বাধ্য হয়েছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66299.06
ETH 3319.61
USDT 1.00
SBD 2.69