You are viewing a single comment's thread from:

RE: অন্ধকারাচ্ছন্ন স্থানে একটি জ্বলন্ত মোমবাতির চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 months ago

দাদা আপনার প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে অনেক ভালে লাগে। কারন আপনি যেটাই অঙ্কন করেন না কেন...সেটা নিখুঁত ভাবে করার চেষ্টা করেন। আজকে সাধারন একটি মোমবাতি অঙ্কন করেছেন,সেটাই আনকমন হয়ে গেছে। আমরা সাধারন যে মোমবাতি দেখি সেটা কিন্তুু এরকম নয়। একটু ভিন্ন ধরনের হয়েছে। আমি বিভিন্ন মুভিতে দেখেছি রাজ পরিবারে যেমন মোমবাতি থাকে বা নবাবদের মঞ্জিলে যেমন মোমবাতি থাকে আপনি সেরকম ডিজাইন করেছেন। মোমবাতি রাখার যে পাত্রটা,সেটা তো সব জাগায় দেখা যায় না। আপনার আর্টের মধ্যে একটা রাজকীয় ভাব আছে। আপনার প্রথম ধাপের মধ্যেই সম্পূর্ণ চিত্র ফুটে উঠে। যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তারপর ধীরে ধীরে যখন কালার করেন তখন আরো বেশি আকর্ষনীয় লাগে। আমার কাছে সব থেকে বেশি নিঁখুত লাগে শলতের মধ্যে আগুনটা। কত নিখুঁত ভাবে আর্ট করেছেন। আর গভীর ভাবে তাকালে বুঝা যায় কত সময় ধরে আগুনটা জ্বলছে। চার পাশে অন্ধকার মাঝখানে মোমবাতিটা জ্বলছে। দারুন হয়ে দাদা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63