You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগ4 months ago

জী দাদা গত পর্বের আলোকচিত্র গুলো অসাধারন ছিল। আজকের আলোকচিত্র গুলোও অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে মণ্ডপের ভিতরে ওয়ালের গায়ে বৌদ্ধ এর হাত ও তার ভিতরে তার মূর্তিটা এই চিত্রটি সবার নজরে পড়েছে। ইন্দোনেশিয়ার বালিতে অরিজিনাল চিত্রটা হয়তো কোন সময় দেখা হবে না। তবে এখানে কিছু চিত্র দেখে কিছুটা ধারনা হয়েছে। তাদের উপরের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। আর মূল মন্ডপটা এমন জাগায় স্থাপন করা হয়েছে যে, দেখা বুঝা যায় নদীর পড়ে। বাঁশ কাঠের ব্রিজটিও অসাধারন হয়েছে। লেকের পাশে যে পাহাড় তৈরী করা হয়েছে,সেটা আসলে কি মেটারিয়াল দ্বারা তৈরী করা হয়েছে,সেটা বুঝতে পারছি না। ভিতরের সব কারু কার্যই অসাধারন হয়েছে। তবে আমার ভয়ছিল বাশঁ আর কাঠের সেতুতে বেশি মানুষ উঠার করনে আবার ভেঙ্গে পড়ার খবর পায় না কি। তবে শেষ পর্যন্ত ভালোই ভালোই পর্বটা শেষ হয়েছে। পাশা পাশি দুইটি মন্ডপ থাকার কারনে আপনারা এক সাথে দুইটি মন্ডপ দেখতে পারলেন। একটি ডিজাইন আমার খুবই ভালো লেগেছে তবে সেটা এখানে বলবো না। মনে মনেই আছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64951.20
ETH 3557.52
USDT 1.00
SBD 2.35