You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১২ )

in আমার বাংলা ব্লগ6 months ago

দাদা ভুল থেকে যদি দারুন কিছু হয় তাহলে ভুলই ভালো। গুগল মামা আপনাকে ভুল জাগায় নিলেও আপনার জন্য সেটা সঠিক ছিল। যার ফলে নতুন কিছু দেখতে পেরেছেন। আজকে জ্ঞান বিকশনির প্যান্ডেলটা ছোট হলেও কারুকার্য ছিল দারুন। আর সামনে যে ঈগলের মাথাটা লাগিয়েছে সেটাও অনেক সুন্দর ছিল। আর উপরে দেখলাম পাটের সুতলি দিয়ে কিছু ডিজাইন করেছে। সে গুলো দখতেও কিন্তুু তেমন খারাপ লাগেনি। আমার মনে হয় তাহলে অল্প বাজেটের মধ্যে সিম্পল কিছু করতে চেয়েছে। যার ফলে অল্প কাজের মধ্যে ভালোই সাজিয়েছে। বাহির থেকে দেখলে গুহার মত দেখা যায়। আর বাহিরে বাশঁ কেটে ডিজাইন করে করে তৈরী করা হয়েছে। আর দ্বিতীয় যে প্যান্ডেলটা দেখলাম সেটাও দারুন ছিল। সেখানে বাহিরের গেইট টা কি দিয়ে বানিয়েছে সেটা বুঝা যাচ্ছে না তবে,দেখতে বিশাল বড় কোন রাজদরবারের গেইটের মত লাগছে। উপরে দুইটি ঘোড়া দিয়ে আকর্ষনটা বাড়িয়েছে। সব মিলিয়ে আজকের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সবাই ১৩ তম পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43