You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১১ )

in আমার বাংলা ব্লগ9 months ago

জী দাদা গত পর্বে আমরা বনগাঁ স্পোর্টিং ক্লাব এর প্যান্ডেলের অনেক গুলো আলোকচিত্র দেখেছিলাম। আজকে বনগাঁর ঐতিহ্যবাহী প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের অনেক গুলো আলোচক চিত্র দেখলাম। এইবারে তারা বাহুবলি সিনেমার মাহিষমতি মন্দিরে আদলে পূজো প্যান্ডেলটি তৈরী করেছে। দুর থেকে দেখলে বুঝা যাবে বড় কোন পাহাড় বা পাথরের উপরে খোঁদায় করে ডিজাইন করে প্যান্ডেলটি বানিয়েছে। প্যান্ডেলের উপরেও এমন একটি কালার দিয়েছে যার কারনে অন্য কিছু বুঝার উপায় নেই। মানুষের আগমনের চিত্র দেখে বুঝা যায় ক্লাবটি অনেক পরিচিত। যার ফলে অনেক দুরদুরান্ত থেকে মানুষ এখানে এসে হাজির হয়েছে। আর একটি বিষয় পড়লাম যে আপনি রাস্তাঘাট চেনার ক্ষেত্রে গুগলের উপর নির্ভর করেন। দাদা বর্তমানে অনেক মানুষই গুগল মামার উপর নির্ভরশীল। প্রতি সাপ্তাহে হ্যাংআউটে প্রশ্নউত্তর পর্বে গুগল মামা ছাড়া আমারও কোন উপায় নেই,হে হে হে। আর আমিও যে কোন নতুন জায়গায় গেলে গুগল মামার উপর নির্ভর করি। সবাই বাটপারি করলেও গুগল মামা বাটপারি করবে না। ঘুরে ফিরে মূল জাগায় নিয়ে যাবে। দাদা পরের বছর থেকে নিজের সঙ্গি হিসাবে একটি বাইক নিতে পারেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67838.57
ETH 2628.40
USDT 1.00
SBD 2.72