দাদা গত অক্টবরে লিও মুভিটি মুক্তি পাওয়ার পরে প্রত্রিকায় দেখেছিলাম। বিজয় তো সবসময় একশন মুভি করে। তার অভিনয়ও খুব ভালো লাগে। লিও মুভিটা দেখা হয়নি এখনো। ভুলেই গেছিলাম মুভিটার কথা। আপনার রিভিউ পরে কিছুটা বুঝেছি। মুভির মূল এন্টোনি নামের এক ভদ্রলোক আর তার ভাই মিলে ড্রাগ এর ব্যবসা করতো। আর তাদের সাথে কাজ করতো এই লিও দাশ আর তার বোন। এই এন্টোনিও আবার অন্ধ বিশ্বাসী ছিল। সে মনে করতো কোনো পশু বা প্রাণীকে বলি দিলে ব্যবসার উন্নতি হয়। এখন কেউ একজন তাকে আবার বুদ্ধি দিলো যে সে যদি তার ছেলেকে বা মেয়েকে বলি দিতে পারে, তাহলে তাদের ব্যবসার আরো উন্নতি বেশি হবে। চিন্তা করেন মানুষ কতটা মূর্খ । যায়হোক এন্টোনিও লিও এবং তার বোনকে বন্ধি করে আর তার বোনকে বলি দিতে যায়। আর তখনই লিও তাদের উপর আক্রমণ করে বসে। তাদের সাথে লড়াই করলেও তার বোনকে সে বাঁচাতে পারেনি, নিজের কাকাই তার ভাতিজিকে হত্যা করে। আর পরে লিও কেও গুলি করে দেয়। আর তার পরের থেকেই সবাই মনে করতো সে মারা গিয়েছে। কিন্তু লিও দাশ সেখান থেকে পালিয়ে নিজেকে কোনো মতে হিমাচল প্রদেশে চলে যায়। আর সে শহরে এসে নিজের পরিচয় গোপন করে জীবন শুরু করে। তবে বিপদ তার পিছু ছাড়ে না। দোকানে কাস্টমার হয়ে বিপদ আসে। যদিও সে প্রথমে জামেলা করতে চাই না। তবে জামেলা থাকে ছাড়ে না। ধন্যবাদ দাদা।