You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩১
একাকিত্বের সাথে সন্ধি করি
নীরবতা আমার সাথি।
আকাশের ওই দূর অজনায়
প্রায় সময় চেয়ে থাকি।
নীরবতা আজ থমকে দাড়ায়
হাতে শিউলি মালা
অপেক্ষার আজ হবে অবসান
ভালোবাসার বাজবে পালা।
মাঝে মাঝে আমরা একাকীত্বকে বরণ করে নেই। একাকীত্বকে সঙ্গী করে নিরবে বেঁচে থাকি। হয়তো কারো প্রতীক্ষায় থাকি। ধন্যবাদ ভাইয়া দারুন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।