RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৫ )
জী দাদা ব্যাধ ওয়েব সিরিজের কাহিনী প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন খুনিকে হাতেনাতে ধরার পালা। যেহেতু পোস্ট মাস্টারের বক্তব্য অনুযায়ী এই লোকটা ১৫ দিন পর পর এসে চিঠি দিয়ে যায়, সেহেতু এই দিনের অপেক্ষা করতে হবে। ঝোপ বুঝে কুপ মারার আশায় বসে থাকতে হবে। আর পোষ্ট মাস্টারের তথ্য অনুযায়ী ওই লোকটা মুকুন্দপুরের না, অন্য গ্রাম থেকে এসে এই পোস্ট অফিসে এসে এসে চিঠি দিয়ে যায়। এদিকে সৌভিক সাহেব অনেক চিন্তাভাবনা অন্য কোথাও জয়েন করতে যায়নি বরং কানাই এর কাছে এসে এই কেসকে সল্ভ করতে রাজি হয়। খুনিকে ধরার জন্য তাদের এখন প্রথম কাজ হলো থানায় গিয়ে খোঁজ নেওয়া, কারণ যে মধুসূদন মারা গিয়েছে সে যদি সেই সময়ে কারো সাথে তার এই চড়াই পাখি লেখা নিয়ে আলোচনা করে থাকে তাহলে তার সন্ধান পাওয়া যাবে। খুনিকে না ধরা পর্যন্ত সৌভিক সাহেবের কোন শান্তি নাই। এখন দেখা যাক খুনি কোন নতুন চাল মারে কি না। কারন খুনি তো অনেক চালাক। সে পুলিশের আগে চলে। দাদা পরের পর্বটা তারাতরি প্রকাশ করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।