You are viewing a single comment's thread from:

RE: দশম ওয়ার্ম-আপ ম্যাচটি বেশ এক্সসাইটেডপূর্ণ ছিল

in আমার বাংলা ব্লগ10 months ago

দাদা দশম ওয়ার্ম-আপ ম্যাচটি বিবেচনা করে যা বুঝা যায় ,দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া তেমন গুরুত্ব দেয়নি। এক দিক দিয়ে রান বেশি আবার অন্যদিক দিক দিয়ে ওয়ার্ম-আপ ম্যাচ। তবে তারা প্রথম পর্বে ব্যাট করে দারুন একটি স্কোর গড়ে তুলে ছিল। পাকিস্তানের মত বোলারদের মেরে এত বড় রানের পাহাড় করা সত্যিই কষ্টকর ছিল। কিন্তুু যে দলে ওয়ার্নার আছে সে দলে ভরসা থাকে বেশি। কারন ওয়ার্নার খুবই বিশ্বস্ত একজন খেলোয়ার। এমন একজন খেলোয়ার রয়েছে টিম ইন্ডিয়াতে রোহিত শর্মা। এই দুই জনের খেলার ধরন,ব্যবহারে আমি মুগ্ধ। অস্ট্রেলিয়া দলে আরেকজন খেলোয়ার রয়েছে ম্যাক্সওয়েল। হাসঁতে হাসঁতে বাউন্ডারি মারে। দারুন ভাবে শর্ট মারে। পাকিস্তানও কিন্তুু দারুন খেলেছে। ইফতিকার আর বাবর নিজেরা দায়িত্ব নিয়ে বলে আর রানে সমান করে দিয়ে গেছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি উইকেট শূণ্য হয়ে যাওয়ার কারনে খেলাটা আর জিততে পারে নি। যায়হোক আজকে শুরু হবে বিশ্বাকাপ মহাযজ্ঞের মূল খেলা। দেখা যাক কে কিভাবে নিজেদের পরিচয় দিতে পারে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59305.10
ETH 2602.12
USDT 1.00
SBD 2.44