You are viewing a single comment's thread from:

RE: আপকামিং এবিবি হ্যাংআউট ৬০ ও ভার্চুয়াল রাখী উৎসব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

এই লাল সুতো হলো বন্ধুত্ব, প্রেম আর ভালোবাসার একটি প্রতীকী নিদর্শন । ভাই ভাইয়ের হাতে, বোন বোনের হাতে, ভাই বোনের হাতে, বোন ভাইয়ের হাতে, বন্ধু বন্ধুর হাতে রাখী পরিয়ে আজন্মের জন্য তাকে প্রীতি ও স্নেহের বন্ধনে আবদ্ধ রাখার প্রতিশ্রুতি দান করেন ।

শ্রদ্ধেয় বড় দাদা রাখী বন্ধন উৎসবে যদি ভাই ভাইয়ের হাতে, বন্ধু বন্ধুর হাতে রাখী পরাতে পারে, তাহল আমরা ছেলেরাও তো আপনাকে বড় ভাই বা বন্ধু হিসাবে শ্রদ্ধা করি, মান্য করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে আমরা কেন আপনার হাতে পবিত্র রাখী বন্ধন বাধার সুযোগ থেকে নিারাশ হবো। আমাদের কেন নিরাশ করবেন,আমাদের কেন ভিমুখ করবেন। আমরাও শ্রদ্ধেয় দাদা হাতে রাখী পড়াতে চাই।

যদি দাদার সুমর্জি হয়।

Sort:  
 2 years ago 

এখন আর এসব হয় না । এগুলো অনেক আগে হতো । ১০০ বছর আগে । এখন শুধুই বোনেরা ভাইদের হাতে রাখী পরায় ।

 2 years ago 

আমরা ১০০ বছর পরে আবার ষ্টার্ট করতে চাই দাদা।
রিপলে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63156.23
ETH 2560.33
USDT 1.00
SBD 2.83