স্টিমিট প্লাটফর্মটি ব্যবহারের সুবিধার্থে আমার কিছু পরামর্শ ||Some Of My Suggestions To Ease The Use Of The Steemit Platform.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্টিমিট প্লাটফর্মটি ব্যবহারের সুবিধার্থে আমার কিছু পরামর্শ

entrepreneur-g5032686c4_1920.jpg
Source

পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। দিনে দিনে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে। মানুষের মন-মানুষিকতা,পছন্দ অপছন্দের পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনশীলতাকে মানুষ পছন্দ করে। মানুষ প্রতিনিয়ত নতুন কিছু তৈরী করতে চাই,নতুন কিছু দেখতে চাই, নতুন কিছু করতে চাই। প্রত্যেকটা জিনিষের মাঝে নতুনত্ব খুজে। আজকে একটি জিনিষ ভাল লাগছে তো কাল ভাল লাগছে না,সাথে সাথে সেটা পরিবর্তন করার চেষ্টা করে। যেমন আজকে কেউ অনেক টাকা দিয়ে যে কোন একটি ব্যান্ডের একটি মোবাইল কিনলো। দুইদিন ভালই ব্যবহার করেছে কিন্তুু তৃতীয়দিন আর সেটা ভাল লাগছে না। তার কারন হলো হয়তো অন্য কোন ব্যান্ডের মাঝে নতুন কিছু দেখেছে অথবা কোন একটি অপশন বেশি দেখেছে আর তাই সাথে সাথে সেটা পছন্দ হয়ে গেল,সেটা কিনার চেষ্টা করবে।

বর্তমানে আমরা মোবাইলকে যে অবস্থানে যে ভাবে দেখতেছি, সর্বপ্রথম মোবাইল সেভাবে সে অবস্থানে ছিল না। দিনে দিনে,মাসে মাসে,বছরে বছরে পরিবর্তন হয়ে আজকের পর্যায়ে এসেছে। প্রথম দিকে মোবাইলে হাতে গোনা অল্প কিছু অপশন ছিল,আর এখন মোবাইল দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই। মানে এমন পরিবর্তন হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে আরো পরিবর্তন হবে।

entrepreneur-g444c3bfa5_1920.png
Source

আমি ২০১৮ সালে সর্বপ্রথম স্টিমিট প্লাফর্মে কাজ শুরু করি। তখন থেকে এখন পর্যন্ত লক্ষ করেছি স্টিমিটে তেমন কোন পরিবর্তন হয়নি। তবে এখন মনে হয় কিছুটা পরিবর্তন হওয়া আশা রয়েছে, কিছু অপশন যোগ হতে পারে। তাই আমি একজন স্টিমিট ইউজার হিসাবে কিছু অপশন চাইবো। যদি এগুলো এড করা হয় তাহলে আশা করি সবারই উপকারে আসবে।

সাত দিন পরেও যেন ভোট দিতে পারে এবং রিওয়ার্ডস পেতে পারে সে ব্যবস্থা করা

আমরা সবাই জানি যে আমরা যখন স্টিমিট প্লাফর্মে একটি পোষ্ট সেয়ার করি তখন কারো যদি আমার কাজ,আমার লেখা, বিডিও দেখে ভাল লাগে তাহলে সে আমাকে ভোট দিতে পারে। আর সেই ভোটের মাধ্যমে রিওয়ার্ডস পেয়ে থাকি। কিন্তুু তার জন্য মাত্র সাত দিনের একটি সময় নির্ধারন করে দেওয়া আছে। সাতদিন পরে কেউ আমার পোষ্ট পড়ে ভাল লাগলেও ভোট দেয়না। কারন তখন ভোট দিলে আর রিওয়ার্ড পাওয়া যাবে না। অথচ একটি গুরুত্বপূর্ণ পোষ্ট সাতদিনের মধ্যে কারো নজরে নাও আসতে পারে। আমরা সাতদিন পরে রিওয়ার্ডসটা পেয়ে যায় সেটা ভাল,কারন তার বেশি দেরী হলে কাজ করার আগ্রহ কমে যাবে। কিন্তুু সাত দিন পরে, এক মাস পরে, বা ছয় মাস পরেও যদি কেউ ভোট দেয় সেটার রিওয়ার্ডস পাওয়ার ব্যবস্থা করলে ভাল হয়।সবারই ভোট দেওয়ার ক্ষমতা সিমিত হওয়ায় সাত দিন পরেও যেন পছন্দ হলে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা।

পোষ্টের থাম্বনেইল সিলেক্ট করার অপশন চালু করা

আমরা যখন পোষ্ট করি তখন আমাদের পোষ্টের থাম্বনেইলে প্রথম দিকে যে ছবিটা দেওয়া থাকে সে ছবিটাই দেখা যায়। এখানে নিজের পছন্দ অনুযায়ী অপশন থাকলে ভাল হয়। অনেকের প্রথম দিকে অন্য কোন ছবি থাকে যেটা সে থাম্বনেইলে চাই না
অথচ সেটাই দেখা যায়।

পোষ্টের নোটিফিকেশন পাওয়ার ব্যবস্থা করা।

স্টিমিটে কাজ করার পর আমি অনেক মানুষকে ফলো করেছি,আবার অনেক মানুষ আমাকে ফলো করেছে। ফলো করার অর্থ হলো তার পোষ্টের কোয়ালিটি বা তার লেখা বা তার কাজ আমার ভাল লাগে। কিন্তুু তাকে ফলো করা সত্বেও সে কখন পোষ্ট করলো আমি তার নোটিফিকেশন পাচ্ছি না। এই নোটিফিকেশন অপশনটা চালু করলে ভাল হয়।

মার্কডাউনের অপশন নিচে যোগ করে দেওয়া।

যেই কাজটা করতে সহজ সেই কাজটার দিকে মানুষ বেশি করে ঝুকে। সেই কাজটা মানুষ করতে চাই। বর্তমানে মার্কডাউনের অপশন নিচে অড না থাকার কারনে পোষ্ট সাজাতে একটু সমস্যা হয়। সে জন্য মার্কডাউনের অপশনটি চালু করলে ভাল হয়।

কপি সার্চ করার অপশন যোগ করা।

পৃথিবীর সব প্লাটফর্মে কপি একটি মারাত্বক অপরাধ। কেউ ইচ্ছা করে কপি করে আবার কারো অনিচ্ছা সত্বেও কপি হয়ে যায়। যদি আমাদের পোষ্টটি পাবলিশ হওয়ার আগে পোষ্টে কোন ধরনের কপি আছে কিনা সেটা সার্চ করার অপশন থাকে তাহলে সবার জন্য কপি মুক্ত থাকতে সুবিধা হয়।

সরাসরি বিডিও আপলোড দেওয়ার অপশন যোগ করা।

স্টিমিট প্লাটফর্মে আমরা সরাসরি বিডিও আপলোড করতে পারি না। বিডিও আপলোড করার জন্য আমাদের ইউটিউবের সাহায্য নিতে হয়। সেখনে বিডিও আপলোড করে স্টিমিটে লিংটা সেয়ার করতে পারি। স্টিমিটে সরাসরি বিডিও আপলোড দেওয়ার অপশন অড করলে ভাল হয়।

বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এক ক্লিকে লিংক সেয়ার করার অপশন চালু করা।

বর্তমানে মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। সবাই সবসময় সব প্লাটফর্মে নজর রাখতে পারে না। স্টিমিট প্লাটফর্মে আমরা পোষ্ট করলে সেটা এখানেই থেকে যায়। যদি আমরা পোষ্টের লিংক অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সেয়ার করি তখন সেটা তারা দেখতে পায়। যদি এমন কোন অপশন থাকে যে আমরা ইচ্ছা করলে এক ক্লিকে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে লিংক সেয়ার করতে পারবো তাহলে সুবিধা হয়। তখন স্টিমিট প্লাটফর্মটা খুব তারাতারি সবার কাছে পরিচিতি লাভ করবে।

একটি মোবাইল অ্যাপস চালু করা।

বর্তমানে সবার হাতে হাতেই মোবাইল রয়েছে। যদি স্টিমিটের নিজস্ব একটি মোবাইল অ্যাপস থাকে তাহলে অনেক সুবিধা হয়। যখন তখন আমরা অ্যাপসে গিয়ে যেন কাজ করতে পারি বা বিভিন্ন তথ্য পেতে পারি।

শেষ কথা

আমি হয়তো ভাল ভাবে উপস্থাপন করতে পারি নাই। তবে আশা করি অপশন গুলো বুঝাতে পেরেছি। যে কাজ করা সহজ আর যে কাজে সুযোগ সুবিধা বেশি সে কাজটা মানুষ করেও বেশি। স্টিমিট প্লাটফর্মটা সবার কাছে পরিচিতি লাভ করতে উপরিউক্ত বিষয় সমূহ বিবেচনায় নেওয়া যেতে পারে। আমরা যে ভাবে চাই সবসময় সেভাবে তো আর হয় না। তারপরও যথা সম্ভব এই বিষয় গুলোর দিকে নজর দিলে ভাল হয়। সবাইকে ধন্যবাদ

@rme
@hungry-griffin

555555.png

image.png

Sort:  
 2 years ago 

আপনি ২০১৮ সাল থেকে স্টিমিট প্লাটফর্মে কাজ করছেন জেনে সত্যিই ভালো লাগলো। আপনি যেহেতু অনেক পুরনো ইউজার তাই স্টিমিটের অনেক কিছুই বুঝতে পারেন। তবে দিন যতো যাচ্ছে হয়তো সবকিছু আপডেট হচ্ছে। আশা করছি সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হবে। হয়তো এতদিন অনেক কিছুই পরিবর্তন হয়নি। কিন্তু এবার অবশ্যই হবে। সরাসরি ভিডিও আপলোড করা গেলে ব্যাপারটি আরো ভালো হতো। তাহলে আর ইউটিউবের সাহায্য নিতে হতো না। এটি যেহেতু একটি ভিন্ন প্ল্যাটফর্ম তাই আমার মনে হয় এখানে ইউটিউব সংযুক্ত করা না হলেই ভালো হতো। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago (edited)

স্টিমিট প্লাটফর্মকে আপগ্রেড করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। কয়েকটি পয়েন্ট আমার বেশি ভালো লেগেছে। বিশেষ করে সরাসরি ভিডিও আপলোড দেওয়া। পোষ্টের থাম্বনেইল সিলেক্ট করার অপশন চালু করা সহ আরো কয়েকটি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই স্টিমিট প্লাটফর্মে একটু পরিবর্তন প্রয়োজন ৷ আপনি অনেক সুন্দর কিছু পরিবর্তনের কথা লিখেছেন ৷ আসলে এই পরিবর্তন গুলো প্রয়োজন আছে ৷ আপনার সাথে আমিও একমত ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ধারণা গুলো প্রকাশ করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ আপনাকে স্টিমিটের উন্নয়নের জন্য কিছু বিষয় সংযুক্ত করার জন্য। কয়েকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে যেমন সরাসরি ভিডিও আপলোড এবং মার্কডাউনের ঘর সংযোজিত করা। তাছাড়াও একটি এপস ভীষণ প্রয়োজন যা ব্যাবহারকারীদের কাজের গতি এবং সুবিধা এনে দেবে।

 2 years ago 

আপনার কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আশা করি কথাগুলো দায়িত্বশীলদের নজরে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের সুবিধার সৃষ্টি করে আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65