৭টি ফুলের ফটোগ্রাফির একটি অ্যালবাম ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago
আজ শনিবার ০৬ আগষ্ট - ২০২২ ।। ২২ শ্রাবন- ১৪২৯ ।। ০৭ মহররম- ১৪৪৪

মাতৃভাষার একমাত্র কমিউনিটি আামার বাংলা ব্লগের সকল সদস্যদের প্রতি সালাম। কেমন আছেন সবাই। আশা করি সৃষ্টিকর্তার অসীম দয়ায় সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় উপরওলার দয়ায় ভাল আছি আলহামদুল্লিাহ। আজকে আবার নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে ভিন্ন ধরনের ৭টি ফুলের ফটোগ্রাফির একটি অ্যালবাম আপনাদের সাথে সেয়ার করবো। চলোন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।

গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের ফুল ফল দেওয়া ছাড়াও আরো অনেক উপকারে আসে। আমাদের দেশে জায়গা এবং মানুষ অনুযায়ী গাছ অনেক কম। যার ফলে আমাদের অনেক রোগব্যাধি হয়ে থাকে। বিশেষ করে শহর এলাকায় অনেক মানুষ বসবাস করে, সে অনুযায়ী গাছ অনেক কম। যার ফলে সরকার সহ বিভিন্ন সামাজিক সংঘঠন আমাদেরকে গাছ লাগাতে উৎসাহিত করে এবং দেশের বিভিন্ন জাগায় বৃক্ষ মেলার আয়োজন করে গাছ সংগ্রহ করার ব্যবস্থা করে দেন। এসব মেলায় ফুল ফল ছাড়াও বিভিন্ন ঐষধের গাছ বিক্রয় করে।

বর্তমানে আমাদের দেশে ছাদবাগন বৃদ্ধি পেয়েছে। যাদের বাসায় ছাদ আছে তাদের প্রত্যেকের বাসার ছাদে কোন কোন প্রকারের গাছ আছে। বিশের করে ফুলের গাছ বেশি দেখা যায়। ছাদে গেলেই ফুলের ঘ্রানে মন প্রান উজার হয়ে যায়। ফুলকে সবাই ভালবাসে। ফুল ভালবাসার প্রতিক।

আজকে আমি যে ফুলের ফটোগ্রাফি গুলো সেয়ার করবো সব গুলোই বিদেশি ফুল। তবে বর্তমানে বাংলাদেশেই এইফুল গুলোর চাষ করা হয়। প্রায় প্রত্যেক বাগানেই এই ফুল গুলো দেখা যায়।

বৃষ্টি পদ্ম ফুল

503.jpg

এই ফুলটির নাম বৃষ্টি পদ্ম। বাংলাদেশে ছয় থেকে সাত রকমের পদ্ম ফুল রয়েছে। সাদা,লাল.নীল,বেগুনি কালার সহ বেশ কিছু কালারের পদ্ম ফুল খাল বিলের পানিতে দেখা যায়। আবার অনেক সময় বিভিন্ন লেকেও পদ্ম ফুল দেখা যায়। তবে এই বৃষ্টি পদ্ম ফুলটা সাধারনত ডাঙ্গায় দেখা যায়। যেখানে বৃষ্টি পানি অনেক যাবৎ জমে থাকে সেখানে এই ফুলটা বেশি ফুটে।

জবা ফুল

501.jpg

502.jpg

সাদা জবা ফুল। জবা একটি চির চেনা ফুল। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত। ফুলগুলির ব্যাস ৪ ইঞ্চি এবং গ্রীষ্মকাল ও শরতকালে ফোটে। এই ফুলটি হর হামেসা সব জাগায় দেখতে পাবেন। এই ফুলের কয়েকটা কালার রয়েছে।

সর্বজয়া ফুল

504.jpg

কন্দজাতীয় সর্বজয়া ফুল। যার ইংরেজি নাম Canna Lily। এ ফুলের আদিনিবাস হলো আমেরিকার ফ্লোরিডায়। বর্তমানে এশিয়ার জনপ্রিয় ফুলগুলোর মধ্যে সর্বজয়া অন্যতম। আমাদের দেশে অনেক রঙের বিভিন্ন প্রজাতির সর্বজয়া ফুল দেখা যায়। লাল, হলুদ, গোলাপি, কমলা ও কালচে খয়েরি রঙের ফুল ফুটতে দেখা যায়। সর্বজয়া ফুল গাছ যে কোন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে।

করবী ফুল

505.jpg

এই ফুলটির নাম করবী ফুল। পৃথিবীর বিস্তীর্ন অঞ্চলে এটির চাষ হওয়ায় এর উৎসের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধরে নেওয়া হয় দক্ষিন-পশ্চিম এশিয়ায়ি এই ফুলের উৎসস্থল। করবী ফুল সাধারণত তিনটি রঙের হয়ে থাকে সাদা, লাল ও গোলাপি।

নাম না জানা ফুল

506.jpg

আমি নার্সারির মালিককে এই ফুলটির নাম জিঙ্গেস করেছিলাম। তিনি বলেছিলেন কিন্তুু আমার মনে নেই। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে যানাবেন প্লিজ। ফুলটি অনেক সুন্দর, একটি ফুলে বড় বড় বেশ কয়েকটা পাপড়ি থাকে। কয়েকটি কালার রয়েছি ফুলটির।

অর্কিড ফুল

507.jpg

এই ফুলটির নাম অর্কিড ফুল।যার ইংরেজি নাম Orchidaceae। অর্কিড খুব জনপ্রিয় একটি ফুল। এক অনিন্দ সুন্দর ফুল হিসাবে বিশ্বজোড়ে পরিচিতি লাভ করেছে। অর্কিড কে বলা হয় একটি পরিবার। এই অর্কিড ফুলের গঠন বৈচিত্র্যে বিস্মিত হয়ে প্রাচীন চীনা দার্শনিক কনফুসিয়াস সেরাফুল বলে আখ্যায়িত করেছিলেন।

চম্পা ফুল

508.jpg

এই ফুলটির নাম চম্পা ফুল। যার ইংরেজি নাম Plumeria। পাচঁটি পাপড়ি যুক্ত চারপাশে সাদা মাঝখানে হলুদ বর্ণের কিছু অংশ রয়েছে। একটি ডালে চার থেকে পাচঁটি ফুল ফুটে। এই ফুুলটির জন্ম বিদেশে হলেও বাংলাদেশে অনেক বাগানেই এই ফুলটি দেখা যায়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

বন্ধুরা আজকে এপর্যন্তই , এখানেই আমার পোষ্টের ইতি টানলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

109.png

আলোকচিত্রের বিবরণ
ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যাপশন@joniprins
ধরন৭টি ফুলের ফটোগ্রাফির একটি অ্যালবাম
স্থানব্রাহ্মণবাড়িয়া
তারিখ৩০.০৭.২০২২
সময়6.30pm

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiYVe9S7mZQWR5gqWDfUtgpTz9WdEfzJF5Qt9UgiEmiRwaanKp7xXNAvvPsx6VQk1YJh91QHG4o1KcbPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9J.gif

4789.gif

Sort:  
 2 years ago 

চম্পা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। আমার কাছে এই ফুলটি ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করেছেন।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া খুব ভাল লাগলো।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার পোস্ট এর মাধ্যমে কয়েকটি নতুন ফুলের নাম জানতে পারলাম। বৃষ্টি পদ্বা ফুলটি বেশ সুন্দর লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কমেন্ট করেছেন।

 2 years ago 

সাতটি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন ।সত্যি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ।যেটা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল, আশা করি এই রকম আরো ফটোগ্রাফি সামনে দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্ট পরে অনেক ভাল লাগলো।

 2 years ago 

দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে খুবই চমৎকার লাগছে। নাম না জানা ফুলটি বেশি সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করেছি যথা সম্ভব সুন্দর করার। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অসম্ভব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চম্পা ফুল। এই ফুলটি মনে হয় আমার আগে কখনো দেখা হয়নি।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে আমারও খুব ভার লাগলো। ধন্যবাদ ।

 2 years ago 

প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ জানাই। সাধারণভাবে খুব অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। প্রায় ফুলগুলোর সাথেই আমরা কম বেশি পরিচিতি।
আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে মনে হচ্ছে দিন কে দিন আপনার ছবি তোলার হাত বেশ শক্ত হচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টা পড়ে অনেক ভাল লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন ।খুবই ভালো লেগেছে আমার কাছে ।প্রথম থেকে যখন ফটোগ্রাফি গুলা দেখছিলাম একে একে মনে হচ্ছিল আমি যেন কোন ফুলের বাগানে হারিয়ে যাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কমেন্ট করেছেন। অনেক ভাল লাগলো।

 2 years ago 

গ্রামে মোটামুটি গাছপালা আছে কিন্তু শহরে একেবারেই কম। এটার জন‍্যই এতো তাপদাহ। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো ছিল। বৃষ্টি পদ্ম ফুলটা আমি প্রথমবার দেখলাম। চম্পা ফুলের ফটোগ্রাফি টা দারুণ হয়েছে। ভালো ছিল ফটোগ্রাফি গুলো।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44