“দাওয়াত” নাটক রিভিউ ।। 10% beneficary for @shyfox ❤️
"আমার বাংলা ব্লগ" এর নতুন একটি পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম।।
হ্যালো ডিয়ার ফ্রেন্স,
কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাকটি গত ঈদে রিলিজ হয়েছে। নাটকটি আমার কাছে অনেক ভাল লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভাল লাগবে। চলুন শুরু করা যাক।
নাম | দাওয়াত |
---|---|
প্রযোজক | আর এইচ শোহেল |
পরিচালনা | মেহেদী হাসান হৃদয়। |
অভিনয়ে | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিম, হানিফ পালোওয়ান এবং আরও অনেকে । |
দৈর্ঘ্য | ৪৫ মিনিট |
মুক্তির তারিখ | ১২ই জুলাই ২০২২ |
ধরন | ড্রামা |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
- নিলয় আলমগীর।
- জান্নাতুল সুমাইয়া হিমে।
নিলয় আলমগীর এই বাড়ির মালিক। তার বাজার করার অভ্যাস নাই। আর তার বউয়ের রান্না করার অভ্যাস নাই। তারা সব সময় ভাড়াটিয়ার এই বাসায় ঐ বাসায় দাওয়াত খেয়ে বেড়ায়। সেটা আবার তাদের ইচ্ছা অনুযায়ী।বাড়ির মানুষকে না জানিয়েই তারা দাওয়াত খেতে চলে যায়। আজকে তারা এক বাসায় দাওয়াত খেতে যাবে। তাই দুইজন রেডি হয়ে যাচ্ছে।তবে তারা যে বাসায় দাওয়াত খেতে যাচ্ছে তারা বাড়িওলার দাওয়াত খাওয়ার অত্যাচারে খাবারে বেশি করে লবন মিশিয়ে দিয়েছে। যেন তারা খাবার না খেতে পারে। আর লজ্জা পেয়ে যেন আর তাদের বাসায় দাওয়াত খেতে না যায়।
প্রথম বাসায় খেতে গিয়ে লবনের জন্য খেতে পারে নাই। তবে তাদের পেটে তো খিদা ঠিকই রয়ে গেছে। তাই তারা আরেক বাড়াটিয়ার বাসায় গেছে দাওয়াত খাওয়ার জন্য। তারাও বাড়িওলায়ার অত্যাচারে সব সময় পাঙ্গাস মাছ আর ডাউল রান্না করে রাখে। বাড়িওয়ালা আজকে দাওয়াত খেতে যাওয়ার সময় মিষ্টির পরিবর্তে মিষ্টি চকলেট নিয়ে গেছে। তারপর সেখানে পাঙ্গাস মাছ আর ডাউল দিয়ে খেয়ে এসেছে।
তারপর দেখা যায় প্রথম যে বাসায় গিয়ে লবনের জন্য খেতে পারে নাই,সেই ফ্লাটের ভাড়া টিয়াকে তার বউয়ের বিষয়ে উল্টা পাল্টা পরার্মশ দিয়েছে। যে তার বউ পরকিয়ায় আসক্ত,সে তরকারিতে বেশি বেশি লবন দিয়ে তার শরীরের রক্ত পানি করে ফেলতেছে। তারপর সে যখন তিলে তিলে মারা যাবে তখন তার বউ তার প্রেমিকের সাথে চলে যাবে। খাবারে লবন বেশি দেওয়ার প্রতিশোধ হিসাবে জামাইকে এমন বুদ্ধি দিলো। আর সেও তার বউকে সন্দেহ করে তার বউকে মাইর দিলো। আর বলেছে যে তার বউকে সে ডিভোর্স দিবে।
তারপর দেখা যায় যে বাসায় পাঙ্গাস মাছ আর ডাউল রান্না করে সে বাসায় আবার খেতে গেছে। সেখানে তাদের সামনেই সেই বাসার মহিলা স্বামীর সাথে অভিমান করে নিজের পেটে নিজে ছুরি দিয়ে আঘাত করে মারা যায়। তখন সেটা দেখে নিলয় আলমগীর আর তার বউ কি করবে কিছু বুঝতে পারতেছে না। তখন দারোয়ানকে ফাসানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন দারোয়ান আর নিলয় আলমগীর ও তার বউ মিলে ঐ মহিলার স্বামীকে ফাসানোর প্লান করলো। তখন নিলয় আলমগীরের বউ মহিলার স্বামীকে উল্টা পাল্টা বুঝিয়ে রাগিয়ে দিলো। আর সে রেগে ছুরি নিয়ে এসে তার বউকে আঘাত করে মেরে ফেলে। অথচ সে নিজে নিজে আগেই অত্নহত্যা করেছে।
তারপর নিলয় আলমগীর ও তার বউ থানা থেকে পুলিশ নিয়ে সেই ভাড়াটিয়ার বাসায় যায়। খুনিকে এরেস্ট করার জন্য। সেই বাসায় গিয়ে দেখে সব কিছু স্বাভাবিক। তার বউ নিজেও আত্নহত্যা করেনি আর সে নিজেও তার বউকে মারেনি। সবটা ছিল সাজানো নাটক। নিলয় আলমগীরকে একটা লজ্জা দেওয়ার জন্য সবাই মিলে এই নাটকটি করেছে। অবশেষে তারা লজ্জা পেলো। আর এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।
নাটকটি তেমন সুন্দর হয়নি। নাটকের প্রথম দিক দিয়ে ভাল লাগলেও শেষ দিক দিয়ে তেমন ভাল লাগে নি। শেষ অংশে তেমন মিল দিতে পারেনি। অনেক গুলো দৃশ্যতে দর্শক কে বোকা বানানো হয়েছে। যায়হোক সব মিলিয়ে মোটামুটি ভাল হয়েছে। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন।
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ভাইয়া আপনি খুব সুন্দর একটা নাটক রিভিউ দিয়েছেন। আমার কাছে নিলয়ের নাটক দেখতে অনেক ভালো লাগে। এই নাটক দু'দিন আগে দেখেছিলাম আর এর কাহিনি অনেক ভালো লাগে। আজ আবার আপনার রিভিউ পড়ে আরও ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।
জী আপু নিলয় আলমগীরের নাটক ভালই লাগে। ধন্যবাদ আপু।
নিলয় ও হিমির অনেক গুলো নাটক দেখছি ভাইয়া এদের নাটকগুলো বেশ ভালো লাগে। এদের নাটক গুলো অনেক সময় কমেডি হয় আবার অনেক সময় অনেক শিক্ষণীয় বিষয় থাকে।এই নাটকেও অনেক শিক্ষনীয় বিষয় আছে। এ নাটকটা আমি দেখিনি তবে দেখে নেয়ার চেষ্টা করব। নাটকের রিভিউ করে আমার খুব ভালো লেগেছে। সুন্দর একটি নাটক আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জী ভাইয়া সময় করে একদিন দেখে নিবেন। ধন্যবাদ ভাইয়া।
নাটকের কিছুটা অংশ মনে হয় ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম কিন্তু পুরো নাটকটি দেখেনি। তবে নাটকটির প্রথম দিকে সত্যিই বেশ ভালো লেগেছিল, যখন তারা অন্যের বাসাতে দাওয়াত খাওয়ার জন্য যায়। তবে পুরো নাটকের মধ্যে শিক্ষনীয় ব্যাপার বা আনন্দদায়ক ব্যাপার খুব বেশি একটা আলোড়ন সৃষ্টি হয়নি মনে হচ্ছে। যাইহোক আপনার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে ভালো না লাগলেও তাদের ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেতে যাওয়ার ব্যাপারটা আমার বেশ হাস্যকর মনে হয়েছে।
জী আপু প্রথম দিক দিয়ে অনেক হাসি পায়। ধন্যবাদ আপু।
আপনি তো নাটক দেখে নাটকের রিভিউ দিচ্ছেন। একটা সময় আমি নিজেও অনেক নাটক দেখতাম তবে বর্তমানে প্রচুর ব্যস্ততার কারণে নাটক দেখার সময় ও হয় না। যার কারণে কোনটা ভালো কোনটা মন্দ এখন সেটাই দেখার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে নাটকটির রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জী ভাইয়া প্রতি সাপ্তাহে একটি নাটক রিভিউ শেয়ার করি। ধন্যবাদ ভাইয়া।
আশা করছি এ ধারাবাহিকতা বজায় রাখবেন ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।
আসলে ভাইয়া নাটক তেমন দেখি না তবে আপনার দাওয়াত নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগল।আসলে নিলয় আলমগীর ও তার বউ দু'জন মিলে বেশ ভালো করে দাওয়াত খেয়ে বেড়ায়। বউ এর রান্না করতে ভালো লাগে না আর তার বাজার করতে ভালো লাগে না। যাইহোক অবশেষে দু'জনকে শাস্তি পেতে হয়েছে। লজ্জার ওপরে আর কোন শাস্তি হতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
জী আপু দুইজনই অলস,হা হা হা । ধন্যবাদ আপু।
নিলয় এবং হিমির অনেকগুলো নাটক দেখেছি যেগুলো আমার কাছে ফানি মনে হয়েছে। নাটকের মধ্যে শিক্ষনীয় কোন বিষয় নেই যদি কেউ কমেডি পছন্দ করে তাহলে তাদের নাটক দেখাটা ঠিক হবে। যাইহোক, নাটক করেছেন অনেক ভালো লাগলো ভাই।
জী ভাইয়া প্রথম দেখে তো ভালই মনে হয়। তাই দেখি। ধন্যবাদ।
যদিও আমার এখনো এই নাটকটি দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোস্টের মাধ্যমে দেখে কিছুটা ভালো লেগেছে। আসলে আমি এরকম নাটকগুলো একটু কম দেখে থাকি। কয়েকটি চ্যানেলের নাটক আছে যেগুলো আমি একটু বেশি দেখি। এমনিতে আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে এরকম একটি নাটক সত্যি অসম্ভব সুন্দর ছিল। সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে লিখেছেন।
মাঝে মাঝে নাটক দেখলে ভালই লাগে। ধন্যবাদ আপু।
আসলে এ নাটকটি আমিও দেখেছিলাম কিন্তু শুরুর দিকে ভালো লেগেছিল শেষে একেবারেই ভালো লাগেনি। এমনিতে নতুন করে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে আবার দেখেছি তাই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে দেখছি নাটকের রিভিউ পোস্ট করলেন। নিলয় এবং সুমাইয়া হিমের নাটক আমার ভীষণ ভালো লাগে।
জী ভাইয়া প্রথম দিকে ভালই লাগে। তবে শেষের দিকে ভাল লাগে না। ধন্যবাদ ভাইয়া।
বেশ ভালো একটা নাটক রিভিউ করেছেন ৷ যদিও নাটক টি দেখা হয়নি , তবে আপনার রিভিউ থেকে বেশ কিছু টা ধারনা পেলাম ৷ যাই হোক শেষের দিকে নাটক টি তেমন ভালো হয়নি জেনে এই নাটকটি দেখার আগ্রহ হারিয়ে ফেললাম ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে নাটকটি রিভিউ করার জন্য ৷
জী ভাইয়া শেষের দিকে নাটকটি মিল দিতে পারে নাই। ধন্যবাদ ভাইয়া।
আপনার নাটকের রিভিউ পড়ে জানতে পারলাম নাটকটি শেষে ভাল হয়নি। যদিও নাটক এখন আর দেখা হয়না। নিলয়ের নাটক আগে দেখেছি তবে হিমের নাটক দেখা হয়নি। নাটকের রিভিউ দেয়াতে ভালোই হলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
জী আপু শেষের অংশে তেমন ভাল লাগেনি। ধন্যবাদ আপু।