এ কেমন জনদরদী ।। 10% beneficary for @shyfox ❤️
আসসালামুআলাইকু/ নমস্কার/ আদাব।
আজকে আপনাদের সাথে একটি টেকনিক্যাল গল্গ শেয়ার করবো।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রতিদিনের কাজের অংশ হিসাবে আজকে নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গল্পটি পড়ে কেউ হয়েতো হাসঁবেন আবার কেউ মাথা চুলকাবেন।
বিঃ দ্রঃ গল্পটি আমি মজার ছলে শেয়ার করতেছি। এখানে কোন ব্যাক্তি বা দেশকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। আশা করি আপনারাও গল্পটাকে মজার ছলেই নিবেন। চলুন শুরু করি।
পৃথিবীর কোন এক দেশে এক লোক ২০ টাকা হালি ডিম বিক্রয় করতো । ছয় সাত মাস বিশ টাকা হালি ডিম বিক্রয় করার পর লোকটি সেই দেশের প্রধানমন্ত্রীর কাছে ডিমের দাম বিশ টাকা হালি থেকে পাচঁ টাকা বাড়িয়ে পঁচিশ টাকা হালি করার জন্য প্রস্তাব নিয়ে গেল। প্রধানমন্ত্রী ডিম বিক্রেতাকে বললো কাল থেকে তুমি ৪০ টাকা হালি ডিম বিক্রয় করবে। ডিম বিক্রেতা বললো না হুজুর পাচঁ টাকা বাড়ালেই হবে। এত দাম বাড়ালে জনগনের কষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী বললো তুমাকে জনগন নিয়ে এত ভাবতে হবে না। আমি দেশের প্রধানমন্ত্রী জনগনকে নিয়ে আমি চিন্তা করবো। তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই করবে।
ডিম বিক্রেতা প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী পরের দিন থেকে খুশি মনে ৪০ টাকা হালি ডিম বিক্রয় করা শুরু করলো। এক লাফে ডিমের দাম ২০ টাকা বেড়ে যাওয়ায় দেশের ১০% মানুষ তেমন কোন প্রতিক্রিয়া দেখালো না। কারন তাদের কারি কারি টাকা আছে। ডিমের হালি ৪০ টাকা কেন..? একশো টাকা হালি হলেও তাদের কোন সমস্যা নাই। কিন্তুু সেই দেশের ৯০% মানুষ আন্দোলন শুরু করলো। দেশের প্রধানমন্ত্রী কাছে ডিমের দাম কমানোর জন্য আবেদন করলো। দেশের প্রধানমন্ত্রী তার কার্যলয়ে বসে দেশের সব টিভি চ্যানেলকে খবর দিলো। তারপর বিরাট একটি ভাষন দিয়ে বললো এ সরকার জনগনের সরকার। এ সরকার সব সময় জনগনের পাশে আছে, জনগনকে নিয়ে চিন্তা করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিমের দাম কমানো হবে। এই বলে ভাষনের পরেই পুলিশকে হুকুম দিলো ডিম বিক্রেতাকে ধরে আনার জন্য।
প্রধানমন্ত্রী জনগনকে কথা দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিমের দাম কমাবে। সেই আশা নিয়ে শান্তিপ্রিয় জনগন আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে গিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। কখন ডিমের দাম কমানোর আদেশ আসে। পুলিশ অনেক গুলো গাড়ি, মটর সাইকেল আর বাহিনী নিয়ে ডিম বিক্রেতাকে ধরে নিয়ে আসলো। ডিম বিক্রেতা বললো হুজুর আমি তো আপনার কথা মতই ৪০টাকা হালি ডিম বিক্রয় করা শুরু করেছি। ডিম বিক্রেতার সাথে ধীর্ঘ তিন ঘন্টা রুদ্ধদার বৈঠক করে প্রধানমন্ত্রী বললো আগামীকাল থেকে তুমি ৩০ টাকা হালি ডিম বিক্রয় করবে। লাভের পাচঁ টাকা তুমি রাখবা আর পাচঁ টাকা আমাকে দিবা। দেশের সব টিভি চ্যাানেলে হেডলাই করে দেওয়া হলো জনগনের কথা চিন্তা করে জনগনের স্বার্থে প্রধানমন্ত্রী ৪০ টাকা হালির ডিম ১০. . . . . . টাকা কমিয়ে ত্রিশ টাকা হালি করে দিয়েছে।
পরের দিন দেশের কিছু কিছু জনগন ব্যানারে পোষ্টারে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে আনন্দ মিসিল করলো। কেউ কেউ আবার জনদরদী প্রধানমন্ত্রী উপাধী দিলো। দেশের সব জাগায় ধন্য ধন্য পরে গেল। এমন জনদরদী প্রধানমন্ত্রী আছে বলেই দেশের মানুষ কয়টা ডালভাত খেয়ে বেচে আছে। জয় হোক প্রধানমন্ত্রীর জয় হোক। এমন প্রধানমন্ত্রীর কোন বিকপ্ল নাই।
যারা প্রধানমন্ত্রীর এমন মহৎ কাজকে চোখে দেখে না। তাদেরকে ধরে ধরে এই শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া দরকার।😁😁😁
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। আসলে এমন কিছু প্রথার কারণে সকলেই খুশি হয়ে যায়। কিন্তু ফাঁক দিয়ে সেই উচ্চপদস্থ কর্মকর্তারই লাভ হয়ে যায়। যাই হোক পুরো ব্যাপারটা বুঝতে পারলাম এবং খুব হাসি পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের মাঝে এটি উপস্থাপন করার জন্য।
জী আপু বড়কর্তাদের দুর্নীতি কেউ দেখে না। তারা একজন কলম মারলে দশজন কষ্ট করে। ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।
গল্পটা বেশ মজার ছিল ভাইয়া অনেক হেসেছি গল্পটা পড়ার পর। আসলে এরকম কিছু সুবিধা বাদি লোক আছে যারা নিজের স্বার্থ হাসিল করে জনগণের অনেক ক্ষতি করে। মাঝখান থেকে নিম্নবিত্ত আয়ের মানুষেরা পড়ে যায় অভাবের মুখে। খুব ভালো ছিলো গল্প টি।
জী আপু বড়রা কৌশলে কত কিছু করে নেই। কষ্ট করে নিম্ন আর মধ্য বিত্তরা। ধন্যবাদ আপু।
এই শিক্ষনীয় গল্পটা থেকে সত্যি অনেক কিছু শেখার আছে।আমরা সত্যিই ভীষণ বোকা। প্রথমে চরম দাম বাড়িয়ে দিয়ে, তারপর খানিকটা দাম কমালেই আমরা খুশি হয়ে যাই। খুব ভালো কথা লিখেছেন এবং শিক্ষামূলক এরকম লেখা মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্য যথেষ্ট।
জী আপু আমাদের মত জনগন এত গভীরে চিন্তা করি না। তাই তারা হরহামেশাই এগুলো করে পার পেয়ে যায়। ধন্যবাদ আপু।