স্বরচিত কবিতা “জীবন” Poetry by @joniprins ।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

আমি @joniprins বাংলাদেশের ঢাকা থেকে সুখে দুঃখে সবসময় রয়েছি আপনাদের পাশে

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অসীম দয়ায় সবাই অনেক ভাল আছেন। যে অবস্থায় থাকি না কেন সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা উচিত। তিনি যেকোন উপায়ে যে কোন সমস্যা সমাধান করে দিতে পারেন। তাই যে কোন জায়াগায় যে কোন অবস্থাতেই রবের উপর আমাদের ভরসা রাখ উচিত।

আমি গত কয়েকদিন যাবৎ পার্সোনাল এবং ফেমিলিগত লাইফ নিয়ে একটু সমস্যার মধ্যে আছি। ঢাকার বর্তমান বাসাটা ছেড়ে দিয়েছি,মনের মত নতুন বাসাও খুজে পাচ্ছি না। আবার এদিকে ক্রিপ্টো মার্কেটের অবস্থাও খারাপ। সব মিলিয়ে আমার অবস্থা আমার সময়টা বেশি ভাল যাচ্ছে না। তবে আমি মন খারাপ বা ঘাবড়ে যাচ্ছি না। সমস্যা জীবনেরই একটি অংশ,আশা করি সময়ের সাথে সাথে সমস্যা গুলো সমাধান হয়ে যাবে।

man-ga6e3ff1cc_1920.jpg
Source

আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা সেয়ার করবো। জীবনের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে কবিতাটি লিখেছি। কবিতাটি কেমন হয়েছে সেটা আমি জানি না। তবে আমি আমার মত করে সুন্দর ভাবে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। আমি কবি নয় তাই কবি নজরুল,রবীন্দ্রনাথ,জসিম উদ্দিনের মত কঠিন কঠিন শব্দ আমার ভিতর থেকে আসে না। তারা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন। তাদের মত করে কবিতা লেখা কল্পনাও করা যায় না। আমি আমার বাংলা ব্লগের মেম্বারদের দেখে দেখে কবিতা লেখার চেষ্টা করিতেছি। একদিনে তো কবি হওয়া যায় না। ধীরে ধীরে হয়ে যাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি।

জীবন

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N.png

সূর্য উঠে সূর্য ডুবে জীবন প্রদীপ জ্বলে নিভে
আজ আছি কাল নেই একদিন তো যাবো চলে।
ছোট ছিলাম যখন আমি বুঝতাম না কোন কিছু
বড় হয়ে দাড়িয়ে আছি বাস্তবতার মুখমুখি।
ছোট বেলার স্বপ্ন গুলো মারে উঁকি ঝুঁকি
সামনের দিকে তাকিয়ে দেখি সবই ধুলা বালি।

বাস্তবতার ভিড়ে আবেগের নেই ঠায়
বর্তমানের পরিবেশে ঠিকে থাকাই বড় দায়।
আবেগ গুলো খাচার ভিতর কাদেঁ দুঃখে দুঃখে
চার পাশের মানুষ গুলো সেটা দেখে হাসে।
মনকে বুঝায় সামনে বুঝি আসছে সুখের যুগ
বাস্তবতায় এসে দেখি দুঃখের নদীর স্রোত।

জীবনের পর্ব গুলো সত্যি বড় বিচিত্রময়
প্রতিটি পদে পদে নতুনের সাথে হয় পরিচয়।
জীবন চলছে নিজ গতিতে সাথে ছুটছি আমি
হঠাৎ করে নিভে যাবে জীবনের প্রদীপ খানি।
পৃথিবী আমায় করছে বড় পৃথিবীর প্রয়োজনে
বেলা শেষে স্বাদের জীবন শূন্যে পড়ে রবে।

স্বপ্ন আমায় মাঝে মাঝে তিরস্কার করে বলে
জীবন অনেক কঠিন ভাইয়ে এত সহজ নইরে।
পৃথিবীতে কেউ সুখে নেই সুখের অনেক দাম
সুখের নেশায় দেশ ছেড়ে যায় কত আপন প্রাণ।
কত বৃষ্টি জড়ে পরে মানুষের চোখ থেকে
সুখের আশায় গিয়ে আমি কেঁদেছি মানুষের দুঃখে।

কেউ নেই আমার পাশে দাড়িয়ে আছি একা
এভাবেই চলছে আমার জীবন নদীর ভেলা
স্বপ্ন আমার ছিল অনেক ছিল অনেক সাধনা
কবে হবে স্বপ্ন পুরন কিছুই আমি জানি না।
জীবন হলো যুদ্ধ ক্ষেত্র সেটা আমি জানি
যতই বাধা আসুক না কেন পিছু হটবো না আমি।

বন্ধুরা নিজের মত করে কবিতাটা লিখে ফেললাম। জানিনা জীবনের অর্থ কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। আমার কবিতায় ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিলে খুশি হবো। জীবনের বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতার মধ্যে আবেগের কোন দাম নেই। যায়হোক বন্ধুরা আজকে এখানেই বিদায় নিতেছি। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

106.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xCgJJcRrX6JcoixPY1ZYkTzZRvU4cg43nsPEvFsMrCx1qpdtvt7rn7wUCn6Q3hQL3sAJM.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPL.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

খুবই বাস্তবমুখী একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি ঠিকই বলেছেন, আমাদের জীবনে যে কোন পরিস্থিতিতে আমাদের রবের উপর ভরসা রাখতে হবে। আসলেই আমরা যত বড় হচ্ছি ততই বাস্তবতার মুখোমুখি হচ্ছি। আপনার কবিতার প্রতিটি লাইন সত্যিই খুব ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কবিতা থেকে কোন অংশটি কোট করে তুলে ধরব সেটাই ভেবে পাচ্ছিলাম না। পুরো কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল এবং অসাধারণ লেখনীর মাধ্যমে আপনি সেটা ফুটিয়ে তুলেছেন। আসলে জীবনটাই এমন ভাই শুধু স্বপ্ন দেখতেই বেলা গেল কিন্তু বাস্তবে এসে সব ছাই।

 2 years ago 

আপনার কবিতাটা আসলে বাস্তবতার সাথে মিল রেখেই লিখেছেন। বর্তমানের সম্পূর্ণ জীবন চিত্র তুলে ধরেছেন।
সত্যিই বলেছেন -জীবন হলো যুদ্ধ ক্ষেত্র সেটা আমি জানি।যতই বাধা আসুক না কেন পিছু হটবো না আমি। অসাধারণ ছিল, এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমস্যা জীবনে থাকবেই। সমস্যা কাটিয়ে উঠার নামই জীবন। আশা করি আপনি খুব তারা সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।আপনার স্বপ্ন ও বাস্তবতা নিয়ে লিখা কবিতাটি খুব ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন পড়েছি।জীবনের বাস্তব দিকগুলো ফুটে উঠেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

জীবন নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আসলে কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে, যার কারণে বেশিরভাগই আমি বাংলা ব্লগের কবিতা যারা লিখে তাদের কবিতা গুলো পড়ি। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হাসি ও কান্নার নামিই জীবন। এই জীবনকে কেন্দ্র করে অনেক সুন্দর ও বাস্তবসম্মত একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার" জীবন "কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এগিয়ে যান। আপনার জন্য অনেক শুভকামনা।

 2 years ago 
আশা করি আপনার পারিবারিক ঝামেলা থেকে আপনি মুক্ত হয়েছেন। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখছেন। আমরা আসলে স্বপ্ন নিয়ে বেঁচে থাকি সবার স্বপ্ন বাস্তবায়ন হয় না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

জীবন মানেই কিন্তু সুখদুঃখ ,তাই ভেঙ্গে পরলে চলবে না। কঠিন সময় শান্ত হয়ে এগিয়ে যেতে হয়। সামনে এগিয়ে যান,আমরা ত আছি।🤗অনেক ভাল লিখেছেন কিন্তু কবিতাটা।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মার্কেটের এই অবস্থায় আমি নিজেও অনেক দিক থেকে ঝামেলায় পরে গেছি ভাই। আর ফ্যামিলি দিক থেকে প্রবলেম তো আছেই। তারপরেও মনে বিশ্বাস রেখেছি। প্রবলেমে না পরলে আসলে সমাধান কখনোই আসে না। বেশ ভালো লিখেছেন ভাই লেখা গুলো। পড়তে নিয়ে এতটুকু নিশ্চিত বলতে পারি যে সব গুলো কথায় একদম নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছেন। লেখার এই অভ্যেস টা চালিয়ে যান ভাই। আরো ভালো কিছু হবে সামনে। শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54