এই শীতের মৌসুমের প্রথম মাহফিলে যাওয়ার অনুভূতি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে বাসার পাশে মাহফিলে যাওয়ার অনুভূতি শেয়ার করবো। সেই সাথে মাহফিলে আসা বিভিন্ন ছোট ছোট দোকানের বিভিন্ন পণ্যের ফটোগ্রাফি শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে, শীতকাল হলো বাংলাদেশের ওয়াজ মাহফিল হওয়ার মৌসুম। শীতকাল আসলে বাংলাদেশের শহরে গ্রামে চতুর্পাশে মাহফিলের আওয়াজ শোনা যায়। বিভিন্ন জায়গায় সরকারি কোনো অনুদান ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে, মহল্লা বাসীর উদ্যোগে, যুবক বৃন্দের উদ্যোগে এই মাহফিল গুলো হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বড় বড় আলেমগণ এসব মাহফিলে ওয়াজ নসিহত পেশ করে থাকেন।
আমি বর্তমানে যে বাসাতে ভাড়া থাকি এই বাসার পাশেই একটি কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এই মাহফিল চলবে। আজকে প্রথম দিন ছিল, আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে, Super Walk অ্যাপসটি চালু করে হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে মাহফিলের পাশে গিয়েছিলাম। মাহফিল উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসেছে, অনেক মানুষের আসা যাওয়া দেখতে পেলাম। আজকের মাহফিলে ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার বড় একজন আলেম এসেছেন। সেই সাথে সিলেটের বড় একজন আলেম নসিহত পেশ করেছেন। খুব দামি এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।
আমি মাহফিলের মূল প্যান্ডেলে প্রবেশ করার আগে, বাহিরে ফুটপাতে বসে থাকা বিভিন্ন দোকানের কিছু খাবারের ফটোগ্রাফি করেছি। আজকে মাহফিলের মধ্যে সব থেকে আনকমন একটি খাবার দেখলাম। আর সেটা হলো ফিন্নি। বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এই ফিন্নিটা তৈরি করা হয়েছে। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। মাহফিলে আরো অনেক ধরনের খাবার এসেছে। তবে এই খাবারটা আমার কাছে অন্যান্য জিনিসের থেকে একটু আলাদা মনে হয়েছে। যার ফলে আমি আপনাদের জন্য ফটোগ্রাফি করে নিয়েছি। প্রতি কাপ ফিন্নি মাত্র ২০ টাকা।
আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই তৈলাক্ত খাবার। এখানে একসাথে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এখানে রয়েছে পটেটো ফ্রাই, চিংড়ি ফ্রাই, এগ ফ্রাই, বার্গার সহ আরো অনেক ধরনের খাবার। এই শীতের সময় এই খাবার গুলো খেতে অনেক ভালো লাগে। তবে এ খাবারগুলো আমাদের শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আমার জানা নেই। আমি বাইরের খাবার তেমন খায়না।
বন্ধুরা এভাবে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম টুপি তাসবিহ ও আতরের দোকান। আরো রয়েছে আচারের দোকান। বাচ্চাদের বিভিন্ন খেলনা দোকান রয়েছে। সব মিলিয়ে মাহফিলে গিয়ে অনেক কিছু দেখতে পেলাম। পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে দেখা হলো। যেহেতু এই এলাকাতে নতুন এসেছি, অনেকের সাথে নতুনভাবে পরিচয় হয়েছে। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না। এখান থেকেই বিদায় নিতে হবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
Device -Realme C53
location - Khan Saheb Usman Ali Road, Narayanganj Dhaka.
Date- 26-12.2024
Time- 8.30 pm
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আপনি আজকে এই শীতের মৌসুমের প্রথম মাহফিলে যাওয়ার অনুভূতি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শীতের দিনে ওয়াজ মাহফিলের ধুম পড়ে যায়। আপনি চমৎকার ভাবে ওয়াজ মাহফিলের অনুভূতি শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
জী ভাই এখন ওয়াজ মাহফিলের সিজন। ধন্যবাদ।
Task Done