কাজিনের বৌভাতের অনুষ্ঠানে কিছু মুহূর্ত।।
"আমার বাংলা ব্লগ" এর নতুন একটি পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম।।
হ্যালো ডিয়ার ফ্রেন্স,
কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি গত দুইটি পোষ্টে আপনাদের সাথে আমার কাজিনের গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকে হাজির হয়েছি বিয়ের সর্বশেষ পর্ব বৌভাতের ফটোগ্রাফি নিয়ে। চলুন শুরু করি।
বৌভাতের পুরো দিনটা আমার মাটি হয়ে গেছে। আচ্ছা আপনারাই বলেন খিলগাঁও এর আশে পাশে কি বিউটি পালারের্রর অভাব আছে। বৌ খিলগাওঁ সাজবে না। তিনি তার কোন বান্ধবীর কাছে শুনেছে মোহাম্মাদপুর এক বিউটি পালার আছে সেখানে সাজলে নাকি বিশ্ব সুন্দরী ফেইল হয়ে যাবে। তাই সে মোহাম্মাদপুর ঐ পার্লারে যাবে সাজুগুজু করতে। আর বউকে সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ল আমার উপর। কাজিনের রিকুয়েষ্ট আর ফেলতে পারলাম না, বউকে নিয়ে গেলাম মোহাম্মাদপুর বিশ্ব সুন্দরী বানাতে।
যাওয়ার আসার জন্য একটি মাইক্রোবাস ঠিক করা হলো। আমরা সকালে নাস্তা করে এগারোটার দিকে রওয়ানা হয়ে জ্যাম পড়ে সেই পার্লারে পৌছতে দুই ঘন্টা সময় লেগে যায়। আমরা সেখানে গিয়ে দেখি আমাদের মত আরো অনেক বউ এসেছে বিশ্ব সুন্দরী হতে। আমি তাদের দেখে মনে মনে বলি হাসবেন্ডের টাকা কিভাবে নষ্ট করতে হয় তাদের থেকে শিখা উচিৎ। যায়হোক আমরা একটার সময় বউ সাজানোর সিরিয়াল দিয়ে বসে রইলাম। আড়াইটার পরে আমাদের বউয়ের সিরিয়াল আসলো। তিনি ভিতরে গেলেন আমরা যারা সাথে গিয়েছিলাম তারা ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়ে গেল।
পেটেও অনেক খিদা লাগছে। তাই বউকে ফেলেই আমরা একটি হোটেল থেকে হালকা লাঞ্চ করে নিলাম। বউকে কিছুই জানালাম না। খাওয়া দাওয়া করে আমরা আবার ওয়েটিং রুমে বসে রইলাম। সাজুগুজু করতে করতে পাচঁটার পরে বউকে বিশ্ব সুন্দরী বানিয়ে আমাদের হাতে দিলো। বউ আসার পরে তাকে জিঙ্গেস করলাম ভাবি কিছু খাবেন।কোন চিন্তা ভাবনা ছাড়াই মুখের উপর না করে দিলো। এখন খেলে সাজুগুজু নষ্ট হয়ে যাবে। চিন্তা করা যায় এগ্লা, সাজের জন্য খিদায় কষ্ট করবে। যাক এত টাকা দিয়ে সাজুগুজু করেছে একবেলা খাওয়ার জন্য সাজটা নষ্ট করার দরকার নেই। পার্লারের বিল কত দিলো সেটা তো বলি নাই। সর্বমোট পালারের বিল এসেছে ১৮৪২০ টাকা। আমার এক মাসের সেলারি।
পাচঁটার পরে আমরা গাড়িতে উঠে রওয়ানা দিলাম। জ্যামের কারনে কমিউনিটি সেন্টারে আসতে আসতে আমাদের সময় লাগে মাত্র চার ঘন্টা। রাত নয়টার সময় এসে হাজির হয়েছি। কাজিনকে গিয়ে বললাম ভাইয়া বউ দেখেন একে বারে বিশ্ব সুন্দরী বানিয়ে দিয়েছে। আপনি দেখলে চিনতেই পারবেন না যে এটা কার বউ,হি হি হি।
যায়হোক দশটার পরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। এতক্ষনে সব মেহমান চলে এসেছে। জামাই প্রায় দশ বছর ইতালি থেকে এসেছে মোটামুটি ভাল টাকা পয়সা ইনকাম করেছে। তাই বিয়ের মধ্যে হাত খুলে খরচ করছে। গায়ে হলুদ করেছে খিলগাঁও ,বিয়ে হয়েছে মালিবাগ আবার বৌভাত করেছে খিলগাঁও। যেখানে বৌভাতের অনুষ্ঠান করেছে সেই কমিউনিটির সেন্টারের নাম হলো ফরচুন কনভেনশন হাউস।
আপনারা দেখতেছেন যে কমিউনিটি সেন্টারটি অনেক সুন্দর ভাবে সাজানো আর অনেক বড়। সবাই সুন্দর ভাবেই সময় পার করেছে। খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে রয়েছে পোলা,রোস্ট,ডিম, গরু,মুরগের মাংস,সালাদ,কোমল পানি সহ আরো অনেক কিছু।
এটা স্টেজটি হলো ফটোগ্রাফি আর বিডিও করার জায়গা। এখানে যে ফুল গুলো দেখা যাচ্ছে একটিও অরিজিনাল ফুল নয়। সব গুলো নকল ফুল। এই স্টেজটা সাজাতেও অনেক টাকা ব্যয় করেছে। সব মিলিয়ে অনেক টাকা বেহুদা ব্যয় করা হয়েছে। যে গুলোকে আমি কখনো সাপোর্ট করি না। যায়হোক যার টাকা সে ব্যায় করেছে।
খাওয়া দাওয়ার পরে শুরু হলো ফটোশর্ট পর্ব। যে যেভাবে ইচ্ছা ফটোগ্রাফি ও বিডিও করলো। রাত তখন প্রায় একটা বাজে। আমি জাষ্টা বর আর বউয়ের কয়েকটা ফটোগ্রাফি নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। কারন আমার সকাল বেলা অফিস করতে হবে।
বন্ধুরা আমার কাজিনের বিয়ে উপলক্ষে তিন পর্বে তিনটি পোষ্ট করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভাল লেগেছে। সর্বশেষ তাদের জন্য দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়। চিন্তায় আছি কখন কার বিয়ে লেগে যায়। কারো বিয়ে হলে আবার এমন ফটোগ্রাফি নিয়ে হাজির হবো। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।
ফটোগ্রাফির বিবরণ: 
| ডিভাইস | মোবাইল | 
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ | 
| স্থান | খিলগাঁও, ঢাকা | 
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ | 
| ফটোগ্রাফার | @joniprins | 
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।। 
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
.jpg)

.jpg)

.jpg)















Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ! দারুন তো যেমন বিশ্বসুন্দরী বানাতে গিয়েছেন দেখতে তেমন বিশ্ব সুন্দরীর মত হয়ে গেছে। মনে হচ্ছে বিশ্ব সুন্দরীকে ও হার মানাবে। বর বউ দুইজনকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। তবে বউ সাজাতে ঢুকায় দিয়ে একবার খেলেন হোটেলে আবার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে একবার খেলেন বেশ খাওয়া দাওয়া হল বুঝতে পারছি। আমি তো মনে করছি প্রথমে বউ আপনারটা নিয়ে গেলেন পার্লারে আবার দেখলাম না বান্ধবীকে নিয়ে গেছেন হা হা হা।
জী আপু সাজটা মোটামুঠি সুন্দরই হয়েছে। আর বউ পার্লার করে না। ধন্যবাদ আপু।
হাহাহা! ভাইয়া আপনার কাধেই পড়লো তাহলে বউকে পার্লারে নিয়ে যাওয়ার! আমি ভাবছি অন্য কথা!! পার্লাতে সাজতেই ১৮৪২০ টাকা নিয়ে নিল! স্বামীর টাকা কিভাবে নষ্ট করতে হয় মেয়েরা সেটা জানে 😁। তবে ভাইয়া জীবনের নতুন একটি অধ্যায় শুরু করবে, একটু সাজুগুজু তো করতেই হয়!
জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কি আটা ময়দা মেখে যাবে..হি হি হি। ধন্যবাদ ভাইয়া।
আপনি দেখছি বেশ ভালোই দ্বায়িত্ব পেয়েছেন কাজিনের বউকে বিশ্ব সুন্দরী বানানোর,আমি ভেবেছিলাম আপনার টাকে নিয়ে গেছেন বিশ্ব সুন্দরী বানাতে। আসলে ভাইয়া এগুলো যদিও ঠিক না তারপর বর্তমান যুগে বিশ্ব সুন্দরী ছাড়া আবার হয় না।যাইহোক আপনার কাজিনের বৌভাতে বেশ ভালোই আনন্দ করেছেন।সত্যিই তো বিদেশি মানুষ অনুষ্ঠান করবে এটাই স্বাভাবিক । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী আপু বিশ্বসুন্দরী হতে গিয়ে নিজের চেহেরা পরিবর্তন করে ফেলে,হি হি হি।
বউ সাজানের ভালো দায়িত্ব পেয়েছেন। বউকে পার্লারে সাজিয়ে বিশ্ব সুন্দরী বানিয়ে ফেলেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। বিদেশি মানুষ অনেক টাকা ইনকাম করেছে একটু খরচ তো করবেই বিয়েতে। ধন্যবাদ আপনাকে কাজিনের বৌভাতের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
জী আপু বউকে পার্লারে সাজিয়ে বিশ্ব সুন্দরী বানিয়ে নিয়ে এসেছি। জামাই অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপু।
বউকে সাজানোর দায়িত্ব পেয়ে তো আপনি একেবারে বিশ্বসুন্দরী সাজিয়ে ফেললেন। বউয়ের সাজটি আমার কাছে অনেক ভালো লাগলো এমনিতেই। বর বউ দুটোকেই অনেক সুন্দর মানিয়েছে। দেখে মনে হচ্ছে চমৎকার একটি জুটি। মানুষ তো একবারি সাজগোজ করার চেষ্টা করে। তাই আপনার কাজিন সাজার কোন ত্রুটি রাখেনি। আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল যাতে তারা তাদের বাকি জীবনটা হাসিখুশি ভাবে কাটাতে পারে।
জী আপু তাদের সুন্দর মানিয়েছে। ধন্যবাদ আপু।
১৮৪২০ টাকা😲😲😲😲,, বৌভাতে সেজেছে এত টাকা দিয়ে, বিশ্ব সুন্দরী হয়েছে বাহ। অবাক হয়ে গেলাম এই ব্যাপারটা জেনে। তাছাড়া আপনাকে যে ভোগান্তির শিকার হতে হলো সেটা শুনে কিন্তু খারাপ লাগছে। তবে স্টেজ টা দেখতে কিন্তু দারুন দেখাচ্ছে। যার টাকা আছে সে তো খরচ করবে। আমিও ভাবছি আমার বিয়ের সময় এরকম করব🤭🤭।
ভাইয়া তিন বারে 43 হাজার টাকা দিয়েছে পালার্রে। আর কয়দিন পরে আপনার বাচ্ছা বিয়ে করেবে। ভাবা যায় এগ্লা।
🤣😃🤣😃🤣
নতুন দম্পতির জন্য অনেক অভিনন্দন রইল।আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি আপনার বিয়েতে এতো খরচ করবেন না।কিছু মনে করবেন না ভাইয়া মজা করলাম।টাকা ইনকাম করা হয় বউদের সখ পূরণ করার জন্য তাই না ভাইয়া।কাজিনের বৌভাতের মূহূর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
জী আপু বউয়ের সব শখই পুরন করেছে। ধন্যবাদ আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.