কোন কোন বিষয়গুলো মেনে চললে নিজের জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।

in আমার বাংলা ব্লগ2 years ago

কোন কোন বিষয়গুলো মেনে চললে নিজের জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।।

আমি @joniprins বাংলাদেশের ঢাকা থেকে, নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে

motivation-1180010_1920.jpg
Source

হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। সবার কমন একটি রোগ আছে আর সেটা হলো “ভাল লাগে না রোগ”। যাকেই জিঙ্গেস করি, কি অবস্থা,কেমন কাটছে দিন কাল। কোন চিন্তা ভাবনা ছাড়াই বলে দিবে, ভাল লাগে না। বিশেষ করে যারা অবিবাহিত আছে তাদের এই ভাল লাগে না রোগ টা বেশি হয়। মন আনমনা থাকে,মেজাজ খিটখিটে থাকে। আপন মানুষ যেমন মা-বাবা,ভাই -বোন কোন কিছু জিঙ্গেস করলে সোজা কোন উত্তর দিবে না। ঘুুরিয়ে প্যাছিয়ে উত্তর দিবে অথবা তিনটি প্রশ্ন করলে একটি প্রশ্নের উত্তর দিবে। যায়হোক ভাল লাগে না রোগটা সবারই কম বেশি আছে।

জীবনে ভাল থাকতে হলে খুব আহামরি কিছুর দরকার হয় না। সাধারন ভাবে চলা যায় এমন কিছু অর্থ উপার্জন করতে পারলেই জীবনটা সুখি হয়ে যাবে। জীবনে প্রকৃত সুখ শান্তি টাকার পয়সাতে নেই। সুখ শান্তি হলো নিজের মন মানুষিকতার মাঝে। কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তুু জীবনে সুখ শান্তি নেই। আবার কেউ আছে অল্প পয়সা উপার্জন করে দিন শেষে হাসি মাখা মুখ নিয়ে ঘুমাতে যায়। যাদের আছে তাদের আরো চাই আরো চাই, তাদের পেট ভরে না। আবার কিছু কিছু মানুষ আছে অল্পতে তুষ্ঠ থাকে। অন্য মানুষের ধার ধারে না। তারা চিন্তাহীন জীবনটা কাটিয়ে দেয়। আজকে আপনাদের সাথে আমি কিছু টিপস সেয়ার করবো যদি সে গুলো মেনে চলতে পারেন তাহলে জীবনে সুখ পাবেন। আর যদি মেনে না চলেন সেটাও আপনাদের ইচ্ছা। আমার কোন ক্ষতি হবে না। চলুন আর কথা না বাড়িয়ে টিপস গুলো দেখে নেওয়া যাক।

  • অল্পতে তুষ্ট থাকুন।
  • কোন কিছু করার আগে নিজের ফেমিলির কথা ভাবুন।
  • যে কোন সমস্যায় ধৈর্য ধারন করুন।
  • তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
  • অন্যের দুষ ত্রুটি খোজা বা বের করা থেকে বিরত থাকুন।
  • অন্যের নামে গিবত করা থেকে বিরত থাকুন।
  • মোটামুটি চলতে পারবেন এমন অর্থ উপার্জন করতে পারলেই বিয়ে করে ফেলুন।
  • একজনকে ভালবাসুন,হালাল ভাবে ভালবাসুন। একজনকে নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন।
  • নিজের আপন জন বা স্বামী-স্ত্রী একে অপরকে কখনো সন্দেহ করবেন না।
  • ঘরের মানুষকে,নিজের বউকে সময় দিন,তার রান্না বান্নার কাজে সহযোগিতা করুন। অনেক আনন্দ পাবেন।
  • নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। তাকে সময় দিন।
  • অন্য মানুষ থেকে কোন কিছু পাওয়ার আশা করেবেন না। নিজের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন।
  • টাকা পয়সার মাঝে সুখ নেই, সত্যিকারের সুখ হলো নিজের মনের মাঝে।
  • জীবনের সব মুহূর্ত,সবকিছু ফেসবুকে সেয়ার করা থেকে বিরত থাকুন।
  • আপনার আবেগকে কাজে লাগান কিন্তুু আবেগ দিয়ে কোন সিধান্ত নিবেন না।
  • হালাল ভাবে বাচার চেষ্টা করুন, অবৈধ পয়সার শান্তি বেশি দিন টিকে না।
  • রাতের বেলা যত তারাতারি সম্ভব ঘুমিয়ে যান,আবার যত তারাতারি সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠে যান।
  • অন্যের পিছনে সময় ব্যায় না করে সময়কে নিজের কাজে লাগান।
  • বেশি বেশি পানি পান করুন। অন্যকে পানি পান করতে সাহায্য করুন।
  • সময় পেলে প্রকৃতির সাথে মিশে যান।
  • অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহন করুন।
  • কোন কিছু পেলে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
  • সর্বশেষ যেটা খুব জরুরী সেটা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকুন।

অন্য মানুষের কি আছে সেটার প্রতি মনযোগ দিবেন না। আপনার যা আছে সেটা নিয়ে সুখে থাকুন। সব বিষয়ে নাক গলাবেন না। কিছু কিছু বিষয় বুঝেও না বুঝার মত করে ছেড়ে দিন। সব কিছুতে আপনার ভূমিকা রাখার দরকার নেই। সবাই যে সব কিছু পারবে তেমন কোন কথা নেই। একটি বিষয় না পারলে বা না বুঝলে সেটা নিয়ে কারো সাথে কথা কাটাকাটি করবেন না। কোন কিছুতে ভুল হলো লুকোচুরির আশ্রয় না নিয়ে সরাসারি বলে ফেলুন। ভুলের কথা শিকার করলে কেউ কাউকে জেল ফাসিঁ দেয় না। সর্বপরি সবার সাথে ভাল ব্যবহার করুন। হাসি মুখে কথা বলুন। সোশ্যাল মিডিয়াতে সময় কম দিন, তারপরিবর্তে ঠিক ভাবে ঘুমান। ধন্যবাদ।

555555.png

111.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xCgJJcRrX6JcoixPY1ZYkTzZRvU4cg43nsPEvFsMrCx1qpdtvt7rn7wUCn6Q3hQL3sAJM.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPL.png

photo_2022-05-25_19-43-44.jpg

আমি একজন বাংলাদেশের সাধারন মানুষ। খুব সাধারন ভাবেই চলাফেরা করি। ছোট একটি জব করি। সময় মত অফিসে আসা যাওয়া করি। রাস্তায় বা অন্য কোন জাগায় কারো সাথে তেমন আড্ডা দেয় না। কে কি করলো না করলো সেদিকে তেমন খেয়াল করি না। আমি আমার মত করে থাকি। আলহামদুলিল্লাহ সবাই ভাল বলে,আমিও ভাল আছি।দুইটা শখ আছে বই পড়া আর ভ্রমন করা, সে গুলো মাঝে মাঝে করার চেষ্টা করি ।আর আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি।

1276.png

Sort:  
 2 years ago 

ভালো লাগে না রোগটা মনে হচ্ছে আপনার মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে - হা হা হা। সত্যি বলেছেন ভাইয়া নিজের যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকতে হবে। অন্যের কি আছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আসলে টাকা পয়সায় কখনো সুখ নেই,যতটুকু দরকার ততটুকু হলেও যথেষ্ট। সর্বোপরি সত্যি কথা বলার অভ্যাস করুন।চমৎকার লিখেছেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জী আপু ভাল লাগেনা রোগটা আমার মাথায় বেশি ঘুরপাক খাই। সত্যিই ভাল লাগে না, হি হি হি।

 2 years ago (edited)

ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাইয়া আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক এখানে তুলে ধরেছেন। কি করলে আমরা আমাদের জীবনে সুখ পাব শান্তি পাব। এ টপিক গুলো মেনে চললে আসলে আমাদের জীবনে সুখের অভাব হবে না।

 2 years ago 

জী আপু কথা গুলো অনেক দামি। মানতে পারলে জীবনে সুখ আসবেই। ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।আসলে সবগুলো কথাই আমার কাছে ভালো লেগেছে। তবে সর্বশেষে যেটা বলেছেন নিজেকে অন্য সাথে তুলনা করা সেটা তো আমি একদমই করি না। আর আমাকে যদি কেউ অন্যের সাথে তুলনা করে সেটাও আমি একদম পছন্দ করি না। বিশেষ করে কোন কাজের ক্ষেত্রে। খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে।

 2 years ago 

জী আপু অন্য মানুষের সাথে তুলনা করা মানে তাকে ছোট করা। এটা আমিও পছন্দ করি না। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে জীবনে চলার পথে কিছু নিয়ম কানুন মেনে চললে জীবন সুন্দরভাবে অনায়াসে পার করা যায়। আপনি ঠিক বলেছেন অর্থের মাঝে সুখ নেই । সুখ হচ্ছে নিজের মনের মাঝে। মন ভালো থাকলে কুড়ের ঘরে বসেও শান্তি অনুভব করা যায়। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সত্যিই মূলত সুখ হলো মনের মাঝে। অল্পতে তুষ্ট থাকলেই শান্তি আসে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
জীবনে সুখী হতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। সেই অনেক কিছুর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার পোস্টের মাধ্যমে আমাদের কে জানিয়েছেন। আপনার বুলেট করা প্রতিটি কথা মানুষের জীবনে চলার পথে মেনে চলা উচিত। আসলে নিজের অবস্থান থেকে সুখী থাকাটাই অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু উপদেশমূলক কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

জী ভাইয়া কিছু কাজ করলে আর কিছু কা ছাড়লেই সুখি হওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুখি হতে গেলে অনেক কিছু ই মেনে চলতে হয় আসলে।সব হয়ত মানতে পারিনা আমরা।অনেক প্রয়োজনীয় কিছু কথা আপনি আমাদের পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। সবাই মেনে চললে অবশ্যই ভাল থাকতে পারবে। উপদেশ মুলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জী আপু একটি উপদেশ মুলক পোষ্ট করলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। এরকম পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আপনার পোস্টের মাধ্যমে আজকে অনেক কিছু শিখতে পারলাম। টাকা-পয়সা কখনো জীবনে সুখ নিয়ে আসে না আপনি একদম ঠিক বলেছেন। খুবই ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। কমেন্ট পড়ে ভাল লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66