DIY || এসো নিজে কিছু করি || ডিজিটাল আর্ট || টি-শার্ট ডিজাইন ।। ১০% লাজুক খ্যাঁকের জন্য।।

in আমার বাংলা ব্লগ2 years ago

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

হ্যালো প্রিয় বাংলা ব্লগ বাসি সবাইকে সকাল সকাল জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। বৃষ্টি যেমন প্রকৃতিকে সতেজ করে তোলে, ঠিক তেমনি বৃষ্টির শীতল বাতাস ও মাটির সুগন্ধ আমাদেরকে ভেতর থেকে সতেজ করে তোলে। বৃষ্টি ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ও সব ধরনের মানুষের কাছেই একটি স্পেশাল আবহাওয়া। বৃষ্টির দিন যেমন প্রেমিক প্রেমিকার কাছে একটি রোমান্টিক ও ভালোবাসার দিন ঠিক তেমনি এটি নিঃসঙ্গ এবং দুঃখিত ব্যাক্তিদের হৃদয়ে কষ্ট ও বেদনার দিন।

যায়হোক যখন পোষ্টটি লিখতেছি তখন বৃষ্টি আসতেছিল তাই বৃষ্টি নিয়ে দুটো কথা লিখলাম। চলোন পোষ্টটি শুরু করে মূল কথায় ফিরে যায়।

Final-01.png

download-03.png

বর্তমানে যুদ্ধের কারনে সারা বিশ্বের মানুষ একটি আতংকের মধ্যে আছে। যুদ্ধের কারনে তেল গ্যাস সহ সব কিছু দাম বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিষ সাধারন মানুষের আওতার বাহিরে চলে গেছে। সাধারন মানুষ অনেক কষ্টে জীবন যাপন করতেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেই যে শুরু হয়েছে আর বন্ধ হওয়ার কোন লক্ষন নেই। প্রায় ছয় মাস হয়ে গেল, এখনো যুদ্ধ চলছেই। গ্যাসের সব থেকে বড় একটি বাজার হলো রাশিয়া। রাশিয়া ইউরোপ সহ সারা বিশ্বে গ্যাস সরবারহ বন্ধ রেখেছে। যার কারনে পৃথিবীর মানুষ এখন অনেক সমস্যার মধ্যে আছে।

এদিকে আবার এশিয়ার সব থেকে বড় দেশ চীন তাইওয়ান উপর হামলা করার প্রস্তুুতি নিচ্ছে। প্রায় সময় দেখা যায় তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধ বিমান উড়ছে। কখন যুদ্ধ শুরু হয়ে যায় বলা যাচ্ছে না। যদি চীন আর তাইওয়ান যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিশ্বের মানুষ আরো আতংকের মধ্যে পড়বে। বিশেষ করে বাংলাদেশ খুব সমস্যার সম্মুখীন হবে। কারন বাংলাদেশ অনেকাংশেই চীনের উপর নির্ভরশীল। চীনের সাথে বাংলাদেশের সব থেকে বেশি বানিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশ চীন থেকে সব থেকে বেশি পন্য আমদানি করে।

যায়হোক আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ কোনা সমস্যার চিরস্থায়ী সমাধান নয়। যুদ্ধ দুইটি দেশের অনেক ক্ষতি সাধন করে। আর পাশাপাশি দেশ সহ সারা বিশ্ব আতংকের মধ্যে থাকে। আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চাই।
বন্ধুরা আজকে যুদ্ধ নিয়েই আপনাদের মাঝে একটি টি-শার্ট ডিজাইন শেয়ার করবো চলোন শুরু করা যাক।

ডিজাইনের প্রয়োজনীয় উপকরণ

একটি ল্যাপটপ
ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার

ডিজাইন করার পদ্ধতি

স্টেপ-০১

08.PNG

download-044.png

প্রথমে আমি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি অপেন করে, নিউ ফাইল অপশন থেকে ১২-১৮ ইন্চিতে ম্যাডিয়াম সাইজের একটি আর্ট বোর্ড নিলাম।

স্টেপ-০২

01.PNG

02.PNG

03.PNG

download-044.png

তাপরপর পেন টোল দিয়ে ধীরে ধীরে একটি এ কে ফরটিসেভেন রাইফেল অংঙ্কন করলাম।

স্টেপ-০৩

04.PNG

05.PNG

download-03.png

তারপর নিচের অংশে এবং মাঝ খানের কিছু অংশে ব্লাক কালার দিলাম।

স্টেপ-০৪

06.PNG

07.PNG

download-044.png

তারপর সম্পূর্ন কালার দেওয়া হয়ে গেলেে একটি কপি করে নিলাম। তারপর একটির উপর অন্যটি রেখে সাজিয়ে নিলাম।

স্টেপ-০৫

09.PNG

10.PNG

download-03.png

তারপর “যুদ্ধ কোন সমস্যা’’ এই বাক্যটি লিখে যুদ্ধ শব্দটির সাইজ ১৫০ করে , কালারটা রেড কালার করে দিলাম। ফ্রন্টটিও চেন্জ করে Li Sirajee Humayra ANSI V1 এই ফ্রন্ট দিয়ে দিলাম।

স্টেপ-০৬

11.PNG

download-044.png

তারপর দুইটি রাইফেল সুন্দর করে মাঝ খানে বসিয়ে দিলাম।

স্টেপ-০৭

12.PNG

13.PNG

download-03.png

তারপর “চিরস্থায়ী সমাধান নয়” এই বাক্যটি লিখে ফ্রন্ট চেন্জ করে সমাধান শব্দটি ১৫০ সাইজ করে নীল কালার করে দিলাম। দুইটি বাক্যের মধ্যে একই ফ্রন্ট ব্যবহার করেছি। তারপর মার্জিন দিয়ে সব কিছু সেন্টার করে নিলাম।

স্টেপ-০৭

20.PNG

War is not.png

download-044.png

তারপর একটি পিএনজি ফাইল সেইব করে নিলাম।

স্টেপ-০৮

15.PNG

16.PNG

download-03.png

তারপর একটি সাদা টি-শার্ট মোকাপ নিয়ে, পিএনজি ফাইলটি মোকাপে সুন্দর ভাবে সাজিয়ে নিলাম।

ফাইনাল আউটপুট

War is not.png

War is not-02.png

download-044.png

ডিজাইনের প্রয়োজনীয় বিবরণ
ডিভাইসHP Laptop
কমিউনিটিআমার বাংলা ব্লগ
আর্টিস্ট@joniprins
বিভাগডিজিটাল আর্ট
স্থাননারায়ণগঞ্জ
তারিখ০৪-০৯-২০২২
সময়৮.০০ am ‍

3YjRMKgsieLsXiWgm2BURf.png

বন্ধুরা আজকের ডিজাইনটি কেমন হলো, কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখা হবে আবার নতুন কোন পোষ্টের সাথে। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

download-0410.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9hyaM12S9qnYQP7.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HTj8TvP47bZQtvjaRu65PSZfJZjCrWPskjnpnnu7RNqCRodb4DorJvt6E66rt9MjZ4n5UFtJBpVQcMSR1NaP7jjSpzSFynvJ.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ডিজিটাল টি-শার্ট ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আপনি ঠিক বলেছেন বর্তমান দেশের যে অবস্থা তার পর যদি চীন আর তাইওয়ান যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিশ্বের মানুষ আরো আতংকের মধ্যে পড়ে যাবে।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে টি-শার্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েই টেনশনে আছি,তার উপর আবার চীন আর তাইওয়ান যুদ্ধ শুরু হলে ..কি হবে আল্লাহ জানে। ধন্যবাদ আপু।

 2 years ago 

যুদ্ধ কোন সমস্যার চিরস্থায়ী সমাধান নয় টাইটেলটি আমার অনেক পছন্দ হয়েছে। আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তান্ডবে সারা বিশ্ব এখন হুমকির মুখে পড়ে আছে। অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এমন সিচুয়েশন হেন্ডেল করতে হলে সমঝোতার প্রয়োজন, যুদ্ধ নয়।

 2 years ago 

জী আপু বর্তমান বিশ্ব অনেক অতংকের মধ্যে আছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

টি-শার্ট এর উপরে খুবই সুন্দর একটি ডিজাইন প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।। সব থেকে বেশি ভালো লাগলো আপনার কথাটি আসলেই যুদ্ধ কোন কাজের সমাধান বা শান্তি ফিরিয়ে আনতে পারেনা।।

 2 years ago 

জী ভাইয়া যুদ্ধ কোন সমাধান হতে পারে না। শুধু রক্ত ঝরে। ধন্যবাদ।

 2 years ago 

বৃষ্টি কিন্তু আমার কাছেও দারুণ লাগে। আসলেই যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। এই যুদ্ধের জন্য কত দেশ কত জাতি ধ্বংস হয়ে গেছে। আপনার টিশার্ট ডিজাইন টা ভালো হয়েছে তবে ঐ বার্তাটার জন্য বেশি ভালো লাগছে।

 2 years ago 

জী ভাইয়া আমরা যুদ্ধ চাই না শান্তি চাই।

 2 years ago 

এদিকে আবার এশিয়ার সব থেকে বড় দেশ চীন তাইওয়ান উপর হামলা করার প্রস্তুুতি নিচ্ছে। প্রায় সময় দেখা যায় তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধ বিমান উড়ছে।

বর্তমান সময়ে বহির্বিশ্বের অবস্থা যেমন শুরু হয়েছে কখন যেন মারাত্মক আকারের একটা যুদ্ধ সংঘটিত হয়ে যায়।

ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকার একটা টি-শার্ট অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখালেন কিভাবে এমন চমৎকার একটা টি শার্ট এর চিত্র অঙ্কন করতে হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40