আবদুল মাজেদ চাচা ও আমাদের দায়বদ্ধতা @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @joniprins বাংলাদেশে থেকে সবসময় আছি আপনাদের সাথে ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। চলোন তাহলে শুরু করা যাক।

old-man-2687110_1920.jpg
source

মেট্রো গামেন্টসের তিন নাম্বার গেটের উত্তর পাশে সবজি বিক্রয় করেন আবদুল মাজেদ চাচা। সবজি বলতে কিছু কলমি শাক,কিছু পাট শাক, কিছু পুঁইশাক, আর কেজি কয়েক আমড়া ও কয়েক হালি লেবু নিয়ে বসে থাকেন। বয়স আনুমানিক ৮০ থেকে ৮৫ বছর হবে। পরনে জীর্ণশীর্ণ একটি লুঙ্গি ও সাদা মলিন একটি পাঞ্জাবি। চোখে অনেক পুরাতন একটি চশমা পড়া। কেউ কিছু জিঙ্গেস করলে মাথা উচু করে ভালভাবে দেখে কথা বলেন।

রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় প্রতিদিন দেখি। কোনদিন কোন কিছু কিনা হয়নি উনার কাছ থেকে। তো গতকালকে অফিস থেকে একটু তারাতারি বের হয়ে গেছিলাম। রাস্তায় চাচাকে দেখে উনার সাথে কথা বলতে মন চাইলো। সামনে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। জিঙ্গেস করলাম চাচা কেমন আছেন, বললো বাবা ভাল কিছু কিনবেন..?

আমি বললাম আপনি থাকেন কোথায়। তিনি বললেন থাকি নদীর ও পাড়ে কেরানিগঞ্জে। এই শাখ-সবজি কোথায় থেকে সংগ্রহ করেন তিনি বলেন, যাত্রাবাড়ি থেকে কিনে অটোতে করে এখানে নিয়ে আসি। অটো আগে ১৫০ টাকা ভাড়া নিতো এখন ২০০ টাকা ভাড়া নেই।

আমি বলি চাচা প্রতিদিন কত টাকা লাভ হয় তিনি বলেন কোনদিন ২৫০ টাকা কোন দিন ৩০০ টাকা লাভ হয়। তার মাঝে অটো ভাড়া বাদে ১৫০ থেকে ২০০ টকা থাকতো, গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় ১০০ টাকার মত থাকে। বাসা ভাড়া কত টাকা দেন চাচা..? আামি জানতে চাইলাম। তিনি বলেন টিনের দুচালা ঘরের একটি রুমে ৩০০০ টাকা ভাড়া দিয়ে তিনি আর তার বউ থাকেন।

আমি বলি আপনার তো মাসে ইনকাম হয় তিন হাজার টাকা, সেই টাকা বাসা ভাড়া দিয়ে দিলে সারা মাস কি খেয়ে থাকেন। তিনি বলেন বাসা ভাড়া ছেলেরা দেন। তিনি যা ইনকাম করেন সে টাকা দিয়ে সংসার চলে। আমি মনে মনে ভাবি দেশের যা অবস্থা তিন হাজার টাকা দিয়ে কিভাবে চলেন। আবার দুইজন মানুষ। যাক সেসব কথা।

চাচা মিয়া বাড়ি কোথায়..? বলে বাড়ি হলো উত্তরবঙ্গের দিনাজপুরে। ১৯৭৫ সালে তিনি ঢাকায় আসেন। তার তিন মেয়ে ও দুই ছেলে। তিন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত থাকেন। দুই ছেলে তারাও বিয়ে করে বউ নিয়ে আলাদা আলাদা বাসায় থাকেন।দুই ছেলে পোষাক কারখানায় কাজ করেন। তারা কেউ ১২ হাজার কেউ ১৪ হাজার টাকা করে বেতন পায়, তার মাঝে দুই ছেলে মিলে মাসে মাসে তিন হাজার টাকা করে দেন।

আমি বলি আপনার নাম কি তিনি বলেন আবদুল মজিদ। একটি কাপড়ের ব্যাগ/খতি থেকে তার এনআইডি কার্ডটা আমাকে দেখালেন। নাম লেখা আবদুল মাজেদ। নামটাও ঠিক ভাবে বলতে পারেন না,বলাতে ভুল করেন। শুধু কি নামে ভুল তার জন্মের সময়টাও ভুল,তার জন্মেন স্থানটাও ভুল।

একটি মানুষ আর কত বৃদ্ধ হলে, বৃদ্ধ ভাতা পাবে..? আর কত বয়স হলে সরকারের খাতায় নাম যাবে..? আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে ,অনেক বৃদ্ধ হয়ে তারা পেটের দায়ে বৃদ্ধ বয়সেও কাজ করে। অথচ তাদের থেকে কত জোয়ান মানুষ ক্ষমতার দাপট দেখিয়ে বৃদ্ধ না হয়েও বৃদ্ধ ভাতা নিচ্ছে। অনেক নারী আছে বিধবা না হয়েও মেম্বার চেয়ারম্যানের সাথে সম্পর্ক করে বিধবা ভাতা নিচ্ছে। অথচ যারা পাবে তাদের খবর কেউ রাখে না। ভোটের দিন চলে গেলে ফুটবলের মত লাতি মেরে ফেলে দেয়।

কয়েকদিন আগে এক নিউস দেখলাম, এক উপজেলা চেয়ারম্যান মাত্র ১১০০ কোটি টাকা দুর্নীতি করেছেন। মাত্র ১১০০ কোটি টাকা। ডিজেলেন দাম কি এমনিতেই বাড়ে.? দেশ কি হেটে হেটে দেওলিয়া হতে যাচ্ছে..? রিজাভের টাকা কি হাওয়া হয়ে যাচ্ছে..? এভাবেই যাচ্ছে। আরেক নিউস দেখলাম ইউনিয়ন চেয়ারম্যান কানাডায় বাড়ি করেছে। চিন্তা করা যায় এগ্লা।

আমি প্রায় সময় রাস্তা ঘাটে এমন অনেক মানুষ দেখি তারা কাজ করতে পারে না তারপর পেটের দায়ে ঘর থেকে বের হয়ে আসেন। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের মানুষ শুধু নিজের পেট ভরাট করতে চাই। আমাদের দেশকে, আমাদের সমাজকে নিয়ে কেউ বা কোন দল চিন্তা করে না। ক্ষমতা পেলে সবাই দেশটাকে চুষে খাওয়ার চিন্তা করে। সবাই ক্ষমতার অপব্যবহার করে। মালোশিয়ার ভাগ্য ভাল ছিল তাই তারা একজন মাহতির মোহাম্মাদ পেয়েছিলন। তাই তারা খুব তারাতারি তাদের দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে পেরেছিলেন। আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা সবসময় নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত থাকে।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

ddddoo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

4789.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39