🇧🇩 বাংলাদেশে মধ্যবিত্ত জীবনের সংগ্রাম ও বাস্তবতা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রেণি হলো মধ্যবিত্ত। তারা সমাজের সেই মানুষগুলো, যাদের জীবন চোখে দেখা যায় না, কিন্তু দেশের মূল ভিতটা তারাই ধরে রাখে। তাদের জীবন যেন এক টানাটানির নাটক, যেখানে স্বপ্ন, দায়িত্ব, সম্মান আর বাস্তবতার মাঝখানে প্রতিদিন একটা যুদ্ধ চলে।
মধ্যবিত্ত মানুষরা সকালে ঘুম ভাঙার আগেই চিন্তা শুরু করে দেয়- আজ গ্যাস আছে তো? বাসার ভাড়া দিতে হবে, সন্তানের স্কুল ফি, বাজারের দাম আবার বেড়েছে। বেতন যত বাড়ে, খরচ তার থেকেও দ্রুত বেড়ে যায়। তারা ধনী নয় যে বিলাসিতা করবে, আবার গরিবও নয় যে সাহায্য চাইতে পারবে। মাঝখানে এক অদ্ভুত কষ্টের জায়গায় আটকে থাকে।
একজন মধ্যবিত্ত বাবার চোখে সন্তানই পুরো পৃথিবী। নিজের পছন্দের জামা না কিনে সন্তানের জন্য নতুন পোশাক কেনে, অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরেও হাসিমুখে পরিবারের পাশে বসে। কিন্তু তার ভেতরের ক্লান্তি, তার অগোচর কান্না, সেটা কেউ দেখে না, কেউ বোঝে না।
মধ্যবিত্ত পরিবারের মা-ও যেন এক যোদ্ধা। বাজেট মেনে বাজার করা, পুরনো জামা থেকে নতুন কিছু বানানো, ঈদে নিজের জন্য কিছু না কিনে সবার জন্য হাসিমুখে প্রস্তুতি নেওয়া, সবকিছুই তার প্রতিদিনের যুদ্ধ। বাইরে থেকে এই জীবনটা হয়তো সাজানো লাগে, কিন্তু ভেতরে এক অদ্ভুত চাপ লুকিয়ে থাকে।
আজকের বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এই শ্রেণির কাঁধে পাহাড়সম ভার চাপিয়ে দিয়েছে। ভাড়া, বিদ্যুৎ বিল, স্কুল ফি, খাবার সবকিছুতেই বাড়তি চাপ। অফিসে বেতন হয়তো বাড়ে, কিন্তু জীবনযাত্রার খরচ তার থেকে দ্রুত দৌড়ে চলে যায়। ফলে সেভিংস নামের শব্দটা তাদের অভিধান থেকে প্রায় হারিয়ে গেছে।
সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, সমাজে তাদের অবস্থানটা খুব অদ্ভুত। সাহায্য পেতে গেলে তারা বেশি ভালো আবার বিলাসিতা করতে গেলে কম যোগ্য,ফুটানি মনে হয়। তারা কাঁদতে চাইলেও কাঁদতে পারে না, কারণ চারপাশে কেউ শোনে না। তারা হাসে, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে।
তবুও এই শ্রেণিই দেশের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ। তারা ট্যাক্স দেয়, নিয়ম মেনে চলে, অন্যায় করলে ভয় পায়, সমাজকে ধরে রাখে। তাদের সততা, পরিশ্রম আর সহনশীলতাই আসলে বাংলাদেশের প্রকৃত শক্তি।
আজ যদি কেউ সত্যিকারের নায়ক খুঁজে, তাহলে তাকে মঞ্চে নয়, বাসের লাইনে, অফিসের টেবিলে, কিংবা ভোরবেলায় সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া বাবার চোখে খুঁজতে হবে। সেখানেই দেখা যাবে এক অব্যক্ত সংগ্রামের গল্প, যেটা হাজার কথার থেকেও বেশি গভীর।
মধ্যবিত্ত মানুষরা হয়তো বড় স্বপ্ন দেখে না, কিন্তু তারা ছোট ছোট সুখে বাঁচতে জানে। মাসের শেষে হাতে কিছু টাকা না থাকলেও, পরিবারের হাসি দেখে তারা মনে মনে বলে- সব ঠিক আছে।
এই একটা বাক্যেই তাদের বেঁচে থাকার শক্তি লুকিয়ে আছে। সময় অতিক্রম হচ্ছে জীবন কেটে যাচ্ছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















