হাল ছেড়ে দিলেই তো, ছেড়ে দিলেন। হেরে গেলেই তো, হেরে গেলেন।
আমাদের মাতৃভাষার কমিউনিটি-
হাল ছেড়ে দিলে তো, ছেড়েই দিলেন। হেরে গেলে তো, হেরেই গেলেন। হেরে যাওয়া তো সহজ, ব্যর্থ হওয়া সহজ, স্রোতের সাথে ভেসে যাওয়াও সহজ। কিন্তুু স্রোতের প্রতিকূলে দাড়িয়ে এগিয়ে যাওয়া কঠিন। যদি কেউ সাহস করে দাড়িয়ে যায়, স্রোতের প্রতিকুলে হেটে যাওয়া চেষ্টা করে, একটু কষ্ট হলেও সম্ভব। তীব্র স্রোতকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সাহস যোগাতে হবে। হিম্মত হারালে চলবে না। শত বাঁধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, রাত যত অন্ধকার হবে সূর্য উদয় হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে।
ইদানিং কালে আমাদের কমিউনিটির একমাত্র কয়েন $PUSS এর মার্কেট কিছুটা ডাউনের দিকে আছে। এখানে আমাদের অনেক মেম্বার ইনবেস্ট করেছেন। $PUSS কিনে হোল্ড করেছেন। বর্তমানে $PUSS এর মার্কেট দেখে তারা কিছুটা হলেও টেনশন করছেন। আমি তাদেরকে লক্ষ করেই বলতে চাই, প্রত্যেকটা জিনিষের উত্তান পতন আছে। একটা জিনিষ সবসময় একই অবস্থায় থাকে না। মার্কেটে একটি জিনিস উপরের দিকে উঠলে আরেকটি জিনিষ নিচের দিকে নামে। এটাই প্রকৃতির খেলা। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। সাহস রাখতে হবে। খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে।
এখানে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি ফেসবুক থেকে নিয়েছি। এখানে ইংরেজিতে একটি বাক্য লেখা আছে। যার অর্থ হলো “আপনার যদি কখনো অনুপ্রেরণার প্রয়োজন হয়, তাহলে এই ছবিটা সেইভ করে রেখে দেন। যখন প্রয়োজন হয় তখন দেখবেন”। এর মূল অর্থ হলো, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ২১শে জুন শ্রীলংকা বনাম ইংল্যান্ডের খেলা হয়েছিল। সেখানে শ্রীলংকা আগে ব্যাটিং করে নয় উইকেট হারিয়ে ৫০ ওভার খেলে ২৩২ রান তুলতে সক্ষম হয়ে ছিল। তখন দ্বিতীয় পর্বে ইংল্যান্ড ব্যাটিং শুরু করার একটু পরে স্কোর বোর্ডে দেখানো হয়েছিল, খেলাটিতে শ্রীলংকার জেতার সম্ভাবনা ৪% আর ইংল্যান্ডের জেতার সম্ভাবনা ৯৬%। অথচ খেলা শেষে দেখা যায় শ্রীলংকা ২০ রানে জয় লাভ করে।
ঐদিন খেলাটিতে শ্রীলংকা জিতবে আর ইংল্যান্ড হারবে সেটা কেউ কল্পনাও করতে পারে নাই। সবাই ইংল্যান্ডের পক্ষে স্লোগান দিয়েছিল। তবে শ্রীলংকা হাল ছাড়ে নাই। ইংল্যান্ড যতই শক্তিশালী দল হোক না কেন, হারানো সম্ভব। আর সেই আশা নিয়েই তারা শক্তিশালী ইংল্যান্ডের মোকাবেলা করে জয় লাভ করেছে। তারা স্রোতের প্রতিকুলে দাড়িয়ে ছিল। যার ফলে শেষ হাঁসিটা শ্রীলংকার সাপোর্টার গন হেঁসেছে।
যারা পুশ কয়েন কিনেছেন,তাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা আশা ছেড়ে দিয়ে পুশ কয়েন গুলো সেল করবেন না। পুশের মার্কেট এখন যেখানে আছে, সেখানে থাকবে না। খুব শ্রীগ্রই পুশ আবার কাম ব্যাক করবে। আমাদের ফাউন্ডার দাদা সব দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের এডমিন মডারেটর গণ প্রচারনা চালিয়ে যাচ্ছে। সবাই মিলে টুইটারে প্রমোশন করুন। পুশ অবশ্যই কিছু দিনের মধ্যে কাম ব্যাক করবে,ইনশাআল্লাহ। কেউ হাল ছেড়ে দিবেন না। পুশ যেভাবে নামছে ঠিক সেভাবেই আবার পুশ আপ হবে।
এখনও অনেক এক্সেন্জ মার্কেটে পুশ লিস্টেড বাকি আছে। যার প্রক্রিয়া চলমান আছে। আর সব থেকে বড় সুখবর হলো পুশ নিয়ে দাদা যে গেইম প্রজেক্ট হাতে নিয়েছেন, সেটার কাজ ৮০% কম্পিলিট হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যেই সেই প্রজেক্ট শুরু হয়ে যাবে। তখন পুশ কয়েন আবার আপ করবে। পুশ কয়েনর যত পরিচিতি বাড়বে ততই পুশের মার্কেট আপ হবে। তাছাড়া দাদা অলরেডি ১৩০ মিলিয়নের উপরে পুশ কয়েন আগামী ৫ বছরের জন্য হোল্ড করেছেন। এই সংখ্যাটা আরো বাড়বে। তাই কেউ হতাশ হবেন না। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের মুখেও খুব তারাতারি হাঁসি ফুটবে,ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। মূলত, আমেরিকার ইলেকশনকে কেন্দ্র করে ক্রিপো মার্কেটে প্রায় সব কয়েনেরই দাম পড়ে গেছে। এসময়টা আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
জী ভাইয়া ঠিক বলেছেন। এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।
কোনো কিছু সবসময় একইরকম থাকে না, পরিবর্তন জীবনের একটি অংশ।আপনার পোষ্টের টাইটেলটি খুবই সুন্দর ও দারুণ ব্যাখ্যা দিয়েছেন উদাহরণের মধ্যে দিয়ে।আসলে হাল ছেড়ে দেওয়া মানেই ব্যর্থতাকে মেনে নেওয়া এবং হেরে যাওয়া।ধন্যবাদ ভাইয়া।
জী আপু হাল ছেড়ে দিলেই হেরে যাবো। তাই হাল ছাড়া যাবে না। বিজয় একদিন আসবেই, ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ক্রিকেট কে নিয়ে উদাহরণ টা অসাধারণ দিয়েছেন ভাই। আমরা যারা খেলা দেখি তাদের কাছে এমন অনেক অসম্ভব ঘটনার উদাহরণ আছে। পুশ এর কথা কী বলব। প্রতিটা কয়েনের আপ ডাউন থাকবেই। যদিও আশা করিনি এতটা ডাউন দেবে। আশাকরি ভালো কিছু হবে। সুন্দর লিখেছেন আপনি।
জী ভাইয়া মাঝে মাঝে আশার বাহিরেও অনেক কিছু হয়। ধন্যবাদ।
দারুন একটি টপিক নিয়ে লিখেছেন।আসলেই হাল ছেড়ে দিলেই সব শেষ হয়ে।আর তারপর হারের তকমা পড়ে।ভালো লাগলো শিক্ষণীয় পোস্টটি,ধন্যবাদ।