কিছু রেনডম ফটোগ্রাফি।।
বাংলা ভাষায় মনের আনন্দে ব্লগ লেখো-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবার আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
জীবনের মাঝামাঝি এসে দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে চিন্তা করতেছি, কিভাবে সময় গুলো চলে গেছে। সময় কত দ্রুত চলে যায়। পেছনে ফিরে তাকালে কত স্মৃতি ভাসে, কত স্মৃতি মনে পড়ে। কোন কোন জায়গায় ভুল করেছি, সেগুলো এখন স্পষ্ট চোখের সামনে ভাসে। আবার যদি সেই সময় যেতে পারতাম রাবার দিয়ে মুছে নিজের ভুলগুলো শুধরে নিতাম। মন চায় আবার ফিরে যাই সেই শৈশবে। মন চায় আবার বই খাতা নিয়ে স্কুল কলেজে যাই। মন চায় আবার লাল কষ্টেপ পেঁচানো ক্রিকেট বল আর ব্যাট নিয়ে, গ্রামের কোন পরিত্যক্ত জায়গাতে বন্ধুদের নিয়ে খেলা করি। কিন্তু সেগুলো তো আর সম্ভব নয়। মাঝে মাঝে একা বসে সেগুলো চিন্তা করি। সামনের দিকে কি হবে সেটা হয়তো আমরা জানিনা। কিন্তু আমার মত অনেকেই হয়তো পেছনের দিকে তাকিয়ে আফসোস করেন। যদিও তাতে কোন লাভ হবে না। কারণ চাইলেই কেউ অতীতে ফেরত যেতে পারবে না।
যায়হোক আজকে আমাদের মানব জীবন চক্র নিয়ে একটি ব্লগ শেয়ার করবো। অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের জন্য জমা করেছি। সেগুলো একে একে এখন আপনাদের সাথে শেয়ার করবো। আর এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনারা মানব জীবনের চক্র খুঁজে পাবেন।
Device- Realme 53 Time- 1.20 pm
Date-03-12-2024 Location - Narayanganj
এখানে প্রথম ফটোগ্রাফির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক লোক বাচ্চাদের অনেকগুলো খেলনার বেলুন নিয়ে হেটে যাচ্ছে। এগুলো বিক্রি করে এ ব্যক্তির জীবন পরিচালিত হয়। জীবিকার তাগিদে মানুষ কত ধরনের পেশা অবলম্বন করে থাকে। এ ব্যক্তি হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে এই বেলুনগুলো বিক্রি করে তার সংসার চালাই। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম।
Device- Realme 53 Time- 1.25 pm
Date-02-12-2024 Location - Narayanganj
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লোক হাওয়ায় মিঠাই বিক্রি করে। মেশিনের মাধ্যমে এগুলো বানিয়ে প্যাকেট করে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রয় করে। একটা হাওয়ায় মিঠাই ১০ টাকা করে বিক্রি করে থাকে। আমি লাঞ্চের সময় অফিস থেকে বাসায় আসার সময় রাস্তা থেকে এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম।
Device- Realme 53 Time- 8.20 pm
Date-30-10-2024 Location - Narayanganj
এই ফটোগ্রাফিতে মূলত কি আছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। আমি জানি আমি যদি বিষয়টা খুলে না বলি তাহলে কেউ বুঝতে পারবেন না। কয়েকদিন আগে রাতের বেলা মার্কেট থেকে আসার সময় রাস্তার পাশে একসাথে পাঁচটি কুকুরের ছানা বসে থাকতে দেখতে পাই। কুকুরের ছানাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এ ছানাগুলোর পাশেই বড় কুকুরটি দাঁড়িয়ে ছিল। সেজন্য আমি জটপট একটি ফটোগ্রাফি করে সেখান থেকে চলে এসেছিলাম। কারণ কখন আবার বড় কুকুরটি আমাকে কামড় দিতে আসে। কুকুরকে আমি খুবই ভয় পাই।
Device- Realme 53 Time- 2.20 pm
Date-26-11-2024 Location - Narayanganj
আমি আগে যে বাসাতে ভাড়া থাকতাম। সেই বাসার নিচ থেকে এ ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম। এখানে এক লোক মাথার পরিত্যক্ত চুল দিয়ে খুবই সফট এক ধরনের সন্দেশ বিক্রি করে। মাথার পরিত্যক্ত চুল দিয়ে এই লোক কি করে সেটা আমার জানা নেই। লজ্জার কারনে আমি লোকটির সামনে থেকে ফটোগ্রাফিটা ক্যাপচার করতে পারিনি। সেজন্য পেছন থেকেই ফটোগ্রাফটি ক্যাপচার করেছি।
Device- Realme 53 Time- 2.20 pm
Date-29-11-2024 Location - Narayanganj
এগুলো হচ্ছে শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাওয়ার গিফট। শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে অনেক স্মৃতি রয়েছে। একদিন আপনাদের সাথে একটি মধুর স্মৃতির শেয়ার করবো। ইনশাআল্লাহ। জিলাপি গুলো গত শুক্রবার এর আগের শুক্রবারে মসজিদ থেকে পেয়েছিলাম। যদিও শহরের মসজিদগুলোতে মানুষ অনেক বেশি হয়ে থাকে। তারপরেও মাঝে মাঝে তাবুক হিসেবে জিলাপি, বিরিয়ানি এগুলো পেয়ে থাকি।
তো বন্ধুরা দেখতে দেখতে অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সেই কামনা করে আজকে বিদায় নিতেছি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
৮
আপনি চমৎকার সব ফটোগ্রাফি করেছেন ভাই দেখে অনেক ভালো লাগছে। মিঠাই আমি অনেক বেশি পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হাওয়াই মিঠাই দেখলে বাচ্চারা অনেক খুশি হয়। ধন্যবাদ।
সকালবেলা আপনার শেয়ার করা এই জিলাপি দেখে তো লোভ সামলাতে পারছি না ভাই। ব্যক্তিগতভাবে জিলাপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখি আজকেই বাজারের দিকে যাব আর জিলাপি কিনে খাব।
গরম গরম জিলাপি খেতে আমার কাছেও ভালো লাগে। ধন্যবাদ।
আজকে দেখছি আপনি আমাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আপনার সব ফটোগ্ৰাফি অসাধারণ ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জিলাপির ফটোগ্ৰাফিটি বাকি গুলো খুব সুন্দর ছিল। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
মসজিদে নামাজ পড়তে গিয়ে জিলাপি পেয়েছিলাম।
Task Done
আমারও ইচ্ছ হয় ভাই সেই পুরাতন দিনগুলো তে ফিরে যেতে। ব্যাট বল নিয়ে আবার মাঠে যেতে। কিন্তু সেটা তো সম্ভব না। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। বেশ সুন্দর লাগছে। শুক্রবার মসজিদ থেকে পাওয়া জিলাপির স্বাদই কিন্তু আলাদা হয়ে থাকে ভাই।
হারানো স্মৃতি গুলো খুবই মনে পড়ে। সময কত দ্রুত চলে যায়। ধন্যবাদ।
চমৎকার লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। কুকুরের বাচ্চার ফটোগ্রাফিগুলো তো অসাধারণ হয়েছে। তবে আমি কিন্তু নিজেও কুকুরকে অনেক ভয় পাই।মিঠাই বিক্রি এর ফটোগ্রাফিও চমৎকার লাগলো। সত্যি আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে।