"ওরে বাবা গার্লফ্রেন্ড " নাটক রিভিউ ।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @joniprins বাংলাদেশের ঢাকা থেকে, একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে।।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। গত কয়েকদিন আগে আমি একটি নাটক দেখেছিলাম। নাটকের নাম হলো “ওরে বাবা গার্লফ্রেন্ড”। নাটকের নাম শুনে আপনাদের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, তাই না। অনেক সুন্দর এবং হাসির একটি নাটক। চলুন আপনাদের সাথে সেই নাটকের রিভিউ সেয়ার করি।

654123.png

স্ক্রিনশর্ট: ইউটিউব

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামওরে বাবা গার্লফ্রেন্ড
পরিচালকহাসিব হোসেন রাখী।
প্রযোজকগোল্লাছুট
অভিনয়েনিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমে, আব্দুল্লাহ রানা , পাপিয়া, রকি খান, রাফসুন এবং আরো অনেকে।
দৈর্ঘ্য৫০ মিনিট
সম্পাদনাআকাশ সরকার
সঙ্গীতনাসিফ অনি
মুক্তির তারিখ২৫ই আগষ্ট- ২০২২
ধরনপারিবারিক নাট্য
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • নিলয় আলমগীর-মারুফ
  • জান্নাতুল সুমাইয়া হিমে-তুষি
কাহিনী সারসংক্ষেপ

01.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

নাটকের প্রথম দিকে দেখা যায় যে মারুফেল গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে যায়। তাই মারুফের গার্লফ্রেন্ড তুষি মারুফকে তাদের সম্পর্কের কথা বাসায় জানাতে বলে। কিন্তুু মারুফ এটা না করে বরং তুষিকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়। আর তুষির ফোনও রিসিপ করে না। তাই বাধ্য হয়ে তুষি মারুফের বাসায় এসে মারুফের বাবা-মার কাছে তাদের সর্ম্পকের কথা জানিয়ে দেয়। এমন ভাবে মারুফের বাবা-মার সাথে তুষি কথা বলে যেন সে এই সংসারের কর্তা। তারপর সে মারুফের বেডরুমে গিয়ে সব কিছু চেক করে মারুফকে তার বাবা-মার হাতে তুলে দিয়ে যায়। আর যাওয়ার সময় এটা বলে যায়যে সে মারুফকে বিয়ে করবে। সে বাড়িতে গিয়ে তার মা-বাবার সাথে কথা বলে তাদেরকে জানিয়ে দিবে। তুষি চলে যাওয়ার পর মারুফের বাবা মারুফকে ঐ মেয়ের সাথে তার কি সম্পর্ক সেটা জানতে চাই। মারুফ জানায় সে এই মেয়েকে চিনে না। মারুফের বাবা জানাই তুমি তাকে চিনো আর না চিনো জিন্দিগেতে আমি তোমাকে ঐ বেশরম মেয়ের সাথে বিয়ে দিবো না।

02.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

তারপর তুষি রাতের বেলা মই দিয়ে মারুফের রুমে ডুকে পরে। রাতের বেলা মারুফের সাথে থাকতে চাই। মারুফ তাকে অনেক কাকুতি মিনতি করে বাসা থেকে চলে যেতে বলে। তারপর সে বারান্দা দিয়ে না গিয়ে দরজা দিয়ে যেতে চাই। দরজা খুলার সাথে সাথে দেখে যে মারুফের বাবা-মা দরজার বাহিরে দাড়িয়ে তাদের কথা শুনতেছিল। পরে তুষি বলে বাবা-মা আপনারা এটা কিন্তুু ঠিক করেন না। আমরা কথা বললে আপনারা কান পেতে শুনবেন না। তারপর তুষি মারুফের বাবার অফিসে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে তার বাবার চরিত্র টেষ্ট করে। মারুফের বাবা পাশ করলে তাকে বলে যে আপনি পরিক্ষায় পাশ করছেন তার মানে আপনার ছেলে অনেক ভাল। সে আবার মারুফের বাসার সামনে গিয়ে তার ছেলে বন্ধুর সাথে দাড়িয়ে দাড়িয়ে মারুফের জন্য অপেক্ষা করে। এমন সময় দেখে মারুফের বাসায় একটি মেয়ে প্রবেশ করতেছে, যে এই বাসার মালিকের মেয়ে। তুষি বাসার মালিককে গিয়ে বলে আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বাড়ির মালিক বলে কেন কি হয়েছে। তুষি বলে আপনার মেয়ে আর মারুফ সমসয়সি যে কোন সময় মারুফের সাথে জামেলা হয়ে যেতে পারে তাই। বাড়ির মালিক বলে আমি যাবো না,তখন তুষি হুমকি দিয়ে চলে আসে। আর এ জন্য বাড়ির মালিক মারুফের বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে।

04.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

তারপর দেখা যায় মারুফ তার কাজিনকে নিয়ে ডাক্তারের কাছে গেলে তুষি সেটা দেখে মারুফের কাজিনকে ইট দিয়ে মারতে যায়। তারপর সে মারুফকে আর একা ছাড়তে রাজি না হয়ে কাজী নিয়ে আসে বিয়ে করার জন্য। তারপর মারুফের বাবা তুষিকে বুঝিয়ে বলে আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাদের ধুমধাম করে বিয়ে দিবো এখন কাজী নিয়ে চলে যাও। তারপর তুষি কাজী নিয়ে চলে এসে মাইকিং করে জানিয়ে দেয় যে তার আর মারুফের বিয়ে ঠিক হয়েগেছে। কোন মেয়ের বাবা যদি মারুফের বাড়িতে বিয়ে নিয়ে যায় তাহলে তার হাত পা ভেঙ্গে দিবে। মাইকিং করতে করতে মারুফের বাসার সামনে গেলে মারুফ তুষিতে তাদের বাসার ভিতরে নিয়ে গিয়ে বলে যে তোমার বাবার নাম্বার দেও, ফোন দিয়ে আসতে বলি। তিনি আসলে আজকেই আমরা বিয়ে করবো। কিন্তুু তুষি তখন মানা করে। তখন মারুফের বাবা বলে তাহলে এত দিন মারুফকে বিয়ে করার জন্য এত কাহিনী করলা কেন। তখন তুষি বলে আপনার ছেলেকে জিঙ্গেস করেন। তখন মারুফ আসল ঘটনা খুলে বলে।

05.PNG

স্ক্রিনশর্ট: ইউটিউব

মারুফের এক বড় ভাইয়া আছে নাম রাসেল। রাসেলের বাবা-মা আর তুষির বাবা রাসেলের সাথে তুষির বিয়ে ঠিক করে ফেলে। কিন্তুু রাসেল অন্য একজন কে ভালবাসে। তাই সে তুষিকে বিয়ে করতে পারবে না। এখন রাসেল তুষির সাথে তার বিয়ে ভাঙ্গার দায়িত্ব দেয় মারুফেকে। মারুফ মানা করলেও অনেক রিকুষ্টে করে মারুফকে রাজি করায়। তারপর মারুফ তুষির ছবি দেখে তুষিকে পছন্দ করে ফেলে। যার ফলে সেও আগ্রহ নিয়ে তুষির বাবার মাধ্যমে তুষির বিয়েটা ভেঙ্গে ফেলে। মারুফ একটি ফাসিঁ লাগানোর রসি নিয়ে তুষির বাবাকে বলে তুষির সাথে তার সাড়ে তিন বছরের রিলেশন আছে। এখন সে যদি মারুফের সাথে ছাড়া তুষিকে অন্য জাগায় গিয়ে দেয়, তাহলে সে এই রসি দিয়ে ফাসঁ লেগে মারা যাবে। তারপর তুষির বাবা তুষিকে অনেক শক্ত শক্ত কথা বলে তুষির বিয়েটা ভেঙ্গে দেয়। তাই তুষি মারুফের বাড়িতে গিয়ে মারুফ ও তারবাবা মার সাথে এমন আচরন করেছে। মারুফের বাবা সব ঘটনা শুনে তুষির বাবার সাথে বসে মারুফের ভুলের জন্য ক্ষমা চেয়ে মারুফের সাথে তুষির বিয়ের প্রস্তাব দেয়। এভাবেই নাটকটি শেষ হয় যায়।

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬

নীলয় আর জান্নাতুল সুমাইয়া হিমের নাটক আমার কাছে অনেক ভাল লাগে। এই নাটকে হিমের অভিনয় গুলো অনেক সুন্দর হয়েছে। ছেলেরা তাদের গার্লফ্রেন্ডের জন্য যা যা করে তুষি তার বয়ফ্রেন্ডের জন্য তার থেকে বেশি করেছে। নাটকটি অনেক সুন্দর করেছে। আপনাদের সবাইকে নাটকটি দেখার আমন্ত্রন রইল।

☬☬☬ব্যক্তিগত রেটিং:☬☬☬

৯/১০

☬☬☬নাটকের লিংক☬☬☬


💖💖💖সবাইকে ধন্যবাদ💖💖💖

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

4789.gif

Sort:  
 2 years ago 

নিলয় সব সময় খুব ভালো অভিনয় করে ।তার নাটক আমি প্রায় সময় দেখি, তার চরিত্রগুলো সবসময় ভালো হয়। ওরে বাবা গার্লফ্রেন্ড নাটকটি আমার দেখা হয়নি। রাত্রেবেলা তুশির মই দিয়ে রুমে ঢুকে ব্যাপারটি বেশ হাস্যকর ছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওরে বাবা গার্লফ্রেন্ড " নাটক রিভিউ দেখে অনেক ভালো লাগলো। আমি কয়েক দিন আগেই নাটকটি দেখেছি। এদের দুজনের নাটক ভীষণ ভালো লাগে। আর নাটক গুলোর মধ্যে হাসির কাহিনী বেশি থাকে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

গোল্লাছুট এর প্রযোজনায় বেশ ভালো কিছু নাটক হয় এবং এটি তার মধ্যে একটি। ভিন্ন রকম কিছু চরিত্র এই নাটকের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেক বেড়ে গেল। আপনি নাটকটি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। সময় হলে দেখব আশাকরি। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নাটক তেমন দেখি না৷ তবে আপনার গার্লফ্রেন্ড নাটক রিভিউ দেখে বেশ ভালো লাগলো।আপনি সত্যি বলেছেন ছেলেরা তার গার্লফ্রেন্ডের জন্য যা যা করে আর তুষি তার বয়ফ্রেন্ডের জন্য তাই করেছে।রাসেল দায়িত্ব দিয়েছে মারুফকে। অবশেষে মারুফ তুমির জন্য পাগল।

 2 years ago 

নাটকটি আসলে অনেক চমৎকার। তবে আমি পুরো নাটক দেখিনি অল্প একটু দেখেছিলাম। কিন্তু আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি দেখা উচিত। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

@joniprins প্রতিটা ছবির এর নিচে উল্লেখ করে দিন কথা থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।

 2 years ago 

জী ভাইয়া উল্লেখ করে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66