সময় হলো সম্পদ ।। 10% beneficary for @shyfox ❤️
শুধুমাত্র বাংলায় যাঁরা ব্লগিং করে তাঁদের জন্য এই ব্লগ। আমি আশা রাখি এক সময় স্টিমিট প্লাটফর্মকে আমার বাংলা ব্লাগ প্রতিনিধিত্ব করবে। @bangla.witness বর্তমানে ১৭ নাম্বারে আছে। আশা করি খুব শীঘ্রই সেটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। আর তার জন্য সমস্ত স্টিমিট মেম্বারদের সহযোগিতা একান্ত কাম্য। বন্ধুরা আজকে নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ। চলোন পোষ্টি সেয়ার করা যাক।
আমাদের জীবনটা খুবই ছোট এবং ক্ষনস্থায়ী। ছোট এই জীবনে কত কিছুই না করার ইচ্ছা থাকে। কিন্তুু যখন আমাদের সময় থাকে তখন অর্থ থাকে না। যখন অর্থ থাকে তখন সময় থাকে না। আবার যখন অর্থ ও সময় দুইটিই থাকে তখন ইচ্ছা থাকে না। কত বিচিত্রময় আমাদের জীবন। এই ছোট ও ক্ষনস্থায়ী জীবনে সময়ের মূল্যাটা অনেক।সময় একবার অতিক্রান্ত হয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। এজন্যই সময়ের মূল্য যে কোনো কিছুর থেকেই অধিক। মানুষের জীবনে তাই সময় সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর নানা পরিবর্তন হয়েছে, আবিষ্কৃত হয়েছে অনেক কিছু কিন্তু সময়কে ধরে রাখার কোন যন্ত্র বা পদ্ধতি মানুষ আবিষ্কার করতে পারেনি।
সময়ের সঠিক মূল্যায়ন না করলে প্রতিভাবান লোকও অধঃপতনে নিমজ্জিত হতে পারে। আবার সময়কে মূল্য দিয়ে অনেক মানুষ অসাধ্যকে সাধন করেছে। মানুষ গল্প-গুজব করে, অলসভাবে কর্তব্যে ফাঁকি দিয়ে অযথা মূল্যবান সময়কে নষ্ট করে। অথচ হারানো ধনসম্পদ জীবনে কোনো না কোনো সময় ফিরে পাওয়া গেলেও গত হয়ে যাওয়া সময় জীবনে আর কখনো ফিরে পাওয়া যায় না। সময়কে হেলায় নষ্ট করার জন্য পরবর্তী জীবনে অনুতাপ-অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না। পৃথিবীতে যাঁরা অমরত্ব লাভ করেছেন, তাঁদের এ অমরত্বের মূলে রয়েছে সময়ের সদ্ব্যবহার।
জীবনে কোন কিছু অর্জন করতে হলে সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। বর্তমানে মানুষ তার অধিকাংশ সময় ঘুমের মধ্যেই নষ্ট করে ফেলে। বিশেষ করে বাঙ্গালী মানুষেরা একটু অলস প্রকৃতির। তারা বেশি খায় আর বেশি ঘুমায়। তারা নিজের জীবনকে নিয়মনীতির মধ্যে আনতে চাই না। তারা কোন নিয়মনীতি মানতে চাই না। তারা বিন্দাস খাবে আর ঘুমাবে। তাদের নিজের জীবনকে স্বরনীয় করে রাখার মত তেমন কিছু চিন্তা করে না। “মানুষ কর্মের মাধ্যমে বেচে থাকে বয়সে নয়” এটা তারা পড়ে বিশ্বাস করে কিন্তুু কাজে প্রমান করতে চাই না। তারা সময়কে মূল্য কম দেয়। তারা চায়ের দোকানে সময় বেশি ব্যয় করে। বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ পাড়া মহল্লার চায়ের দোকানে পাওয়া যাবে। সেখানে একজনে কথা বলে দশ জনের সময় নষ্ট করে। এমন এমন কথা বলবে যেন তারা রাজনীতিতে অক্সফোর্ড থেকে পিএসডি করে এসেছে।
সময়ের মূল্য কে গুরুত্ব দিয়ে পাশ্চাত্যের দেশ গুলো আজ উন্নয়নের চরম শিখরে পৌছে গেছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় প্রায় ধুলিস্যাৎ হয়ে যাওয়া জাপান সময়ের মূল্যেকে সম্মান দিয়ে আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়ে আছে। আমাদেরও উন্নয়ন করতে হলে সময়কে মূল্য দিতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার এজন্যই বলে ছিলেন, সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই,তারাই পৃথিবীতে নিংস্ব বঞ্চিত ও পরমুখাপেক্ষী।
নদীর স্রোতের মতোই সময় চলমান। একজন মানুষ সময় নষ্ট না করে যদি প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়, তাহলে তার ক্ষণস্থায়ী জীবনও কর্মের দ্বারায় উজ্জ্বল হয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ অন্তহীন জীবন চাই। আর সেটা তো সম্ভব নয়। কবির কথা বলা যায় “এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যখানে চর” অর্থাৎ এপারে জন্ম ওপারে মৃত্যু মাঝখানে জীবন সীমাবদ্ধ। জীবনের এই সীমাবন্ধতার জন্যই সময় অনেক মূল্যবান। পৃথিবীতে সব থেকে দামি জিনিষ হলো সময়। যেটা ধরা যায় না স্পর্শকরা যায় না।
ইংরেজি তে একটি প্রবাদ আছে, “সময় হলো সম্পদ”। সময়কে সঠিক ভাবে কাজে লাগালেই জীবনে সম্পদ আসবে। কিন্তুু আমরা আসল সম্পদকে অবহেলায় নষ্ট করে দেয়। সময় নামক সম্পদের গুরুত্ব দেয় না। আজকের অবহেলায় নষ্ট করা প্রতিটি মূহর্ত জীবনের শেষ লগ্নে অশ্রু হয়ে জড়ে পরবে। তখন আর আর্তনাদ করে লাভ হবে না।
বর্তমানে বাংলাদেশে প্রায় ৯৫% কাজ সময় মত হয় না। অফিসের সময় যদি থাকে ৯টায় কিছু কিছু মানুষ অফিসে যায় সাড়ে নয়টায়। ট্রেন আসার সময় যদি থাকে ৫ টায় সেটা আসবে সাড়ে পাচঁটায়। ত্রিশ চল্লিশ মিনিট লেইট করবে। আবার ট্রেন ছাড়ার সময় ও লেইট করবে। একটি অনুষ্ঠান শুরু হওয়ার কথা যদি থাকে ১০ টায় সেটা শুরু হবে এগারোটায়। এভাবে প্রতিটি কাজে ত্রিশ,চল্লিশ মিনিট একঘন্টা,দেড় ঘন্টা সময় নষ্ট হয়। আমারা সময় নষ্ট করার জন্য যেন প্রতিযোগিতায় নেমে পড়েছি। আর সেই জন্যই আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পৃথিবীর অন্যন্য দেশ থেকে অনেক পিছিয়ে আছি। পৃতিবীতে আমরাই সব থেকে বেশি সময়কে অপচয় করি। জানিনা কবে আমাদের জ্ঞান বুদ্ধি হবে।
@bangla.witness বর্তমানে ১৭ নাম্বারে আছে জেনে সত্যি ভালো লাগলো। আশা করছি ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাবে। তবে যাই হোক ভাইয়া আপনার লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। সময় সত্যি আমাদের অনেক বড় সম্পদ। হয়তো অনেক ক্ষেত্রেই সময়ের কাজ সময়ে করা হয় না। তবে সময়ের গুরুত্ব দিয়ে আমরা যদি প্রত্যেকটি কাজ করার চেষ্টা করি তাহলে অনেক উপকার হবে। সেই সাথে সময়ের সঠিক ব্যবহার করা সম্ভব হবে।
জি আপু সবার সহযোগিতায় @bangla.witness বর্তমানে ১৭ নাম্বারে আছে।
আপনি ঠিকই বলেছেন আমাদের সময় থাকে তখন অর্থ থাকে না। যখন অর্থ থাকে তখন সময় থাকে না। আবার যখন অর্থ ও সময় দুইটিই থাকে তখন ইচ্ছা থাকে না। কত বিচিত্রময় আমাদের জীবন। এই ছোট ও ক্ষনস্থায়ী জীবনে সময়ের মূল্যাটা অনেক। আমরা যদি সময়কে কাজে লাগিয়ে কাজ করি তাহলে আমাদের চেষ্টা সফল হবে। এখানে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
সময়ই সম্পদ, আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিকই বলেছেন আপনি, যখন আমাদের সময় থাকে তখন অর্থ থাকে না আবার যখন অর্থ থাকে তখন সময় থাকে না আবার সময় অর্থ দুটোই থাকে তখন ইচ্ছে থাকে না। আমরা যদি সময়ের মূল্য দিয়ে যথাসময়ে কাজগুলো সম্পন্ন করে তাহলে আমরা জীবনের অনেক অংশে এগিয়ে যাব। কিন্তু আমরা অবহেলায় সময়কে গুরুত্ব দেই না। তা আমাদের জীবনকে অনেক পিছিয়ে দেয়। সময়ের সদ্ব্যবহার করা আমাদের সকলেরই উচিত। ধন্যবাদ আপনাকে।
জী আপু সময়ের গুরুত্ব যে কত বেশি সেটা অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় । ধন্যবাদ আপু।
বর্তমানের পরিস্থিতি নিয়ে আপনি খুবই চমৎকার একটি ব্লগ আমাদের মাঝে উপস্থাপন করেছেন পরে আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আসলেই আপনি সত্য কথা বলেছেন বর্তমান আমরা সময়ের মূল্য দিতে পারি না। সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় যখন টাকা থাকে তখন সময় থাকে না আবার যখন সময় থাকে তখন টাকা থাকে না। হাজার টাকা এবং সময় দুটোই যখন থাকে তখন আমাদের ইচ্ছেটা একদমই থাকে না। বর্তমান পারিপার্শ্বিক কর্মসংস্থান থেকে ট্রেন অব্দি সকল কিছুই সময়ের বাইরে কোন কিছুই নিয়ম মেনে চলে না। আমি মনে করি বর্তমানে বিশ্বের বুকে যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা শুধুমাত্র সময়ের সঠিক ব্যবহার করেছে যার কারণেই তারা আজকে প্রতিষ্ঠিত।
জি ভাইয়া আপনি ঠিকই বলেছে। বর্তমানে বিশ্বের বুকে যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা শুধুমাত্র সময়ের সঠিক ব্যবহার করেছে যার কারণেই তারা আজকে প্রতিষ্ঠিত।
আসলে সময় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কোন ঘটনা পরে বুঝে যায়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে। আসলে জীবন খুবই বৈচিত্রময়। এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইযা আপনি বুঝতে পেরেছেন।
আপনার ব্লগ কি করে একটি গান মনে পড়ে
আপনার করা ব্লগটি পড়ে আমার একটি গানের কথা মনে পড়ে গেল৷ যে সময় গেলে সাধন হবে না৷ ঠিক যেন তাই
জ্বী ভাইয়া আপনি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলেন ৷ সত্যিই সময় হলো একটি বড় সম্পদ যেটাকে আমরা অবহেলায় কাটিয়ে দেই ৷আর আপনি আরো লিখেছেন যে সময় হলে একটি নদীর স্রোতের মতো বয়ে চলে যায় ৷ আর স্রোতের মতো বয়ে যাওয়া সময়কে যদি কাজে লাগাতে না পারি৷ তাহলে হয়তোবা সেই সাফল্য চাবিকাঠি পাওয়া সম্ভব নয়৷ আরেকটা কথা আপনি লিখেছেন যেখানে বাঙালির কথা ৷ ঠিক একদম সত্য কথা যে বাঙালি হলে অলস যদিও বাঙালি প্রতিটি কাজ যদি মেধা কাজে লাগায় তাহলে অনেক দূর এগিয়ে যাবে৷ কিন্তু বাঙালির এক দোষ অলসতা তাদের প্রধান কারণ৷
জি ভাইয়া অলসতাই বাঙ্গালীদেরকে নিচে নামিয়ে রাখছে। ধন্যবাদ ভাইয়া।
সময় অমুল্য সম্পদ। সময়কে গুরুত্ব দিতে হয়। সময়কে গুরুত্ব দিলে একদিন সফল হওয়া যায়। অনেক ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া ব্লগটি শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
আপনার কমেন্ট পড়েও অনেক ভাল লাগলো ধন্যবাদ আপু।