বিপিলের প্রথম খেলায় ফরচুন বরিশালের জয়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএলের প্রথম খেলার রিভিউ শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই অলরেডি দেখেছেন যে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগের ২০২৪-২৫ সালের টুর্নামেন্টের পর্দা উঠেছে। গতকাল বরিশাল বনাম রাজশাহীর খেলা দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রাজশাহী বনাম বরিশালের খেলা দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। এত সুন্দর খেলা আমি এর আগে বিপিএলে তেমন দেখি নাই। দুই দল দারুন খেলেছে। আপনারা সবাই জানেন টি-টোয়েন্টি মানে চার ছয়ের খেলা। গতকাল সেটা দুই দলই দেখিয়ে দিয়েছে। তবে রাজশাহীর ভাগ্য খারাপ। তারা ১৯৭ রান করেও জিততে পারেনি।
গতকাল বাংলাদেশ সময় দুপুর 1:30 মিনিটে খেলাটি শুরু হয়েছে। বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে রাজশাহীকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানাই। দুর্বার রাজশাহীর পক্ষে অপেনার হিসাবে আসে মোহাম্মদ হারিস এবং জিসান আলম। জিসান আলম দুই বলে শূন্য রান করে ফেরত যাই। তবে মোঃ হারিস ১২ বল মোকাবেলা করে ১৩ রান করে আউট হয়ে যায়। তারপরে এনামুল হক এবং ইয়াসির আলী দারুন একটি ইনিংস উপহার দিয়েছে। তাদের ব্যাটে যেন চার ছক্কার ফুল জুড়ি দেখা গেল।
এনামুল হক ৫১ বল মোকাবেলা করে ৬৫ রান করে। তার নামের পাশে আমরা ৪টি চার ৫টি ছয়ের বাউন্ডারি দেখতে পায। আর ইয়াসির আলী ৪৭ বলে ৯৪ রান করে। সে সাতটি চার এবং ৮টি ছয় মারে। তার স্ট্রাইক রেট ছিল ২০০। সব মিলিয়ে দুর্বার রাজশাহী বিশ ওভার মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে।
দ্বিতীয় পর্বে ফরচুন বরিশালের পক্ষে ওপেনিং করে নাজমুল হাসান শান্ত ও তামিম ইকবাল। শান্ত ১ বলে শূন্য রান করে মাঠ ছাড়ে। তামিম ইকবাল ৫ বলে সাত রান করে তাসকিন আহমেদের এলবি ডব্লিউর ফাঁদে পড়ে। তারপরে তৌহিদ হৃদয় ২৩ বলে ৩২, মুশফিকুর রহিম ১১ বলে ১৩ রান করে আউট হয়ে যায়। কাইল মায়ার্স ৫ বলে ৬ রান করে। শাহিন আফ্রিদি ১৭ বলে ২৭ রান করে। তবে মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফ দারুন একটি জুটি বেঁধেছিল। মাহমুদুল্লাহ ২৬ বলে ৫৬ রান করে। যার মধ্যে পাঁচটি চার ও চারটি ছয়ের বাউন্ডারি ছিল। ফাহিম আশরাফ ২১ বলে ৫৪ রান করে। যার মধ্যে মাত্র একটি চার ও ৭টি ছয়ের বাউন্ডারি ছিল। দুইজনের খেলা দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গেছে।
সব মিলিয়ে ফর্চুন বরিশাল ১৮.১ বল মোকাবেলা করে ২০০ রান সংগ্রহ করে। ফলাফল ফরচুন বরিশাল প্রথম খেলায় চার উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। এবারের বিপিএলের প্রথম খেলাটি সবাই উপভোগ করেছে। সবাই অনেক মজা পেয়েছে। দুই দলের বোলিং মোটামুটি ভালো হয়েছে। দুই দলেই মার্কুটে ব্যাটসম্যান ছিল। দুর্বার রাজশাহী যদি আরেকটু ভালো বোলিং করতো তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারতো। যাই হোক আমরা খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আশা করি এই আসরের খেলা গুলো দারুন জমজমাট হবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
খেলাধুলা তেমন বেশি একটা দেখা হয় না কিন্তু আপনাদের জন্য ধারণা পাওয়ার সুযোগ হয় আমার। অনেক সুন্দর ভাবে আপনি খেলাটা রিভিউ করেছেন এবং বরিশালের জয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই পোষ্টের মধ্য থেকে বিস্তারিত জানার সুযোগ হলো।
আমি ক্রিকেট খেলা খেলতে ও দেখতে পছন্দ করি। ধন্যবাদ।
বেশ ভালো লাগলো ভাই অনেক সুন্দর ভাবে আপনি খেলার বিষয়টা রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। তবে বিস্তারিত বিষয়গুলো মনে রাখাটাও বেশ কঠিন। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বরিশালের বিজয়ের বিষয়টাও জানার সুযোগ করে দিয়েছেন। খেলাধুলায় হার-জিত থাকবে এটা স্বাভাবিক। তবে যে খেলা যত বেশি আনন্দ দিতে পারে আমি মনে করি সেই খেলাটাই বেস্ট।
জী খেলা দেখে দারুন আনন্দ পেয়েছি। ধন্যবাদ।
Task Done
বিপিএল এর প্রথম ম্যাচটি আমি দেখেছি, ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। বুড়ো বয়সে মাহমুদুল্লাহ খেলা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। কথা সত্য যে পুরাতন চাল ভাতে বাড়ে। অনেক বড় টার্গেট দিয়েছিলো রাজশাহী, তবে মাহমুদুল্লাহ ও আশরাফের ঝড়ো ব্যাটিংয়ের মুখে টিকতে পারিনি রাজশাহী।
আমিও ভাবতে পারি নাই, বরিশাল জিততে পারবে। তবে লাষ্টের দিকে খেলা দেখে সবাই অবাক। ধন্যবাদ।
ইয়াসির আলী রাব্বীর অসাধারণ ব্যাটিং এ বেশ ভালো একটা রান করে রাজশাহী। কিন্তু বরিশাল ব্যাটিং এ খুব একটা ভালো শুরু না করলেও পরবর্তীতে মাহমুদউল্লাহ, আফ্রিদি এবং ফাহিম আশরাফ এর অসাধারণ ব্যাটিং এ নির্ধারিত ওভারের আগেই ম্যাচ জিতে যায়। সত্যি অসাধারণ একটা ম্যাচ ছিল বলতেই হয়।
জী লাষ্টের দিকে বরিশাল সবাইকে চমকিয়ে দিয়েছে। ধন্যবাদ।