আজ পবিত্র “ঈদে মিলাদুন্নবী”।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ রবিবারে- ২১ই আশ্বিন | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল | ১২ই রবিউল আওয়াল-১৪৪৪ হিজরী।।

আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি। সর্বঅবস্থায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা দরকার। আমাদের মাঝে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে সুয়ে আছে। সৃষ্টিকর্তা আমাদের সুস্থ রেখেছেন। কত মানুষ শ্বাস নিতে পারে না,কৃক্তিম ভাবে শ্বাস নিতে হয়,কত মানুষের হাত নেই,পা নেই কত মানুষের শরীরে কত সমস্যা রয়েছে। কিন্তুু আমরা সৃষ্টিকর্তার দয়ায় অনেক ভাল আছি, সুস্থ আছি। বন্ধুরা আজকে একেবারে নতুন একটি পোষ্ট আপনাদের মাঝে সেয়ার করবো। চলোন শুরু করা যাক।

religious-2262785_1920.jpg
Source

আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ট মহামানব, সমস্ত নবীদের ইমাম,আল্লাহর বন্ধু এবং রাসূল,শান্তির বার্তা বাহক, সর্বশ্রেষ্ট এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জন্মদিন। মুসলিম বিশ্বের মানুষ এই দিনটিকে “ঈদে মিলাদুন্নবী” হিসাবে পালন করে থাকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে বাংলাদেশ সরকার এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষনা করে। মুসলিম বিশ্বের মানুষ নামায,রোজা,দান সদকাহ এবং জিকির করে এই দিবসটি পালন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বিশাল বিশাল র‌্যালি বের করে দিনটি উৎযাপন করতেও দেখা যায়।

ইসলামের পূর্ব যুগে যখন চরম উচ্ছৃঙ্খলতা, পাপাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা, লুন্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল। অন্যায়-অপরাধ, দ্বন্ধ-সংঘাত, সন্ত্রাস-নৈরাজ্য, আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) সারা জাহানের হিদায়েতের জন্য আবির্ভূত হন। রাসুল (সাঃ) হলেন বিশ্ব মানতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরুপ প্রেরিত।

পৃথিবীর সর্বশ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট বা আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রোজ সোমবারে জন্মগ্রহণ করেন। তিনির মায়ের নাম আমেনা এবং পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মাত্তালিব। রাসূল (সাঃ) জন্মের পূর্বে পিতা এবং ৬ বছর বয়সে মা আমেনাকে হারান। ৮ বছর বয়সে তিনির দাদার মৃত্যুর পরে নবীজি তিনির চাচা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হন।

mosque-4549602_1920.jpg
Source

পৃথিবীর সর্বশ্রেষ্ট ও সর্বাধিক পঠিত ও মুদ্রিত গ্রন্থ পবিত্র আল -কোরআন হযরত মুহাম্মাদ (সাঃ) এর উপর নাযিল হয়। পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজগন পবিত্র গ্রন্থ আল -কোরআনকে তাদের হৃদয়ে ধারন করেছেন। মুসলিম জাতি পবিত্র আল কোরআল আর নবীজির হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে থাকে। আল-কোরআন আর হাদিসের নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করে।

ঈদ মানে খুশি আর মিলাদুন্নবী মানে হলো নবীজির জন্ম বিষয় নিয়ে আলোচনা। নবীজির জন্মের এই দিনটিতে সবাই খুশি মনে দোয়া মাহফিলও করে থাকে। সবাই নবীজির পৃথিবীতে আগমন করার উদ্দেশ্য ও তিনির আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রতি বছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ বাংলাদেশের জেলা উপজেলা সহ ঢাকা এবং চট্রগ্রামে বিশাল র‌্যালি বের করা হয়।

নবীজির জীবনের ৬৩ বছর বয়স মানব কল্যানেই ব্যয় করেছেন। নবীজি বিদায় হজ্বের ভাষনে বলেন “তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। পূর্বে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা ধংস হয়ে গিয়েছে। তিনি আরও বলেন তোমরা যে পোষাক পরিধান করবা, তোমাদের দাস দাসি বা কাজের লোককেও সেই পোষাক পরিধান করতে দিবা। তোমরা যে ধরনের খাবার গ্রহন করবা তোমাদের অধীনস্থদেরও সে ধরনের খাবার খেতে দিবা।”

mosque-3725372_1920.jpg
Source

নবীজির কথা ও কাজকে হাদিস বলা হয়। দুনিয়ার কোন মানুষ যদি তার জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করে তাহলে তার জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। নবীজির প্রত্যেকটি কথা ও কাজে অনেক তাৎপর্য রয়েছে। ইসলামের বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে নবীজির আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আমি বর্তমানে যে স্থানে অবস্থান করতেছি সেখানেও আজকে বিশাল বড় একটি র‌্যালি বের করা হয়েছিল। আমি কাজের ব্যস্ততার কারনে যেতে পারি নি।

বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিতেছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন পর্বে। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। অল্পতে খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।।

109.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xCgJJcRrX6JcoixPY1ZYkTzZRvU4cg43nsPEvFsMrCx1qpdtvt7rn7wUCn6Q3hQL3sAJM.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPL.png

112.gif

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ঈদ মানে খুশি আর মিলাদুন্নবী মানে হলো নবীজির জন্ম বিষয় নিয়ে আলোচনা। নবীজির জন্মের এই দিনটিতে সবাই খুশি।মুহাম্মাদ (সাঃ) হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নবী। নবীজির কথা ও কাজকে হাদিস বলা হয়।মুহাম্মাদ (সাঃ) জীবন অনুসরণ করা আমাদের অবশ্যই কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদে মিলাদুন্নবী দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম এবং মৃত্যু দিন। নবীর জন্ম এবং জীবনের বিভিন্ন বিষয়গুলো আপনি আপনার পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। অনেকের হয়তো অনেক খুঁটিনাটি বিষয় অজানা থাকতে পারে তারা আপনার পোস্টটি পড়ে জানতে পারবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতি বছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ বাংলাদেশের জেলা উপজেলা সহ ঢাকা এবং চট্রগ্রামে বিশাল র‌্যালি বের করা হয়

যদিও কোন সময় এই ধরনের র‍্যালিতে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি ,আমি এগুলো টিভিতে দেখেছি অনেকবার।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার এই 63 বছরের জীবনে সব সময় মানুষের কল্যাণের কথাই চিন্তা করে গিয়েছেন। যে সকল মানুষেরা তার ক্ষতি করার চেষ্টা করত তাদের কেউ তিনি ভালোবাসতেন। আমরাও আজকে ঈদে মিলাদুন্নবী খুব সুন্দর ভাবেই পালন করলাম।

 2 years ago 

অনেক ভাল লাগলো ভাইয়া পোস্টটি পড়ে। অনেক অজানা কিছু জানা হল। অনেক ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

ঈদ মিলাদুন্নবী দিনটি বিষয়ে আমার জানা ছিল না। এই দিনটিতে নবীজির আদর্শ, জম্ম নিয়ে কথা হয়। আপনার পোস্ট মাধ্যমে জানতে পারলাম। আপনি অনেক সুন্দর করে ঈদ মিলাদুন্নবী সম্পর্কে আপনার পোস্টে উপস্তাপন করছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66