ভ্রমন পোষ্ট-সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমনের প্রথম পর্ব।।

in আমার বাংলা ব্লগlast year

আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,কেমন আছেন সবাই। আশা করছি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি ভ্রমন পোষ্ট শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভাল লাগবে।

01.jpg

সোহরাওয়ার্দী উদ্যান বা স্বাধীনতা উদ্যান সম্পর্কে অজনা মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ৬৮ একর জমি নিয়ে প্রতিষ্টিত সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থল রমনাতে অবস্থিত। এটি একটি সুপরিসর নগর উদ্যান। এটি স্বাধীনাতার পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। কথিত আছে যে মাঠটি বিশাল বড় হওয়ার কারনে এখানে প্রতি রবিবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো । বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান।

এই মাঠের অনেক পুরনো ইতিহাস রয়েছে। ঘুমন্ত বাঙ্গালী জাতিকে জাগ্রত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বার বাংলার বীর মুক্তিবাহিনীর নিকট পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে। এসব দিক বিবেচনা করে এই মাঠের অনেক গুরুত্ব রয়েছে। গত মাসে হঠাৎ কোন প্লান পোগ্রাম ছাড়াই আমার এক ভাগিনাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে চলে গেছিলাম। সমস্ত মাঠ ঘুরেছি,ফটোগ্রাফি করেছি। সব গুলো ফটোগ্রাফি একদিনে শেয়ার করা সম্ভব নয়। তাই পর্ব আকারে শেয়ার করবো ইনশাআল্লাহ।

0.jpg

000.jpg

আমরা সকাল সাড়ে এগারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ করি। তখন প্রচন্ড রোদ ছিল। উদ্যানে প্রবেশ করতে আমাদের কোন টাকা পয়সা বা টিকেট লাগে নাই। এখানে সারা বছর সবার জন্য প্রবেশ ফ্রী। ভিতরে প্রবেশ করেই দেখি একটি খালি জায়গাতে বাচ্ছারা ক্রিকেট খেলছে। বিশাল বড় মাঠের এক কোণায় তারা খেলাধুলা করছে। বিশ্বের সব থেকে ঘনবসতি ঢাকা শহরের মধ্যখানে এমন খালি জায়গা পাওয়ার স্বপ্নের মত। জায়গাটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তারা মনে হয় প্রতিদিনই এখানে খেলাধুলা করে। কারন এখানে কোন ঘাস নেই। সম্পূর্ণ জায়গার লাল মাটি দেখা যাচ্ছে।

09.jpg

10.jpg

সামনের দিকে এগিয়ে রাস্তা দিয়ে হাটতে থাকলাম। কারন আমরা যদি দাড়িয়ে দাড়িয়ে বাচ্ছাদের ক্রিকেট খেলা দেখি তাহলে আমাদের মাঠ ভ্রমন করা হবে না। এক থেকে দুই ঘন্টা সময় নিলেও সম্পূর্ণ মাঠ ঘুরে শেষ করা যাবে না। একটি বিষয় খেয়াল করলাম যে,রাস্তা তৈরী করার সময় রাস্তায় যে গাছ গুলো পড়েছে সে গুলো কাটে নাই। রাস্তার মাঝখানে গাছ গুলো রেখেই রাস্তা নির্মান করা হয়েছে। যেহেতো এই রাস্তা দিয়ে কোন গাড়ি চলাচল করবে না সেহেতো গাছ গুলো থাকলে সমস্যা নেই। বরং পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা হয়েছে।

07.jpg

08.jpg

যেতে যেতে রাস্তার দুই পাশে কয়েকটি ছাউনি দেখতে পেলাম। সেই ছাউনির মধ্যে ঘুরতে আসা ভ্রমন কারী,স্টুডেন্ট বসে আড্ডা দিচ্ছে,চা পান করছে,গল্প করছে। ছাউনি গুলো আবার খুবই মজবুত,পাকা করা। রোদ বৃষ্টিতে ছাউনি গুলো খুব কাজে লাগে। তবে কিছু কিছু জাগায় কিছু রাস্তার পাগল ছাউনি গুলোকে নোংরা করে রাখে। তারা ঠিক ভাবে গোসল করে না,এখানেই খায়,এখানেই ঘুমায়। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। তারা কিন্তুু অরিজিনাল পাগল না। পাগলের বেশ ধরে।

05.jpg

02.jpg

অবশেষে হাটতে হাটতে আমরা কাংখিত জায়গায়ে এসে পৌছালাম। আর সেটা হলো শিখা চিরন্তন। এই জাগায়তে দাড়িয়ে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন। ৭ই মার্চ এর স্মৃতি স্বরণ করে রাখতে ১৯৯৭ সালের ২৬শে মার্চ শিখা চিরন্তন উদ্বোধন করা হয়। শিখা চিরন্তন প্রজ্বলন মূলত একটি আগুনের ফুলকি। সেটা ১৯৯৭ সাল থেকে সবসময় জলে আসতেছে।

04.jpg

03.jpg

আমি ঐ জাগায় দাড়িয়ে দুইভাবে ফটোগ্রাফি করেছি। দ্বিতীয় ছবি গুলো দেখলে বুঝতে পারবেন আগুনের ফুলকি দেখা যাচ্ছে না। কারন তখন এত রোদ ছিল যে বলে বুঝানো যাবে না। আর প্রথম দুইটি ফটোগ্রাফিতে আগুনটা খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছে। জায়গাটা বর্তমানে একটি দর্শনীয় স্থানে পরিনত হয়েছে।

বন্ধুরা আজকে আর বাড়াবো না। এখান থেকেই বিদায় নিবো। মোটামুটি অনেক গুলো ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভাল লাগবে। আরো অনেক গুলো ফটোগ্রাফি আছে,পরের পর্বে শেয়ার করবো। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ-

555555.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-১০
স্থানসোহরাওয়ার্দী উদ্যান,রমনা,ঢাকা
ফটোগ্রাফার@joniprins
কমিউনিটিআমার বাংলা ব্লগ
তারিখ২১.০৭.২০২৩

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Sort:  
 last year 

সোহরাওয়ার্দী উদ্যানে মাঝে মাঝে আমি ঘুরতে যাই।বিশেষ করে বিকেল বেলায় সেখানে ঘুরতে গিয়ে অনেক ভালো লাগে।গ্লাস টাওয়ারের নিচে বসে থেকে খুব সুন্দর একটি বিকাল কাটানো যায়।সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রমণের প্রথম পর্বে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।এবং সেখানে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন।পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জী ভাইয়া জায়গাটা যেমন বড় ঠিক তেমন ঘুরেও আরাম পাওয়া যায়। ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোষ্ট শেয়ার করেছেন সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমনের প্রথম পর্ব। আসলে ভ্রমণ করতে বেশ ভালই লাগে। আপনি তো বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা ভ্রমণ করেছেন ভাই। আসলে মুক্তিযোদ্ধার কথা মনে পড়লেই এই জায়গাটির কথা বেশ মাথায় আসে। দেখে বোঝা যাচ্ছে সেখানে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জী ভাইয়া এই জায়গাটা খুবই বিখ্যাত। অনেক ইতিহাস রয়েছে এখানে। ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটি ভ্রমণের পোস্ট করেছেন আপনি। আমি চার-পাঁচ বছর আগে এই স্থানে ঘুরতে গিয়েছিলাম৷ খুব সুন্দর ছিল তখন এই জায়গাটি ব কিন্তু আজকে আপনি এই ভ্রমণের পর্বটি প্রকাশ করায় এই স্থানে ভ্রমন করার আগ্রহ আমার আবার জেগে গেল৷ কারণ তখন সেখানে জিনিসগুলো ছিল এখন তার থেকে আরো অনেক উন্নত হয়ে গিয়েছে৷ অনেক সুন্দর সুন্দর জিনিস এখন চলে এসেছে যা তখনকার সময় ছিল না৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ভ্রমণের পোস্ট করার জন্য৷

Posted using SteemPro Mobile

 11 months ago 

জী ভাইয়া আবার ঘুরে আসবেন। অনেক পরিবর্তন হয়েছে। ধন্যবাদ।

 last year 

আমারও খুব বেশি ইচ্ছা রয়েছে ভাই এই সমস্ত দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাব কিন্তু আজ পর্যন্ত এই সোহরাউদ্দিনের ঘুরতে যাওয়ার সুযোগ আমার হয়নি। তবে আসা কিন্তু আশা ছাড়েনি সুযোগ পেলেই কিন্তু ওখানে বেড়াতে যাব আমি। বেশ ভালো লেগেছে আপনার এই ফটোগ্রাফি এবং বর্ণনা দেখে, যেন উৎসাহ পেলাম।

 11 months ago 

জী ভাইয়া এক সময় সুযোগ করে ঘুরে আসবেন। অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46