সবার চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছু সময় // ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য //

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। গত ১৪ এপ্রিল আমাদের অফিস বন্ধ থাকায় আমি বাড়িতে গেয়েছিলাম। বাড়িতে যাওয়ার সময় কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছু সময় ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম। তখন সবার চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি কিছু ফটোগ্রাফি করেছি যেগুলো এখন আপনাদের সাথে সেয়ার করবো।
যেহেতো এই স্টেশন টা সবার চেনা জানা তাই বিস্তারিত কিছু উল্লেখ করালাম না। সাধারন ভাবে উপস্থাপন করলাম।

277929388_412377146894167_2722596319528087636_n.jpg

কিছুক্ষন পর পর সবাই এই ডিসপ্লের দিকে তাকাচ্ছি কারণ এই ডিসপ্লেতে কখন কোন ট্রেন কোন লাইনে আসতেছে বা যায়তেছে তার আপডেট দিচ্ছে। আমি সকাল ৯ টার আগেই স্টেশনে পৌছে ছিলাম। যথা সময়ে টিকেট সংগ্রহ করে বসে আছি। আমি ৩৪ নাম্বার তিতাস কমিউটার দিয়ে বি বাড়িয়া যাবো যেটা ০৯ টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।

277613892_672481414059204_7056571212420305693_n.jpg

277988454_679003153382457_6200107777126896308_n.jpg

কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে দক্ষিন দিকে পার্কের মত কিছু বসার স্থান আছে, যেখানে যাত্রিরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করে। আমিও তাদের মত একজন।

277614735_2874685502829509_4928959238216302179_n.jpg

সবাই তো চুপ করে বসে থাকে না। এট খায় ওটা খায় তাই খাওয়ার শেষে ময়লা টা ফেলানোর জন্য খুব সুন্দর একটা ডাস্টবিন দেওয়া আছে। লেখা আছে ইউস মি। যারা যাবেন তারা কিন্তুু এটা ইউস করতে ভুলবেন না।

278216024_1292294021261700_3897438976924974233_n.jpg

যাদের হেল্প লাগবে তাদের হেল্পের জন্য আছে পুলিশ তথ্য কেন্দ্র। যেকোন তথ্যের জন্য উল্লেখিত নাম্বারে কল দিবেন।

277690156_741237277034464_4309166406498348121_n.jpg

যেহেতো ১৪ এপ্রিল পহেলা বৈশাখ শুভ নবর্বষ গেছে, তাই যাত্রিদের নবর্বেষের শুভেচ্ছা জানাতে ভুলে নাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

278511519_1037534590169362_1173379368990275507_n.jpg

278052642_495926678924807_5477773178984446709_n.jpg

কখন ট্রেন আসবে মাঝে মাঝে আবার ট্রেনের লাইনের দিকেও তাকাচ্ছি।

277955965_678833206568361_1866080717338469122_n.jpg

278077576_468410041735566_2502059158648565213_n.jpg

অবশেষে ট্রেন আসলো সবাই ট্রেনের দিকে যাচ্ছি। হঠাৎ ট্রেন আসলে অনেকে আবার মাল-সামানা ফেলেই চলে যায় এই ভুলটা যেন আমরা কেউ না করি।

277800791_1189198878583839_6831313788529790753_n.jpg

277612805_764439421223676_8042491138708135280_n.jpg

277705830_1413079885788859_4102265222222473736_n.jpg
https://what3words.com/weeps.avoiding.shocking

আজকে ট্রেনটা অনেক ফাকা। যাত্রি অনেক কম। মনে হচ্ছে আজকে ভ্রমন টা ভালই হবে। এই ট্রেনে সবসময় জ্যাম থাকে।

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

নোট:- সব গুলো ছবি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই নেওয়া হয়েছে।

ডিভাইস-রেডমি নোট ৮

download.jpg

Sort:  
 2 years ago 

কমলাপুর স্টেশনে অনেকবার গিয়েছি তবে এই পার্ক টার বেপারে আগে জানতাম না। এটা মনে হয় ইদানিং হয়েছে। এটা যাত্রীদের জন্য অনেক ভালো হয়েছে। গাছ গাছালির মধ্যে সুন্দর বিশ্রাম নিতে পারবে।

 2 years ago 

ভাইয়া আবার গেলে অবশ্যই ঐ পার্কটাতে বসে আসবেন। খুব সুন্দর জায়গা টা।

 2 years ago 

বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য এখনো আমার হয়ে ওঠেনি। সুন্দর ছিল আপনার উপস্থাপনা বেশ ভালো একটি সময় পার করছেন আপনি সেখানে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি ২০১৫ সালে প্রথম কমলাপুর স্টেশনে গিয়েছিলাম। দোয়া করি খুব তারাতাড়ি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসার সৌভাগ্য যেন আপনার হয়।

 2 years ago 

কমলাপুর আমাদের গেন্ডারিয়া থেকে ২০ মিনিটের রাস্তা। অনেকবার যাওয়া হইছে কমলাপুর। আপনার তুলা ছবিতে ইউস মি লেখা ডাস্টবিন আমি ব্যবহার করে আসছি। যাইহোক, আপনার কমলাপুর রেলস্টেশনে কাটানো মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি মাঝে মাঝে নারায়নগঞ্জ থেকে ট্রেনে গেন্ডারিয়া হয়ে কমলাপুর যায়। আপনি তো আমার অনেক কাছে থাকেন। একদিন আপনার সাথে মিট করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা বলেন না কয়দিন পরে তো এই জায়গায় যুদ্ধ আরম্ভ হবে জীবন বাজি রেখে কে কার আগে ট্রেনের সিট দখল করতে পারবে সে যুদ্ধের নামবে সবাই। এখন পরিবেশটা খুব সুন্দর শান্ত কিন্তু যেকোন উৎসবের সময় বাড়িতে আসে তা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আমি অনেক বার ভোগান্তির মধ্যে পড়েছি। যাইহোক এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জী ভাইয়া আমি ২৯/৩০ তারিখে ঈদের ছুটিতে বাড়িতে যাবো। তখন তো অনেক যুদ্ধ করে ট্রেনে উঠতে হবে। শত কষ্ট হলেও বাড়িতে গিয়ে আপন জনের মুখটা দেখলে আর কষ্টের কথা মনে পড়ে না। ধন্যবাদ ভাইয়া সবসময় সাবধান থাকবেন।

 2 years ago 

আপনি অল ট্রেন ভ্রমণের কথা শুনে ভালো লাগলো। আমি না এখনো পর্যন্ত ট্রেন ভ্রমণ করতে পারিনি। আমার খুব ইচ্ছে ট্রেন ভ্রমণ করার। আপনার পোষ্ট দেখে আরো একবার মনে পড়ে গেল। কিছুদিন আগে যাওয়ার কথা ছিল। পড়ে যাওয়া হয়ে ওঠেনি। আপনি কমলাপুর রেলস্টেশন খুব সুন্দর দেখেছেন। আশা করছি তাড়াতাড়ি যেতে পারবো।

 2 years ago 

দোয়া করি খুব তারাতাড়ি যেন আপনার ইচ্ছাটা পুরন হয়। দেখবেন হঠাৎ করে একদিন ট্রেনে চড়ে কমলাপু চলে আসছেন।

 2 years ago 

কমলাপুর রেলস্টেশন এখন পর্যন্ত যাওয়া হয় নি ।আমার খুব শখ কমলাপুর রেল স্টেশনে যাওয়ার। ইনশাল্লাহ একদিন কমলাপুর রেল স্টেশনে যাব শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমাদের বাসায় দাওয়াত রইল, হঠাৎ করে একদিন ট্রেনে করে কমলাপুর চলে আসেন। আসার আগে একটা ম্যাসেজ দিবেন আমি গিয়ে রিসিপ করবো আপনাকে। আপনার শখটাও পুরন হবে আমাদেরও ভাল লাগবে।

 2 years ago 

অবশ্যই ভাইয়া কমলাপুর রেলস্টেশনে গেলে আপনার মেসেজ করব। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে এমনিতেই আমরা ঘুরতে খুবই পছন্দ করি সময় পেলে যাব ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.13
JST 0.026
BTC 57864.58
ETH 2697.00
USDT 1.00
SBD 2.21