ডিজিটাল আর্ট :- 3D S ডিজাইন। ডাই প্রজেক্ট।।
আসসালামুআলাইকু/ নমস্কার/ আদাব।
আজকে আপনাদের সাথে একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো।
হ্যালো ডিয়ার ফ্রেন্ডস,
কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। অনেক দিন যাবৎ আমি একটি ডিজাইন নিয়ে গবেষণা করছি। আর সেটি হলো 3D S ডিজাইন। আমাদের কমিউনিটিতে অনেক মেম্বার পেন্সিল দিয়ে থ্রিডি ডিজাইন করে থাকে। তাদের ডিজাইন গুলো দেখতে অনেক ভাল লাগে। আমি আবার পেন্সিল দিয়ে ডিজাইন করতে পারি না। আমি ডিজাইন করি গ্রাফিক্সের মাধ্যমে। এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে ডিজাইন করি।
আজকে যে ডিজাইনটি করেছি সেটি হলো থ্রিডি ডিজাইন। আমি ডিজাইনটির প্রত্যেকটি অংশে গ্রেডিয়েন্ট কালার করেছি। ডিজাইনের দুইটি অংশে কয়েকটি কালার ব্যবহার করে উপস্থাপন করেছি। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। চলুন ডিজাইনের মূল পর্ব গুলো শেয়ার করি।
ধাপ-১ : প্রথমে আমি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার অপেন করে নিউ ফাইলে ক্লিক করে ৪০ বাই ৩০ ইন্চিতে একটি আর্টবোর্ড নিলাম। তারপর টোলবার থেকে ellipse tool দিয়ে একটি রাউন্ড সেইপ নিলাম। সেইপের মধ্যে মেরুন কালার দিয়ে স্টোক কালার অফ করে ফিল কালার অন করে দিলাম। তারপর সেইপটি কপি করে পেষ্ট করে দিলাম। দ্বিতীয় সেইপের কালারটি পরিবর্তন করে হোয়াইট কালার করে মাঝখানে রেখে Pathfinder থেকে Minus Front এ ক্লিক করলাম।
ধাপ-২ : তারপর সেইপটি কপি করে দ্বিতীয় সেইপটি সমান ভাবে নিচে নিয়ে আসলাম। এখন দেখতে ইংরেজিতে 8 সংখ্যা হয়ে গেল। এখন Rectangle দিয়ে ডান পাশে ছোট একটি সেইপ নিয়ে, দুইটি এক সাথে করে Pathfinder থেকে Minus Front এ ক্লিক করলাম। এভাবে দুই অংশে একটু একটু অংশ ফাকা করে ইংরেজি অক্ষর S তৈরী করে ফেললাম।
ধাপ-৩ : তারপর S অক্ষরটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Transform থেকে Reflect অপশনে গিয়ে Vertical অপশনে রেখে ৯০ ডিগ্রি এন্গেলে কপি করে নিলাম।
ধাপ-৪ : তারপর উভয় S এর স্টোক কালারটি অন করে ফিল কালারটি অফ করে উপরের S অক্ষরটিকে সিলেক্ট করে মেনু বারের অবজেক্ট অপশন থেকে Path তারপর Offset Path এ গিয়ে দুই ইন্চি নিচে নামিয়ে দিলাম
ধাপ-৫ : তারপর দুইটি অক্ষর এক সাথে সিলেক্ট করে Pathfinder থেকে Divide অপশনে ক্লিক করে কয়েকটা ভাগ করে নিলাম। অতিরিক্ত সেইপ গুলো ডিলেট করে স্টোক কালারটি অফ করে ফিল কালারটি অন করে দিলাম। তারপর Effect অপশন থেকে 3Dতে ক্লিক করে Off-Axis Front সেটিং করে 3D করে নিলাম।
ধাপ-৬ : আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3D ডিজাইন হয়ে গেছে। এখন আমি উপরের অংশে দুইটি কালার নিয়ে গ্রেডিয়েন্ট করে নিলাম।
ধাপ-৭ : তারপর আলাদা দুইটি অংশের মধ্যে দুইটি কালার নিয়ে গ্রেডিয়েন্ট করে দিলাম। ধীরে ধীরে সব অংশে কালার ও গ্রেডিয়েন্ট করার কাজ শেষ করে নিলাম। তারপর দুইটি অংশে পেন টোল দিয়ে আলাদা আলাদা চারটি সেইপ নিয়ে গ্রটিয়েন্ট করে দিলাম।
সব কাজ শেষ করে একটি পিডিএফ ফাইল সেইব করে নিলাম। পিডিএফ এবং পিএনজি দুই সিস্টেমের ফাইলই আপনাদের মাঝে শেয়ার করলাম। দুই ভাবেই দেখতে পারবেন।
বন্ধুরা আজকে এখানেই বিদায় নিতেছি। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। যদি কোন ভুলত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি রিপলেতে বলে দিবো। ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে থ্রিডি S এর ডিজিটাল আর্ট করেছেন। আমি আবার আপনার বিপরীত যেমন আমি থ্রিডি আর্ট পেন্সিল দিয়ে করতে পারি কিন্তু ডিজিটাল আর্ট করতে পারিনা। আপনার এই ডিজিটাল আর্ট অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জী আপু আমি পেন্সিল দিয়ে পারি না। সবাই সব কিছুর ব্যপারে দক্ষতা অর্জন করতে পারে না। ধন্যবাদ আপু।
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে থ্রিডি sআর্ট শেয়ার করেছেন, যা দেখে অনেক ভালো লাগল। আসলে ভাইয়া এই ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আর্ট করতে পারি না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু।
ডিজিটাল আর্ট দেখতে খুব সুন্দর লাগে । আপনি এডবি ফটোশপের মাধ্যমে খুব সুন্দর একটি থ্রিডি S অংকন করেছেন। ডিজিটাল ভাবে থ্রিডি আকা আমার কাছে কঠিন মনে হয়। তবে আপনার ধাপ দেখে অনেকটাই আইডিয়া পেয়েছি। খুব সুন্দর হয়েছে আপনার থ্রিডি S এর গ্রেডিয়েন্ট। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া এটা এডবি ফটোশপে করি নাই এডোবি ইলাস্ট্রাটরে করেছি। ধন্যবাদ ভাইয়া।
এমন অনেক মানুষ আছে যারা পেন্সিল দিয়ে অঙ্কন তেমন একটা পারে না কিন্তু ডিজিটাল অংকন তারা অনেক সুন্দর করে থাকে আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। খুবই চমৎকারভাবে একটি s এর থ্রিডি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জী ভাইয়া সবাই তো সব কিছু পারে না। সবার দক্ষতা আলাদা। ধন্যবাদ ভাইয়া।
অনেক ভাল লাগলো ভাইয়া আপনার থ্রিডি S আর্টটি দেখে।আমার নিজের নামের অক্ষরটি দেখে আসলে খুব ভাল লাগলো। আপনি খুব সুন্দরভাবে ডিজিটাল আর্টটি করে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
অহ আচ্ছা তাইতো আপনার নামের প্রথম অক্ষর তো S। সেটা তো আমি লক্ষ করি নাই। যাক অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।