ইলিশের বাড়ি চাদঁপুর মহনায় একদিন এর শেষ পর্ব // ১০% প্রিয় লাজুক খ্যাঁক কে //

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে “ইলিশের বাড়ি চাদঁপুর মহনায় একদিন” এর শেষ পর্ব আরম্ব করলাম। প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম।
278071939_737965687369396_7573095288344144945_n.jpg
https://what3words.com/maintenance.smokeless.slandering ২৬ মার্চ ২০২২

278191972_325232983045554_2772391974251592999_n.jpg
https://what3words.com/boomed.degrading.gurgling ২৬ মার্চ ২০২২

এটা হলো টিকেট কাউন্টার। ঘাটে নামার আগে এখান থেকে টিকেট কাটতে হয়। আমরা ১৫০ টাকা করে সবাই একটি করে টিকেট নিলাম।

275771644_697334631464343_5999908614507582284_n.jpg
https://what3words.com/manages.chitchat.hotspots ২৬ মার্চ ২০২২

এখন আমরা চাদঁপুর লঞ্চ ঘাট পাড়ি দিয়ে বড় স্টেশন এসে, সেখান থেকে টলারে করে মিনি কক্সবাজার নামক চরে যাচ্ছি।

275884241_353180556620899_9065506714376145001_n.jpg

275886561_560949588585019_4859261502318796672_n.jpg

277992559_1182684725842556_921376395331713239_n.jpg
https://what3words.com/relevant.developed.heedlessly ২৬ মার্চ ২০২২

আমার সামনে পিছনে বিশাল বড় একটি চর দেখা যাচ্ছে। এটাই হলো মিনি কক্সবাজার। সম্ভবত এই চরটি শরীয়তপুর জেলার সীমানার মধ্যে। যেখানেই হোক জায়গা টা অনেক সুন্দর। যে কারো মন ভাল করে দিতে যথেষ্ট।

277854049_507856804316092_2570343461116915367_n.jpg

277827931_366608315403825_5533818242264417176_n.jpg
https://what3words.com/scented.barbers.cuteness ২৬ মার্চ ২০২২

অবশেষে আমরা ড্রেস চেন্জ করে পানিতে ঝাপ দিলাম। অনেক আনন্দ করলাম।

278101121_501159058378781_62920344056309377_n.jpg

275952020_2784906285152626_6785493065346482422_n.jpg

278065545_967105953998487_7372780462427737097_n.jpg
https://what3words.com/scented.barbers.cuteness ২৬ মার্চ ২০২২

অবশেষে সারাদিন আনন্দ উল্লাস করে ৫টার সময় টলারে লাঞ্চ করলাম। ৫.৩০ মিনিটে বোগদাদ-৭ লঞ্চে করে ঢাকার পথে রওয়ানা দিলাম।

বন্ধুরা আশা করি আপনাদের কাছে পোষ্টা ভাল লাগবে। যদিও আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি নাই। যদি কোথাও ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সব গুলো ছবি চাদঁপুর মহনা থেকে নেওয়া হয়েছে।

ডিভাইস- রেডমি নোট-৮
ফটোগ্রাফার- @joniprins
লোকেশন-চাদঁপুর
তারিখ- ২৬ মার্চ ২০২২

download-02.png

Sort:  
 2 years ago 

কিছুদিন আগে চাঁদপুর গিয়েছিলাম। কিন্তু সময় সল্পতার জন্য এইখানে যেতে পারিনি। আপনার পোস্ট পড়ে মিনি কক্সবাজারে যাওয়ার ইচ্ছা বেড়ে গেলো। ছবি গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া একদিন সময় নিয়ে ঘুড়ে আসবেন। ফেব্রুয়ারি বা মার্চে যাবেন তাহলে অনেক আনন্দ পাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য।

 2 years ago 

ইলিশের বাড়ি চাঁদপুর কথাটা সত্য। আপনি এখানে খুবই আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন এবং সেই বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। আজকে আপনার শেষ পর্ব তবে আশা করছিলাম আরো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করতেন। যাইহোক প্রত্যেকটি পোস্ট খুব ভাল ছিল।

 2 years ago (edited)

জী ভাইয়া আমি দুইবার গিয়েছি। আবার যেতে মন চাই বিশেষ করে লঞ্চ জার্নিটা খুব ভাল লাগে। আপনি যদি না গিয়ে থাকেন, সুযোগ করে একবার দেখে আসবেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ইলিশের বাড়ি চাদপুর এ যাওয়ার এর আগেও পোস্ট দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। বিশেষ করে এ মিনি কক্সবাজার এর কথা শুনে বেশ ভালো লাগলো। আপনার কথাগুলো শুনে আমার নিজেরও যেতে ইচ্ছে করতেছে। এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি,আপু অনেক সুন্দর একটি জায়গা। ঘুরে আসবেন আর ইলিশের বাড়ি থেকে জীবত ইলিশ দিয়ে খেয়ে আসবনে।

 2 years ago 

ইলিশের বাড়ি চাদপুর মোহনায় খুব সুন্দর মুহূর্ত পার করলেন । আসলে এরকম দৃশ্য উপভোগ করতে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জী ভাইয়া অনেক ভাল লাগছে। আবার যাবো ইনশাআল্লাহ। আপনার মূল্যবান কমেন্টর জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59640.10
ETH 2860.45
USDT 1.00
SBD 2.26