মোবাইল ইন্টারনেট ও আমাদের মন মানুষিকতা [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৩০ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল | |

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। সবার সুস্থতা ও সুস্বাস্থ কামনা করছি।

pexels-tracy-le-blanc-607812.jpg

source

বর্তমানে আমরা আধুনিক যুগে বসবাস করছি। পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। আমরা ইচ্ছা করলে মুর্হর্তে সারা বিশ্বের খবর নিতে পারি। শুধু খবর পড়তে পারি তার মধ্যেই সীমাবদ্ধ না। আমরা মুহূর্তে সারাবিশ্বের সব কিছু দেখতেও পারি। আধুকিকের সর্বউচ্চ পর্যায়ে আমরা অস্থান করতেছি। আধুনিকতার কোন কিছুর অভাব নেই আমাদের। তবে আমরা আধুনিক যুগে আসার পূর্বে কয়েটি জিনিসের যুগ অতিক্রম করে এসেছি। তখর আমাদের মন মানুষিকাতা কেমন ছিল আর এখন মন-মানুষিকাতা কেমন হয়ে গেল সে বিষয়েই আজকে আলোচনা করবো ।

চিঠির যুগ

106.png

যেসময় আমাদের হাতে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, অনলাইন ছিল না তখন বিদেশ থেকে চিঠির মাধ্যমে আমাদের নিকট সংবাদ আসতো,তখন শিক্ষিত লোকের খুব অভাব ছিল। শতে দুই চারজন মানুষ চিঠি পড়তে পারতো। যখন চিঠি পড়তো তখন সবাই মনযোগ সহকারে শুনতো। যিনি চিঠি লিখে পাঠাতেন তিনি সালাম দিয়ে চিঠি শুরু করে এক এক করে বাড়ির ছোট থেকে বড় সবার নাম উল্লেখ করতেন। কে কি করছে, ঠিক ভাবে খাচ্ছে কিনা,ঠিক ভাবে পড়ছে কিনা সব কিছুই জিঙ্গেস করতেন। চিঠি পড়ার সময় যার নাম আসতো সে অনক খুশি হতো। চিঠি গুলো জমা করে রাখতো, একটা চিঠি কয়েকবার করে পড়তো।

ক্যাসেটের যুগ

106.png
তার কয়েক বছর পর চিঠির জায়গা দখল করে নিলো ক্যাসেট। তখন বিদেশ থেকে ক্যাসেটের মাধ্যমে ভয়েস রেকট করে পাঠাতো। সবাই সন্ধার পড়ে বসে বসে ক্যাসেট বাজিয়ে ভয়েস শুনতো। সেখানেও সবার নাম উল্লেখ করে খুজ খবর নিতো। ঐ সময় ক্যসেটের মাধ্যমে বয়েস শুনতে কত যে ভাল লাগতো সেটা বলে বুঝানো যাবে না। মানুষ বার বার করে একটি ক্যাসেট শুনতো।

মোবাইলের যুগ

106.png
তার কয়েক বছর পর ধীরে ধীরে ক্যাসেটের জায়গা দখল করে নিলো মোবাইল। শুরু হয়ে গেল মোবাইলের যুগ। মোবাইলে টাকা রিচার্জ করে খুব আগ্রহ নিয়ে সপ্তাহে একবার হলেও সবার সাথে মোবাইল ফোনে কথা বলতো। খুব হিসাব করে কথা বলা হতো তখন। রাত ১২টার পর থেকে সকাল ৫ টা পর্যন্ত ২৫ পয়সা মিনিট কাটতো, ঐ সময়টাতে মানুষ প্রচুর কথা বলতো। আবার কেউ কেউ মিস কল দিয়েও স্মরন করতো। খুব ভাল লাগতো ঐসময় গুলো। খুব মিস করি।

ইন্টারনেটের যুগ

106.png

তারপর ধীরে ধীরে মানুষ টাকার মাধ্যমে কথা বলা কমিয়ে দিলো।ইন্টারনেটর মাধমে কথা বলা শুর করলো। শুরু হলো ইন্টারনেট যুগ। টাকা দিয়ে এমবি বা জিবি কিনে মোবাইলে ইমু, হোটস্আপ, ভাইবার, ম্যাসেন্জার, টেলিগ্রাম সহ বিভিন্ন এপের মাধ্যমে কথা বল শুরু করলো। নামে মাত্র কিছু টাকা দিয়ে ওয়াইফায়ের মাধ্যমে মানুষ আনলিমিটেড কথা বলতে শুরু পারে। শুধু কথা নয় দেখে দেখে বিডিও কলে কথা বলতে পারে।

আধুনিক যুগ

106.png

বর্তমানে আমরা আধুনিক যুগে বসবাস করি। এখন আমাদের হাতে মানুষের সাথে কথা বলার অনেক উপায় আছে। আমরা যখন ইচ্ছা তখন কথা বলতে পারি। কথা বলার সুযোগের কোন অভাব নেই। যেটার অভাব সেটা হলো সময়। আমাদের সময়ের অভাব, আমাদের মন মানুষিকতার অভাব। আমরা বর্তমানে ইন্টারনের উপর এত নির্ভর হয়ে গেছি যে, আমরা ইন্টারনেট চালাই না বরং আমাদেরকে ইন্টারনেট চালাই।

pexels-pixabay-39284.jpg
source

আগে কথা বলার সুযোগ কম থাকায় আত্নীয় স্বজনের সাথে সাপ্তাহে একবার কথা হতো, এখন কথা বলার অনেক সুযোগ থাকা সত্বেও মাসে একবার কথা হয় না। এমনকি কথা বলতে কোন টাকাও লাগে না তারপরও কোন জাগায় আমাদের কোন আত্নীয় স্বজন আছে সেটাও আমারা জানি না। আগে নিকট আত্নীয়দের বাসায় বছরে দুএকবার যাওয়াহতো। এখন এমন যুগে বসবাস করছি যে ঈদের মধ্যেও দুই একমিনিট কথা বলে দাওয়াদ দিয়ে দেই, বাসায় আর যাওয়া হয় না।

আমাদের কত পুরাতন আত্নীয়স্বজন আছে, যারা আমাদের অনেক আদর করতো। তারা আমাদের দেখতে কত আক্ষেপ করে,অথচ তাদের আমরা চিনিই না,দুই একমিনিট কথাও বলি না,যাওয়া তো দুরের কথা। বর্তমানে আমরা মোবাইলে ইন্টারনেটে বন্দি হয়ে গেছি। আমাদের মন-মানুষিকতা সংকির্ন হয়ে গেছে।

আমারা রাতের পর রাত দিনের পর দিন নেট চালাই, খাওয়ার সময় পায় না,ঘুমানোর সময় পায় না,পড়া শোনা করারও সময় পায়না। রাস্তা ঘাটে,বাড়িতে,গাড়িতে নিচের দিকে তাকিয়ে শুধু নেট চালাই। কে আমাদের পাশ দিয়ে যাচ্ছে, কার পাশে বসতেছি,সে দিকে আমাদের কোন খেয়াল নেই। সারাদিন অফিস করে বাসায় এসে আপন জনের সাথে কথা বলার সময় পায় না,মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পরি। কাউকে বুঝার বা কারো মনের কথা শুনার মত সময় আমাদের হয়ে উঠে না।

যায়হোক ইন্টারনেট আমাদের অনেক উপকারে আসে। ইন্টারনেটের মাধ্যমে আমারা অনেক কিছু সহজে পেয়ে যায়। ইন্টারনেটের অনেক ভাল সাইট হয়েছে। মোবাইল ইন্টারনেটের কারনে আমারা যেন আমাদের ভালবাসার সম্পর্ক গুলো ভুলে না যায়।

সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।

108.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

Sort:  
 2 years ago 

আসলে আপনি অনেক সুন্দর ভাবে মোবাইল ইন্টারনেট ও আমাদের মন মানুষিকতা আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন ।আগে আমাদের মন মানসিকতা অন্যরকম ছিল এখন আমাদের মন মানসিকতা আরেক রকম হয়ে গিয়েছে। আসলেই যত দিন যাচ্ছে তত আমাদের মন মানসিকতা ধীরে ধীরে আর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনার পোস্টটি অনেক জ্ঞান সম্পন্ন পোস্ট। ঠিক বলেছেন ভাই আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি তাই ইন্টারনেট ছাড়া কোন কিছুই চিন্তা করা যায় না। আপনি আরো কিছু সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে তুলে ধরেছেন ধীরে ধীরে মানুষ টাকা দিয়ে কথা বলা কমিয়ে দিয়েছে ইন্টারনেট দিয়ে কথা বলা বেশি শুরু করেছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাই আপনি অনেক অভিজ্ঞতামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন । পড়ে আমার বেশ ভালো লাগলো। মোবাইল ইন্টারনেট আমাদের মন। আমাদের কবি বলেছিলেন বিশ্ব জগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।সেই যুগটি চলে এসেছে আমাদের মাঝে একটি স্মার্ট ফোন হাতে থাকলে সবকিছুই সম্ভব আর এখন আমরা আধুনিক যুগের মানুষ ।তাই যতই দিন যাচ্ছে আমাদের মন মানসিকতা ধ্যান-ধারণা ততই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের তুলে ধরার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় আপনার আলোচনায় উঠে এসেছে যা আমার খুবই ভালো লেগেছে তা হলো। সময়।আমরা এক এক যুগের সাথে অতিক্রম করছি আর পৃথিবী আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। কিন্তু আমরা যন্ত্রে পরিনত হচ্ছি।একজনের সাথে আরেকজনের অতি সহজেই যোগাযোগ করার সমস্ত মাধ্যম বর্তমানে আছে। তারপর ও যোগাযোগ হচ্ছে না। তার একটাই কারন সময় নেই।অসংখ্য ধন্যবাদ,কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86