পদ্মা নদীর তীরে //১০% @shy-fox//

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আজ নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। গত কয়েক বছর আগে আমরা অফিস থেকে ভ্রমনে গিয়ে ছিলাম। সেই পদ্মা নদীর চরে। ভ্রমনটা আমার কাছে এত ভাল লেগেছিল যে সেই ভ্রমনের অনেক গুলো ফটোগ্রাফি করে, সে গুলো স্মৃতির পাতায় রেখে দিয়ে ছিলাম। আজকে আপনাদের সামনে কিছু স্মৃতি সেয়ার করবো।

পদ্মা নদীর তীরে

IMG_20190327_223930.jpg

Location Camera-Canon EOS R5 C

এ ফটোগ্রাফিতে আমরা অফিস থেকে যারা ভ্রমনে গিয়েছিলাম তারা সবাই আছি। আমি মাঝখানে সানগ্লাস পড়া। আর পিছনের বাসটি দিয়ে আমরা ভ্রমনে গিয়ে ছিলাম। এটি পদ্মা নদীর পাড়ে।

download-0410.png

IMG_20190326_094327.jpg

Location Camera-Redmi Note-6 Pro

রাস্তায় যাওয়ার সময় বাস রানিং অস্থায় একটি ফটোগ্রাফি নিলাম। তখন আমরা সকালের নাস্তা শেষ করেছিলাম। আমরা ভ্রমনের উদ্যেশ্যে যে টি-শার্ট নিয়ে ছিলাম সেগুলো এখনো কেউ পড়েনি।

download-0410.png

IMG_20190326_123106.jpg

Location Camera-Redmi Note-6 Pro

নৌকা দিয়ে পদ্মা নদীর চড়ে যাওয়ার সময় একটি ফটোগ্রাফি নিলাম। চড়ে যাওয়ার সময় নৌকার মধ্যে অনেক মজা করেছি।

download-0410.png

IMG_20190326_123634.jpg

download-0410.png

IMG_20190326_123956.jpg

Location Camera-Redmi Note-6 Pro

এই ফটোগ্রাফিটি নদীর চড়ে যাওয়ার পর নিয়েছিলাম। বিশাল বড় চর এ পাশ থেকে দেখলে ও পাশে বালু ছাড়া আর কিছু দেখা যায় না। আর বালু অনেক গরম ছিল। খালি পায়ে হাটা যাচ্ছিল না।

download-0410.png

IMG_20190326_135358.jpg

download-0410.png

IMG_20190326_135404.jpg

download-0410.png

IMG_20190326_135348.jpg

Location Camera-Redmi Note-6 Pro

অবশেষে পানিতে নেমে পড়লাম। মেঘনা নদীর পানি থেকে পদ্ম নদীর পানি অনেক পরিষ্কার। এ যেন মিনি কক্সবাজার।

download-0410.png

IMG_20190326_135833.jpg

download-0410.png

IMG_20190326_140051.jpg

download-0410.png

IMG_20190326_135909.jpg

Location Camera-Redmi Note-6 Pro

প্রায় তিন ঘন্টা আমরা নদীতে গোসল করলাম। ফটোগ্রাফি করলাম , আনন্দ করলাম।

download-0410.png

IMG_20190326_144717.jpg

অবশেষে খাওয়ার সময় আসলো। পদ্মা নদীতে গিয়ে যদি ইলিশ না খায় তাহলে কেমন লাগবে..? সুতরাং ইলিশ ,বর্তা,ভাজি আর ডাউল দিয়ে ঐদিনের লাঞ্চ করলাম। এগুলো ছাড়া নদীর চড়ে আর কিছু ছিল না। কারন এখানে কোন রেস্টুরেন্ট স্থায়ী না।

download-0410.png

IMG_20190326_115642.jpg

অবশেষে বাসায় ফিরার সময় হয়ে গেল। আসার সময় অনেক জোরে বাতাস এসেছিল। বাতাসের সাথে বালু গুলো এমন ভাবে উড়তে ছিল যে চোখে কিছু দেখা যাচ্ছিল না। তারাতারি করে বাসে উঠতে হয়েছিল।

প্রিয় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম। আবার হাজির হবো নতুন কোন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন,সুস্থ থাকবেন। চোখ কান খুলা রাখবেন। ধন্যবাদ।

বিবরণ
ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৬ প্রো
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যাপশন@joniprins
ধরনপদ্মা নদীর তীরে
স্থানমৈনট ঘাট,দোহার ঢাকা

IMG_20190329_134108.jpg

আমার পরিচিতি

আমি মোহাম্মাদ রেজাউল করিম। স্টিমিটে @joniprins নামে পরিচিত। আমি একজন বাংলাদেশি নাগরিক। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি ভ্রমন করতে ও বই পড়তে খুব ভালবাসি। আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশ ভ্রমন করার। আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পুরন করার সুযোগ দেয়। স্টিমিটের সকল সদস্যদের প্রতি ‍শুভ কামনা রইল।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

987.png

Sort:  
 2 years ago 

সম্মিলিতভাবে পদ্মা নদীর তীরে খুব সুন্দর মুহূর্ত পার করলেন ।নদীর পাশে এরকম করতে আমিও খুবই পছন্দ করি যেটা মাঝে মাঝে করে থাকি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো। আপনি বন্ধুদের মিলে খুব সুন্দর ভাবে পদ্মা নদীতে অসাধারণ মুহূর্তে অতিবাহিত করেছেন। আসলে নদীতে সময় কাটানো মুহূর্তগুলো কি যে আনন্দ তা বলে বোঝানো সম্ভব নয়। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে অফিসের কলিগদের সঙ্গে পদ্মা নদীর পাড়ে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। যদিও স্কুল কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কখনো যাওয়া হয়নি ।তবে আশেপাশে ভাইব্রাদারের সঙ্গে প্রায় বছরে একবার যাওয়া হয়। খুবই ভালো লাগে আপনার এই মুহূর্ত দেখে সে দিনের কথা মনে পড়ে গেল।

 2 years ago 

খুবই ভালো সময় কাটিয়েছেন এটা আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি। আর সবার সাথে একসাথে এরকম জায়গায় থাকতে খুব ভালোই লাগে। নদীতে তিনঘন্টা গোসল করেছেন শুনে আমার কাছে ভালই লাগল। কেননা নদীর পানিতে এরকম এই গরমে তিন ঘন্টা থাকতে পারলে আসলে খুব ভালোই হতো। অনেক ধন্যবাদ আপনাকে আনন্দঘন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59888.38
ETH 2373.74
USDT 1.00
SBD 2.48