হ্যালোইন উৎসব মানে কি ।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালোইন উৎসব কি

jack-o-lanterns-5674148_1920.jpg
Source

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি উৎসব নিয়ে আলোচনা করবো। অনেকে হয়তো এই উৎসবটির বিষয়ে জানেন আবার অনেকে হয়তো জানেন না। আমার ধারনা বেশি অংশ মানুষই জানে না যে হ্যালোইন কি । সেই জন্য এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে একটি আলোচনা প্রকাশ করবো। চলুন শুরু করা যাক।

আগামীকাল সন্ধার পর থেকে শুরু হবে হ্যালোইন উৎসব। আপনারা হয়তো টিভিতে,ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হ্যালোইন উৎসবের ছবি বা বিডিও দেখবেন। আগে থেকে যদি হ্যালোইন উৎসব সম্পর্কে আপনার ধারনা থাকে তাহলে অন্য মানুষকেও বুঝাতে পারবেন।

প্রায় দুুই হাজার বছর আগে বর্তমান পৃথিবীর আয়ারল্যান্ড এবং ফ্র্যান্সের উত্তরাঞ্চলে সেল্টিক জাতি নামক এক সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। সেল্টিক জাতিরা ৩১ অক্টোবরকে গ্রীষ্মের শেষ আর নভেম্বরের ১ তারিখকে শীতকালের শুরু মনে করতো। তারা দুইটি ঋতু বিশ্বাস করতো। একটি হলো গ্রীষ্ম ঋতু বা উজ্জল ঋতু। আরেকটি হলো শীত ঋতু বা অন্ধকার ঋতু। গ্রীষ্মকালে গরম থাকার কারনে তারা বিভিন্ন ধরনের ফসল ফলাতে পারতো আবার শীতকালে গাছের পাতা জড়ে যেত, চার দিন কুয়াশায় অন্ধকার আর ঠান্ডা হয়ে যেত। তারা শীত কালে তেমন ভাবে ফসল ফলাতে পারতো না। তাই শীত কালকে তারা খুব ভয় পেত। সেল্টিক জাতির মানুষেরা শীতকালে ভালভাবে সফল ফলাতে না পেরে তারা দল বেধে সবাই তাদের প্রধান পুরোহিতের কাছে গেল তার কারন জানার জন্য।

প্রধান পুরোহিত অনেক চিন্তা ভাবনা করে সেল্টেক জাতির মনের ভিতরে একটি ধারনা বসেয়ে দিল। সবাইকে বুঝালো যে গ্রীষ্মের শেষ দিন রাতে প্রথিবীতে মৃত আত্নার আগমন ঘটে। রাতের বেলা ঝাড়ুর মত বিশেষ এক বাহনে চড়ে মৃত আত্নারা ভূমন্ডলে বিচরন করে। তাদেরকে এটাও বুঝানো হয় যে ঐদিন মৃত আত্নাদেরকে শেষ বারের মত সুযোগ দেওয়া হয় কারো উপর কোন পুরনো আক্রোশ থাকলে সেটা পুরন করার জন্য। আর তাই রাতে মৃতদের খারাপ আত্মাগুলো মানুষ সহ তাদের ফসলের ক্ষতি করে। যার কারনে শীত কালে তারা ভাল ভাবে ফসল ফলাতে পারে না। পুরোহিতরা সেল্টিক জাতির লোকদেরকে পরামর্শ দিল যে তারা যেন ৩১ অক্টোবর সূর্যাস্তের পর থেকে শুরু করে নভেম্বরের ১ তারিখ সন্ধা পর্যন্ত উৎসব পালন করে মৃত আত্নাদের খুশি করে। উৎসবটা মূলত উৎসর্গমূলক বা প্রেত সাধনার মত।

halloween-4585684_1920.jpg
Source

ঐদিন সন্ধার পর থেকে সেল্টিক জাতি মৃত খারাপ আত্মাগুলোর হাত থেকে বাচতে তারা বিভিন্ন ধরনের অদ্ভুত ভুতের পোষাক পরিধান করে, আর বিভিন্ন ভয়ানক মুখোশ পড়ে ঘুরাঘুরি করে যাতে মৃত আত্নারা এসে তাদেরকে চিনতে না পারে। এছাড়াও তারা খড়-লাকড়ি আর লতাপাতা জালিয়ে বিশাল আগুনের ব্যবস্থা করতো। এই আগুনে সেল্টিক জাতিরা তাদের ফসল আর গৃহপালিত পশু-পাখি নিক্ষেপ করে সেগুলোকে জ্বালিয়ে খারাপ আত্মাদের প্রতি উৎসর্গ করতো। মিষ্টি কুমড়া বা এমন বড় কোন সবজি খোদায় করে তার ভিতরে আগুন জ্বালিয়ে রাস্তা বা উঠানে, বাড়ির ছাদে রেখে দিতো। ভাল ভাল সুস্বাদু খাবার রান্না করে ঘরের দরজায় রেখে দিতো। যেন মৃত আত্নারা খুশি হয়ে ঘরে না ঢুকে দরজা থেকেই ফিরে যায়। তারা ধারনা করতো এই রাতে সামান দেবতা সব মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানাতো। এমন কি তারা রাতে খাবারের সময় মৃত আত্নাদের জন্য চেয়ারের সামনে খাবার দিয়ে চেয়ার খালি রাখতো। তারা ধারনা করতো মৃত আত্নারা চেয়ারে বসে খাবে।

হ্যালোইন শব্দের অর্থ “শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা”। তারা বিভিন্ন কার্য কলাপের মাধ্যমে সন্ধা থেকে শুরু করে সারা রাত পবিত্র রাখার চেষ্টা করতো। তখন তারা এই উৎসবটিকে সাহ-উইন ডে হিসাবে পালন করলেও কালক্রমে পরিবর্তন হয়ে বর্তমানে হ্যালোইন উৎসবে রুপান্তরিত হয়েছে। যা আজও বিভিন্ন দেশে পালন করতে দেখা যায়। ইউরোপ আমেরিকার দেশ সহ জাপান,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও হ্যালোইন উৎসব পালন করে থাকে। সেপ্টম্বর মাস আসলেই তারা এই উৎসবের প্রস্তুুতি নিতে থাকে।

বন্ধুরা হ্যালোইন উৎসব সম্পর্কে আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে সেয়ার করলাম। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যালোইন উৎসব সম্পর্কে আপনাদের কাছে যদি আরো কোন তথ্য থাকে তাহলে সেগুলোও সেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।।

555555.png

111.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xCgJJcRrX6JcoixPY1ZYkTzZRvU4cg43nsPEvFsMrCx1qpdtvt7rn7wUCn6Q3hQL3sAJM.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

হ্যালোউইন উৎসব সম্পর্কে কিছুটা ধারনা ছিল, তবে এত বিস্তারিত জানতাম না।তবে বেশ মজা পেয়েছি,সেল্টিক জাতির পুরোহিত এর ধারনা পড়ে।আসলেই আমরা মানুষরা কত বোকা 😆 হা হা।চেয়ার খালি করে রাখতো বসে খাওয়ার জন্য।যাই হোক ভাইয়া,আপনাকে ধন্যবাদ মজার একটা পোস্ট শেয়ার করার জন্য।আর শেয়ার বানান টা এমন হবে।

 2 years ago 

জী আপু ভ্রান্ত ধারনা নিয়ে তারা এসব কাজ করে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার ছেলেটা সবসময় হ্যালোইন পার্টি হ্যালোইন পার্টি কথা বলে, ও ছোট মানুষ ইউটিউব থেকে হয়তোবা দেখেছে কিন্তু আমি পার্টি সম্পর্কে তেমন জানতাম না। আজ আপনার পোস্টটি পড়ে সব কিছু জেনে নিলাম। সেল্টিক জাতির মনের ভিতর কেমন একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সেই ধারণাটা নিয়ে আজও হ্যালোইন উৎসব পালন করে যাচ্ছে অনেকেই। চেয়ারগুলো খালি রাখা হতো আসলেই কি তারা এসে বসতো?দরজায় ঝুলিয়ে রাখা খাবার কি খেত? আসলেই অদ্ভুত লাগলো কাহিনীটি পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া বিষয়টি নিয়ে সুন্দরভাবে লিখার জন্য।

 2 years ago 

জী আপু আমিও তাদের এসব বিষয় লিখার সময় হেসেছি। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

সত্যি ভাইয়া হ্যালোইন উইংস সম্পর্কে আপনি অনেক সুন্দর ধারণা দিয়েছ।সেল্টিক জাতির ভিতরে পুরোহিতরা ধারণা বসিয়ে দিলাম, অনেক মজার। তারা ধারণা করত মৃত্যু আত্মা নিয়ে আসবে, তাই চেয়ার খালি রাখতে হবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। না জানা অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জী আপু বিষয়টা আমার কাছে নতুন লাগলো তাই সেয়ার করলাম। ধন্যবাদ আপু।

হ্যালোইন উৎসব সম্পর্কে আমার একদমই ধারণা ছিল না। তবে আপনার পোস্ট পড়ে অনেকটাই জানতে পারলাম। আসলে এই পোস্টে বিশেষ কোন কিছু কমেন্ট করার মত পাচ্ছিনা। তবে পোস্ট পড়ে সত্যিই বেশ ভালো লেগেছে।

 2 years ago 

পোষ্টটি পড়ে আপনার ভাল লাগছে এটাই যথেষ্ট ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

হ্যালোইন সম্পর্কে সামান্য কিছু জানতাম, আপনার পোস্ট পড়ে জানলাম বাকিটা। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু আমিও চেষ্টা করেছি আপনাদের জানানোর জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65