ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে একদিন 10% beneficiary shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমি @joniprins বাংলাদেশ থেকে।

হ্যালো প্রিয় আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি কিছুদিন আমার একটি পার্সোনাল কাজের জন্য ব্যস্ত ছিলাম। এখন আবার আপনাদের সাথে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে আমার মাতৃভূমি ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু ধারনা দিবো। ব্রাহ্মণবাড়িয়ার উপর ‍দিয়ে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত ট্রেন চলাচল করে। যার কারনে অন্যান্য জেলার মানুষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বাসি ট্রেনে ভ্রমন করার সুযোগটা একটু বেশি পায়। চলোন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক।

ফটোগ্রাফি নাম্বার-০১

279684502_705365697334446_4492757343468092729_n.jpg
Location Click Here

এটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ০১ নাম্বার প্লাটফর্ম। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট বা চট্রগ্রাম অথবা নোয়াখালি রোডে যেতে হলে ০১ নাম্বার প্লাটফর্মে অপেক্ষা করতে হবে। অবশ্যই টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে অপেক্ষা করতে হবে। কারণ বিনা টিকেটে রেলওয়ে ভ্রমন দন্ডনীয় অপরাধ। আমরা সবাই সচেতন থাকবো ,অপরাধ মুক্ত সমাজ গড়বো।

ফটোগ্রাফি নাম্বার-০২

281350297_1459731087813919_5630551874368750847_n.jpg
Location Click Here

এটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ০২ নাম্বার প্লাটফর্ম। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকা বা ,ময়মনসিংহ রোডে যেতে হলে ০২ নাম্বার প্লাটফর্মে অপেক্ষা করতে হবে। অবশ্য ভৈরব থেকে ট্রেন পরিবর্তন করে ময়মনসিংহ যেতে পারবেন।

ফটোগ্রাফি নাম্বার-০৩

280384475_1125411424675854_2799099729529968296_n.jpg
Location Click Here

এটি ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার। এখান থেকে রানিং এবং অগ্রিম উভয় ধরনের টিকেট পাওয়া যায়। ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকার সোভন চিয়ার সিটের ভাড়া ১৪৫ টাকা। ব্রাহ্মনবাড়িয়া জেলার পরিচিত একটি ট্রেন হলো তিতাস। যার টিকেট কাউন্টার হলো অপজিটে। মাত্র ৬০ টাকা ভাড়া দিয়ে আপনি তিতাস ট্রেনে ভ্রমন করে ১১১ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ঢাকা শহরে পৌছতে পারবেন।

ফটোগ্রাফি নাম্বার-০৪

280178255_1342366162939492_1421300302625864717_n.jpg
Location Click Here

এটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ট্রেনের সময় সূচি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে কোন ট্রেন কোথায় যায়, না যায় সব কিছুর তথ্য এখানে পাওয়া যাবে।

ফটোগ্রাফি নাম্বার-০৫

279923872_689916862241829_2765643390982225108_n.jpg
Location Click Here

এটি ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাড়িঁ। যেটা দুই নাম্বার প্লাট ফর্মের পাশে অবস্থিত। আপনি যদি কোন বিপদে পড়েন তাহলে এখানে এসে অভিযোগ করলে তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবে। যদিও তাদের সামনে টিকেট কালো বাজারিরা ঘুরাঘুরি করে তারা কিছু করেন না। টিকেট কালোবাজারি সম্পর্কে অন্য একদিন ছবি সহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।

ফটোগ্রাফি নাম্বার-০৬

280469292_3122599024620609_7244805817947868064_n.jpg
Location Click Here

ব্রাহ্মনবাড়িয়া রেল স্টেশনের এক পাশ থেকে অন্য পাশে যেতে একটি ওভার ব্রিজ আছে। যেটা ব্যবহার করলে আমরা সবাই দূরঘটনা থেকে মু্ক্ত থাকতে পারবো।

ফটোগ্রাফি নাম্বার-০৭

279672063_679341576467643_7254930957878772611_n.jpg
Location Click Here

ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক পাশে বসেন এই ঝালমুড়ি মামা। তিনি অনেক মজার ঝালমুড়ি তৈরী করেন । যদি কখনো আপনারা যান তাহলে ঝালমুড়ি থেকে ভুলবেন না কিন্তু।

ফটোগ্রাফি নাম্বার-০৮

279692684_1138263547020374_2572898847041426538_n.jpg
Location Click Here

ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে বসেন এই চা বিক্রেতা মামা। অনেক সুস্বাদু চা বানান তিনি। একবার খেলে বারবার খেতে মন চাইবে।

ফটোগ্রাফি নাম্বার-০৯

280121323_544839807025613_5610333223272504902_n.jpg
Location Click Here

এগুলো কি দেখেই বুঝতে পারতেছেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত খাবার আলুর চপ,বেগুনি আর পিয়াজু। দেখলেই খেতে মন চাই। কিন্তুু আমি গ্যাস্টিকের প্রবলেমের কারণে খেতে পারি না। আপনাদের প্রবলেম না থাকলে অবশ্যই খাবেন।

ফটোগ্রাফি নাম্বার-১০

279922141_1038905607061587_2122946562348045935_n.jpg
Location Click Here

স্টেশনের মাঝখান থেকে একটি ছবি নিলাম। খুব সুন্দর পরিবেশ। সবাই যার যার মত ব্যস্ত। আমিও অপেক্ষা করছি কখন ট্রেন
আসবে।

ডিভাইস মোবাইল
ধরণ রেলওয়ে স্টেশন
ক্যমেরা ৪৮ MP
ক্যাপচার @joniprins
অবস্থান ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ

সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আশা করি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমন্টে করে জানাবেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

download-02.png

Sort:  

সুন্দর একটি মুহূর্ত আপনি কাটিয়েছেন অনেক আনন্দের সাথে। বাহ্মনবাড়িয়া রেলস্টেশন দেখতে অনেক সুন্দর। আপনি সেখান থেকে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করেছেন।

 2 years ago 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে খুব ভালো একটি সময় পার করেছেন ভাই। তিতাস ট্রেনের ভাড়া দেখে আমি অবাক। এতো কম ভাড়ায় এতো দুরত্ব। তিতাস ট্রেনে অনেক উঠেছি। তেজগাও স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন এ আসতাম। যদিও স্টুডেন্ট বলে টাকা দিতাম না।

 2 years ago (edited)

জী ভাইয়া লোকাল ট্রেন তো তাই তিতাস ট্রেনে ভাড়া তুলানামূলক একটু কম। ধন্যবাদ ভাইয়া আশা করি সবসময় পাশে থাকবেন।

 2 years ago 

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আমাদের জেলাতে রেললাইন নাই তাই আমরা এই জায়গাগুলোতে সময় পার করতে পারিনা। কিন্তু খুব ইচ্ছা হয় রেলস্টেশনে সময় পার করতে কেননা শুনেছি সেখানে অনেক মজা হয়।

 2 years ago 

জী ভাইয়া ট্রেনের জন্য অপেক্ষা করা, ট্রেন আসলে আমার সিট কোন বগিতে আছে খুজে বের করা, বন্ধুদের মাঝে কেউ খুজে না পেলে তাকে নিয়ে হাসিহাসি করা, ট্রেনে ভ্রমন করা ইত্যাদি সব কিছু অনেক আনন্দের। ধন্যবাদ ভাইয়া আশা করি সবসময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65