রাস্তা মেরামত।

in আমার বাংলা ব্লগ10 months ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20231209_012120_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। বর্তমান বাংলাদেশের অনেক রাস্তা আছে যেগুলো এখনো সেই ভাবে মেরামত করা হয়নি। তবে মেইন রোড গুলা আগের থেকে বর্তমান অনেকটাই উন্নত হয়েছে। আবার গ্রামের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা গুলো আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে বলা যায়। কিন্তু ছোট একটা পাড়ার মধ্যে যে রাস্তা গুলো থাকে সেগুলো এখনো অতটা ভালো হয়নি বিশেষ করে ছোট ছোট শহরে। আর গ্রামের কথা নাইবা বলি। তবে যেহেতু বর্তমান গ্রামে যাওয়ার রাস্তাগুলো অনেকটাই উন্নত হয়ে গিয়েছে তাই আশা করা যায় আস্তে আস্তে সব রাস্তা গুলোই উন্নত হয়ে যাবে ইনশা-আল্লাহ।

যাই হোক পাড়ার মধ্যেকার রাস্তা গুলো উন্নত না বলে বর্তমান সেগুলো উন্নত করার কাজ চলছে। একদিন শুনতে পাই আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা মেরামত করবে। আর এটা শুনে তো সবারই ভালো লাগারই কথা। আমারও প্রথম প্রথম বেশ ভালো লেগেছিল। কিন্তু পরে জানতে পারলাম যে আমাদের সাইডের রাস্তাগুলো মেরামত করবে না অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে মেইন রোডে যাই সেটা এখন মেরামত করবে না। আর এটার কারণ হিসেবে তারা বলেছিল এই রাস্তাগুলো বাজেটের বাইরে।

তারপরেও যেহেতু আশেপাশের রাস্তা গুলো মেরামত করা হচ্ছে এটা জেনে বেশ ভালো লাগলো। কারণ যে রাস্তাটা মেরামত করা হচ্ছে ওই রাস্তা দিয়েও আমরা চাইলে মেইন রোডে যেতে পারি তবে সেই ক্ষেত্রে বেশ অনেকটা পথ ঘুরে যেতে হয়। তবে যেহেতু পায়ে হেঁটে যাওয়ার জন্য অত ভালো রাস্তা না হলেও চলে তাই আশা করি এই ভাঙা রাস্তার সাথেই আরো বেশ কিছু দিন পার করে দিতে পারব। আর এমনিতেই বর্তমান তো আমার কোনো বাইকও নেই যে প্যারা খেতে হবে। তবে মাঝে মাঝে বাড়ির কিছু কাজের জন্য ভ্যান নিয়ে আসা লাগে। সেই ক্ষেত্রে ভ্যানটা বাড়ি পর্যন্ত না নিয়ে আসা গেলেও যতটুক পর্যন্ত আসবে আশা করি অতটুকুতেই অনেক হেল্প হবে।

IMG_20230924_091257-01.jpeg

IMG_20230924_091307-01.jpeg

তো যাই হোক চলুন এবারে রাস্তার কার্যক্রমের কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো সারাদিন যেহেতু কাজের জন্য আমি বাড়িতে থাকি না তাই প্রতিদিন সকালে যখন কাজে যেতাম তখনই রাস্তার কর্মকাণ্ডের একটি করে ফটোগ্রাফি করে নিতাম। তো প্রথম দিন যখন যায় তখন ওপরে যে চিত্রটা শেয়ার করেছি ওরকম টা দেখেছিলাম। আর এর পরের চিত্রগুলো আমি নিচে একের পর এক দিয়ে দিলাম।

IMG_20230925_091553-01.jpeg

IMG_20230925_091551-01.jpeg

IMG_20230930_091614-01.jpeg

IMG_20231002_091433-01.jpeg

IMG_20231006_122834-01.jpeg

আর হ্যাঁ এই কাজগুলো যখন করা হয়েছিল তখনই মূলত বৃষ্টির সময় ছিল। এই তো কিছুদিন আগেই যখন একটানা বেশ কিছুদিন বৃষ্টি হলো তখনই মূলত রাস্তা গুলো মেরামত হচ্ছিল। আশা করি সেই সময়ের কথা আপনাদের মনে আছে। তো কাজের মাঝখানে যখন একাধারে বেশ কিছুদিন বৃষ্টি হয়েছিল তখন দেখা যাচ্ছিল যে কয়েক জায়গায় এরকম ধসে গিয়েছিল। তবে পরের সেই গুলো কেউ আবার রিপেয়ার করা হয়েছিল।

IMG_20231012_092041-01.jpeg

IMG_20231012_092033-01.jpeg

তো ফাইনালি বেশ কিছুদিন অপেক্ষা করার পর আমাদের রাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে সম্পূর্ণ কাজ এখনো চলছে শুধুমাত্র এদিকটাই কমপ্লিট হয়েছে। তবে যখন আমাদের এদিকে রাস্তাটা কমপ্লিট হয়েছিল তখন এটা দেখে বেশ অবাক হয়েছিলাম কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তোবা পিচের রাস্তা করবে। কিন্তু পরে দেখি এরকমটা করেছে। তবে এটাও মন্দ নয়।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

বর্তমানে পাড়ার ভেতরের রাস্তাগুলো সুন্দরভাবে যাতায়াতের সুব্যবস্থা করে দিচ্ছে কর্তৃপক্ষ। আসলে এটা এক ধরনের সামাজিক উন্নয়ন। এতে নিঃসন্দেহে আপনার পাড়ার মানুষেরা খুবই সুন্দর ভাবে চলাচল করতে পারবে। আর রাস্তা তৈরীর কার্যক্রম গুলো দেখতে খুবই ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

জি ভাই রাস্তা ভালো হয়ে গেলে চলাচলের অনেক সুবিধা হয়। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 10 months ago 

গ্রামে যাওয়ার রাস্তা অনেকটা উন্নত হয়ে গিয়েছে, আমরা আশা করব পরবর্তী সময়ে আরো উন্নত হয়ে যাবে। ভাইয়া যারা রাস্তার কাজ করে আসলে তাদের কি বলব! তারা একটু কাজ করে আর খোঁজ নাই, চলে যায়। আমাদের মেইন রাস্তার কাজ করে আর কোন খোঁজ নেই আসলে মানুষ এত টাকা কোথায় নষ্ট করে আমি বুঝিনা। যে টাকা বাজেট পাস হয় তার যদি অর্ধেকটাও কাজে লাগায়, তাহলে কত সুন্দর ভাবে রাস্তাগুলি গড়ে ওঠে। আপনি অনেক সুন্দর ভাবে এগুলি তুলে ধরেছেন আমার ভীষণ ভালো লাগলো। আশা করব রাস্তা গুলি অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ ভাইয়া আশা করা যায় আসতে আসতে সব রাস্তায় অনেক উন্নত হয়ে যাবে। আসলে এই রাস্তাটুকু হয়তো বা তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই বাজেটের আওতায় আনেনি কিন্তু আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ।

 10 months ago 

সেই আগের গ্রাম এখন আর নেই। এখন গ্রামের রাস্তাগুলো বেশ সুন্দর করে করা হচেছ। দেখেই কিন্তু বুঝার উপায় নেই, শহর নাকি গ্রাম। সমস্ত গ্রামগুলো কে এখন পিচঢালা পথ বানিয়ে দিচেছ। যা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনার পোস্ট পড়েও ভালো লাগলো যে আপনাদের গ্রামে এখন নতুন নতুন রাস্তা হচেছ। শুভ কামনা রইল আপনাদের জন্য।

 10 months ago 

গ্রামের রাস্তাগুলো এভাবে উন্নত হয়েছে যা দেখে আমারও অনেক ভালো লাগছে। আসলে রাস্তা ছাড়া চলাচল করা অনেক মুশকিল হয়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 10 months ago 

এটা ঠিক বলেছেন গ্ৰাম কিংবা শহর বলেন এখনো কিছু অলিগলি রয়েছে সেগুলো মেরামত করা হয়নি। তবে এটা বলতে পারি আমাদের গ্ৰাম খুব উন্নত। কারণ আমাদের এমন কোনো অলিগলি নেই যেখানে পাকা রাস্তা করা হয়নি। যাই হোক আপনাদের গ্ৰামের রাস্তা খুব সুন্দর ভাবে মেরামত করেছে। এখন একটু হলেও গ্ৰামের মানুষের কষ্ট কম হবে। বৃষ্টির মধ্যে রাস্তার কাজ করা খুবই কষ্টকর। যাই হোক আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে দেখে ভালো লাগলো।

 10 months ago 

যাক জেনে ভালো লাগলো যে আপনাদের গ্রামের রাস্তাগুলো খুবই উন্নত হয়ে গিয়েছে। আসলে আমাদের এখানেও রাস্তা উন্নত করার কাজ চলতেই আছে। ইনশা-আল্লাহ খুব শীঘ্রই সব রাস্তা পাকা হয়ে যাবে।

 10 months ago 

এখন রাস্তাঘাট আসলে অনেক উন্নত। গ্রামের অনেক আনাচে-কানাচে জায়গায় পাকা রাস্তা দেখা যায়। এরকম রাস্তায় মেরামতের কাজ গ্রামের অনেক লোকেরই অনেক উপকারে আসবে। আপনাদের রাস্তার কাজ করেছে এটা দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে। এখন বাড়িতে যেকোনো কাজের জন্য ভ্যান নিয়ে আসতে পারবেন।

 10 months ago 

জি ঠিক বলেছেন অনেক ক্ষেত্রেই এ রাস্তাটা আমাদের হেল্প করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67724.53
ETH 2606.51
USDT 1.00
SBD 2.72