মান কচু ও চিংড়ি মাছের ঝোলের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20220913_075113-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম প্রথমবারের মতো আমার একটা রেসিপি পোস্ট। আজকের রেসিপিটা হচ্ছে মূলত চিংড়ি ও মান কচুর ঝোল। এটা মূলত আমার আম্মুর রেসিপি আমি রান্না করতে পারি না।

উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
মান কচু১.৩কেজি
চিংড়ি২৫০গ্রাম
ঝাল১১টি
পেঁয়াজ২টি
লবণ২ চা চামচ
হলুদহাপ চা চামচ
ধনিয়া ও জিরা গুঁড়া মিশানো১ চা চামচ
তেলপরিমাণ মতো
শুধু জিরা বাটাপরিমাণ মতো

IMG_20220914_224403.jpg

প্রয়োজনীয় ধাপ সমূহঃ

ধাপ-১

IMG_20220913_064323.jpg

প্রথমে আমার আম্মু যা করে মাছগুলো ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে সেগুলোকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়েছে ও তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে।

ধাপ-২

IMG_20220913_064340.jpg

এরপরে মান কচু গুলোকে ভালোভাবে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে।

ধাপ-৩

IMG_20220913_070355.jpg

এরপর যা করতে হবে চিংড়ি মাছগুলোকে হালকা ঝালের,গুঁড়া পরিমাণ মতো,হলুদের গুঁড়া পরিমাণ মতো ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।

ধাপ-৪

IMG_20220913_070752.jpgIMG_20220913_071310.jpg

এবার যা করেছে করাইটিতে হালকা তেল দিয়ে সেটা গরম করে তারপর চিংড়ি গুলোকে ছেড়ে দিয়ে তারপর পরিমাণ মতো চিংড়ি গুলোকে ভেজে নিয়েছে।

ধাপ-৫

IMG_20220913_070921.jpg

এরপর ঝাল গুলোকে বেটে নিয়েছে।

ধাপ-৬

IMG_20220913_071514.jpg

এরপর করাইটিতে হালকা তেল দিয়ে নিয়েছে তেলটা একটু গরম করে তারপর ঝাল বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লবণ,ধনে ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল।

ধাপ-৭

IMG_20220913_071625.jpg

কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মানকচু গুলা দিয়ে দিল।তারপর ঝাল,পেঁয়াজ,হলুদ,লবণ, ধনে ও জিরা গুঁড়া সাথে ভালোভাবে মান কচু গুলা কড়াই নাড়াচাড়া করে নিল।

ধাপ-৮

IMG_20220913_072424.jpg

এরপর হালকা পানি দিয়ে এরপর শুধু জিরা বাটা দিয়ে মিশিয়ে নিল তারপর পাঁচ মিনিট ঢেকে দিল।

ধাপ-৯

IMG_20220913_072713.jpg

পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আরো একটু পানি দিল পরিমান মত এরপর ঢেকে দিল যতক্ষণ না এটা ফুটে যায়।

ধাপ-১০

IMG_20220913_073257.jpg

তারপর ভালো মতন ফুটিয়ে নেয়ার পর এবার চিংড়িগুলোকে দিয়ে দিল। তারপর আবার ঢেকে দিয়ে ১০-১৫ মিনিট হালকা আঁচে জাল দিল।

ধাপ-১১

IMG_20220913_075113.jpg

১০ থেকে ১৫ মিনিট হালকা আঁচে জাল দেয়ার পর এবারে কমপ্লিট হয়ে গেল তারপরে তরকারি টাকে নামিয়ে রাখল।

প্রয়োজনীয় তথ্য

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা ব্লক কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি পোস্ট আশা করি ভালো লেগেছে। আজকে এইটাই ছিল আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

মান কচু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যার দেখেই তো খেতে লোভ হচ্ছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago (edited)

জি ভাইয়া সুস্বাদু তো হয়েছিল। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটিতে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মান কচু এবং চিংড়ি মাছ দিয়ে লোভনীয় মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন চিংড়ি মাছ আমার খুবই ফেভারেট যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালো লাগে।। আপনার রেসিপির প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেসিপির কালার টি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপনি তো দেখছি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। দেখি তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে আপনার রেসিপি। খুবই সুন্দরভাবে আমাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41