You are viewing a single comment's thread from:
RE: বাস্তব কাহিনী: ব্যার্থ পিতা। || True Story: Failed Father.
সত্যি বিষয়টা শুনে বেশ খারাপ লাগলো। আসলে একজন বাবা কত কষ্ট করে না তার মেয়েকে পড়াতে চেয়েছিল। কিন্তু শেষে দেখা গেল সে রেজাল্ট এতটা খারাপ করেছে। অনেকে আছে সারা বছর না পড়েও তো অন্তত একটা দুইটা সাবজেক্টে ফেল করে আমার ভাগ্য ভালো থাকলে পাসও করে যায়। কিন্তু ওই মেয়েটার অতগুলো সাবজেক্টে ফেল করা স্বাভাবিক ব্যাপার না। জানিনা সে এত বিষয়ে কেন ফেল করেছিল। তবে তার বাবার কথা ভেবে হলেও তাঁকে পড়াশোনার পিছনে পরিশ্রম করা উচিত ছিল। কারণ তার বাবা তাকে পড়ানোর এতটাই ইচ্ছা করেছিল যে সে তার অর্ধেক সম্পদ বিক্রি করে দিয়েছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই ঘটনাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।