You are viewing a single comment's thread from:

RE: প্রসূতি মায়ের মৃত্যু

in আমার বাংলা ব্লগ10 months ago

সত্যি এখন দেশে ক্লিনিক এর অভাব নেই। আরে ক্লিনিকে রোগী নিয়ে যাওয়ার জন্য দালালের অভাব নেই। আমিও একবার এই দালালের কবলে পড়েছিলাম। যদি বা পরে আমি আমার টেস্টটা সরকারি হসপিটাল থেকেই করিয়েছিলাম। কিন্তু প্রথমে যখন আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন মনে হলো যে এটা তো আমাদের চেনা পরিচিত একজন বড় ভাই । যাই হোক আপনার শেয়ার করা ঘটনাটা পড়ে বেশ খারাপ লাগলো। সত্যিই রোগীর কন্ডিশন না জেনে রক্ত ম্যানেজ না করে তাড়াহুড়া করে সার্জারি করা কখনই উচিত নয়। তবে শেষে একটা জিনিস বেশি খারাপ লাগলো যে টাকার মাধ্যমে এই সমস্ত বিষয় গুলো মিটমাট করে নিয়েছে। জানিনা এই ধরনের রোগীর জীবন নিয়ে ব্যবসা গুলো কবে শেষ হবে। আর আমাদেরও এসব বিষয় সতর্কতা অবলম্বন করা উচিত। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই ঘটনাটা আমাদের মাঝে শেয়ার করার জেনো আমরাও সতর্ক হতে পারি।

Sort:  
 10 months ago 

এখানে সবকিছু টাকার মাধ্যমেই মিটমাট হয়, এই ব্যাপার গুলো খুবই স্বাভাবিক এখন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64