ঈদের পরের দিন ইকো পার্কে ঘোরাঘুরি। শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 months ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_c0e24fbd-6b4c-433b-ac14-20a32735a114-01.jpeg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আজকের পোস্টে আমি আপনাদের মাঝে ঈদ ঈদের পরের দিন ইকোপার্কে ঘোরাঘুরি করার তিন নম্বর পর্ব শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালই লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে এবারে মূল বিষয়ে আসা যাক।

received_741877761431910-01.jpeg

received_1135592837469610-01.jpeg

তো গত পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমরা ইকো পার্কের আইসল্যান্ডের কয়েকটা ছবি তুলে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। তো অন্য দিকে যাওয়ার সময় একটা জায়গা আমার কাছে দেখে বেশ সুন্দর লাগলো। যদিও বা জায়গাটাতে বিশেষ কিছু ছিল না কিন্তু জায়গাটাতে ছিল একটি ফাঁকা মাঠ ও মাঝখানে একটি কাঁঠাল গাছ। তো যাই হোক এখানকার দৃশ্যের কয়েকটা ছবি তুলে আমরা অন্য জায়গায় গেলাম।

received_1352555898755912-01.jpeg

তো এরপর আরেকটা জায়গায় গিয়ে বেশ সুন্দর একটি জায়গা দেখতে পেলাম । তো এই জায়গাটা ছিল ছবি তোলার জন্য বেশ ভালো একটি জায়গা। তো এখানে গিয়ে আমরা নিজেদের বেশ কয়েকটা ছবি তুলেছিলাম। তবে এখানে যে শুধু আমরাই ছবি তুলছিলাম তা কিন্তু নয় এখানে অনেক অনেক লোক ছিল যারা ছবি তুলছিল। তো যাই হোক সেখান থেকে আমরাও বেশ কিছুক্ষণ ধরে সবাই মিলে নিজেদের ছবি তুলে নিলাম এরপর সেখান থেকে আমরা অন্য লোকেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

received_398217569644752-01.jpeg

received_384880154386163-01.jpeg

received_1609269809905267-01.jpeg

তো সেখান থেকে আমরা যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম যেখানে বেশ কিছু ফুল গাছ লাগানো ছিল এবং জায়গাটা পরিষ্কার ছিল। তো ভাবলাম সেখানে ঢুকবো কিন্তু সেখানে দেখলাম আলাদা করে টিকিট নেয়া হয়েছিল যার মূল্য ছিল 20 টাকা। আসলে এটা শুনে বেশ অবাক হয়েছিলাম কারণ যেখানে পার্কটাতে ঢুকতে ১০ টাকা টিকিট নিচ্ছিল সেখানে এই সামান্য জায়গায় ঢুকতে ২০ টাকা যাচ্ছিল। যাইহোক তেমন কিছু স্পেশাল না দেখে আমরা যেখানে আর ঢুকতে ইচ্ছা জাগালাম না।

received_2105984746461045-01.jpeg

received_958050452116407-01.jpeg

received_448187434343286-01.jpeg

IMG_20240412_181253-01.jpeg

এরপর আমরা অন্য একটা লোকেশনে গেলাম তবে এইখানে একটা মজার ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমরা মোট গিয়েছিলাম ৬ জন তার মধ্যে থেকে দুইজন আলাদা হয়ে গিয়েছিল আর বাকি চারজন একসাথে ছিলাম। তো বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পরে ওদেরকে পারছিলাম না আবার ফোন দিয়ে ও পাচ্ছিলাম না কারণ এত কোলাহলের মধ্যে মোবাইল বাজলেও সেটা শোনা যাবে না। তো এভাবে বেশ কয়েক মিনিট ধরে খোঁজার পর আমরা অবশেষে ওদের দুজনকে খুজে পেয়েছিলাম। তো ওদের দুজনকে খুঁজে পাওয়ার পর দেখি ওরা দুজনে নিজেদের ছবি তুলছিল তো সেখানে আমরাও বেশ কয়েকটা ছবি তুললাম। এরপর আমরা অন্য আরেক দিকে এলাম যেখানে দেখে আরও কয়েক ধরনের রাইডহ ছিল এসেছিল যে কোন একটা রাইডস এ চড়ার কিন্তু আমাদের এই ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আর বন্ধুরা কেউ আমার কথায় গুরুত্ব দিচ্ছিল না তাই আর কোন রাইডহ এ চড়া হয়নি। তো যখন প্রায় মাগরিবের আজান দিবে দিবে সেই মুহূর্তেই আমরা পার থেকে বেরিয়ে এসেছিলাম এবং পার থেকে বেরিয়ে এসেই অটো আলা কে কল দিলাম।

তো অটোওয়ালা চাচা দেখলাম কাছেই ছিল এবং আমাদেরকে ডাক দিল অটোতে আসার জন্য। তো যাই হোক এরপর আর এদিক ওদিক না করে সোজা অটোতে করে বাড়িতে চলে এসেছিলাম।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো এটাই ছিল মূলত আমাদের ঈদের পরের দিন ইকো পার্কে ঘোরাঘুরি করার মুহূর্তগুলো। আশা করি আপনাদের কাছে ভালই লেগেছে। তো যাই হোক আজকের মত এটুকুই । আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

আপনার ইকোপার্ক ভ্রমণের আরো একটি পর্ব আমি দেখেছিলাম। আজকে শেষ পর্ব দেখে বেশ ভালো লেগেছে। ঈদের পরদিন খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন। ইকো পার্কের পরিবেশটা বেশ দারুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কয়েক ধরনের রাইড ও ছিল পার্কে। তবে রাইডে চড়তে পারেননি জেনে খারাপ লাগলো। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের সাথে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ইকো পার্কে আপনি ভালোই ঘোরাঘুরি করেছেন। আর এটা তিনটা পর্বে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনার ইকো পার্কে ঘুরাঘুরি করার প্রথম দুই পর্ব ও আমার পড়া হয়েছে। এই ধরনের পার্ক গুলোতে ঘুরতে যেতে আমার কাছে খুব ভালো লাগে। ঈদ উপলক্ষে তো কোথাও না কোথাও যাওয়াই লাগে। না হলে তো ভালোই লাগেনা। এই পার্কের পরিবেশটা অনেক বেশী সুন্দর। বিশেষ করে গাছপালা রয়েছে অনেক বেশি। এরকম জায়গাগুলোতে বসে সময় কাটাতে অনেক ভালো লাগবে। কিছু কিছু বসার জন্য সিঁড়ি রয়েছে, যার কারণে আরো ভালো লাগলো বিষয়টা।

 2 months ago 

ইকো পার্কে গতবার আপনার ভাইয়ার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু এবার ছোট বাচ্চার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ইকোপার্ক জায়গাটা অনেক সুন্দর। ইকো পার্কে ছবি তোলার মতো বেশ কয়েকটি জায়গা আছে। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন সেখানে গিয়ে। দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ভাইয়া।

 2 months ago 

আপনাদের ইকো পার্ক ঘোরাঘুরির একটা পর্ব আমি পড়েছিলাম ভাই। আসলে এই পার্কের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। এটা আমাদের ক্ষেত্রেও হয়, বন্ধুরা একসাথে ঘুরতে গেলে অনেক সময় অনেকে এদিক-ওদিক চলে যায়। পরে যদিও তাদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। যাইহোক, আপনারা দুই একটা রাইড চড়তে পারতেন ভাই, তাহলে মজাটা আরো বেশি হতো।

 2 months ago 

ঈদের পরে ঘুরাঘুরি করার মধ্যে থাকেই আলাদা রকম আনন্দ এবং অনুভূতি। যে অনুভূতিটা কাজ করে ঘুরতে গেলেই। এমনিতেই ঘুরতে আমি খুব ভালোবাসি। আর যদি হয় ঈদের পর মুহূর্তে তাহলে তো কোন কথা নেই। সুন্দর সুন্দর পার্ক গুলোতে গেলে খুব ভালো সময় কাটানো যায়। আর দেখছি আপনি ইকো পার্কে ঘুরাঘুরি করেছেন মন খুলে। আপনার ঘুরাঘুরিটা ভালো লেগেছে দেখে। রাইডের মধ্যে চড়ার ইচ্ছা থাকলেও চড়তে পারেননি মাগরিবের সময় হয়ে যাওয়াতে। তবে যাই হোক অনেক সময় পর্যন্ত ঘুরাঘুরি করেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45