ফটোগ্রাফি করার বেসিক টিপস।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আরো একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে চলেছি। না আসলে আজকে পোষ্টের বিষয় হচ্ছে মূলত ফটোগ্রাফি করার টিপস। আমি জানি আমার বাংলা ব্লগে অনেকেই আছে যারা অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে। তারপরেও আমি যেটুকু জানি সেটুকু নিয়েই আলোচনা করব। আশা করি আপনাদের ভালই লাগবে।

Screenshot_20230516_145016-01.jpeg

ফটোগ্রাফি করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে একদম দিনের আলোতে ছবি তোলার চেষ্টা করতে হবে। এবং ছবি তোলার আগে ক্যামেরার লেন্সটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

IMG_20230518_004537.jpg

IMG_20230518_004559.jpg
IMG_20230518_004655.jpg

IMG_20230518_005033.jpg

তো এরপর অনেকে যা করি কোন একটা সাবজেক্ট সিলেক্ট করে তারপর সেটার কাছে গিয়ে শুধু ছবি তুলতে থাকে। এর জন্য দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ছবিগুলোর কিছু কিছু জায়গায় হাইলাইট হয়ে যায়। আবার অনেক সময় এমন হয় যে মেন সাবজেক্ট টাই ব্লার হয়ে যায়। এতে করে আমাদের ছবিটা দেখতে একেবারে বাজে লাগে। তো এর জন্য আমরা যা করতে পারি আমরা যে সাবজেক্টটাকে সিলেক্ট করব সেটার কাছে গিয়ে স্কিনে মেন সাবজেক্ট এর উপর ট্যাপ করে ছবি তুলতে পারি। আর সাবজেক্টটার যদি কোনো অংশ হাইলাইট থাকে তাহলে সেই অংশ ট্যাপ করে ছবি তুলতে পারি। তো এগুলো করে আমাদের ছবিগুলো আরো সুন্দর করে নিতে পারি।

IMG_20230518_005717.jpg

IMG_20230518_002737.jpg

IMG_20230518_002638.jpg

এরপর আমাদের ফটোগ্রাফিটা কে একটু সুন্দর করার জন্য যা করতে পারি সেটা হলো প্রতিটা ফোনেই দেখবেন HDR আর নামে একটা মুড আছে। আমরা চাইলে অন করে ছবি তুলতে পারি এতে করে আমাদের ছবিটা আরো বেশি সুন্দর লাগবে।

IMG_20230518_010206.jpg

IMG_20230518_010302.jpg

Screenshot_20230516_145016.jpg

তো এরপর আমাদের ম্যাক্রো ফটোগ্রাফিগুলোকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য যা করতে পারি সেটা হচ্ছে। মেইন সাবজেক্ট টাকে একদম স্কিনের মাঝখানে রাখতে পারি। এতে করে আমাদের ফটোগ্রাফিটাকে আরো বেশি সুন্দর লাগে। তো মেন সাবজেক্ট টাকে একদম ঠিকঠাক ভাবে মাঝখানে রাখার জন্য আমরা যা করতে পারি,প্রথমে ক্যামেরা সেটিং এ যেতে হবে। এরপর framing lins নামে একটা মুড আছে ওটাকে সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমাদের স্কিনের উপর কিছু লাইন চলে আসবে এতে করে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব আসলে মেইন সাবজেক্ট টা প্রপারলি মাঝখানে থাকছে কিনা।

IMG_20230518_010759.jpg

IMG_20230518_011552-01.jpeg

তো মাঝে মাঝে দেখা যায় কম দামি মোবাইল গুলোতেগুলোতে মেইন সাবজেক্ট ফোকাস নিতে সমস্যা হয়। আবার মেন সাবজেক্ট টা একটু ছোট হলে মেক্র লেন্স না থাকলে ফোকাস নিতে একটু সমস্যা হয়। তো এর জন্য আমরা যা করতে পারি সোজা ক্যামেরার প্রো মুড সিলেক্ট করব। এরপর সেখান থেকে AF সিলেক্ট করব। এবং এটাকে একটু কমিয়ে বাড়িয়ে এডজাস্ট করে নিন,তাহলেই দেখতে পারবেন মেন সাবজেক্টটাকে ফোকাস করতে পেরেছে।

সবার ফোনে সেটিং যে রকমই থাকবে তা কিন্তু নয় আপনাদের একটু কষ্ট করে সেটিংগুলা খুঁজে নিতে হবে।

তবে হ্যাঁ লাস্টে একটা কথা বলতেই হচ্ছে এগুলো শুধুমাত্র বেসিক টিপস। হয়তোবা অনেকেই এই টিপস গুলা আগে থেকেই জানতেন। আর হ্যাঁ যাদের ফোন মোটামুটি ভালো কোয়ালিটির তাদের এসব টিপস গুলো ফলো না করলেও খুব একটা যায় আসবে না। কারন সেইসব ফোনগুলোতে অটোমেটিক ফোকাস করে নিতে পারে। আসলে এই পোস্টটা তাদের জন্য দেওয়া যারা ফটোগ্রাফি তে খুব একটা পারদর্শী নয়।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আজকে আমি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করলাম। তো আমার আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পোস্টে যদি কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমাকে সুযোগ দিবেন ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে আমরা ভালো কোন জিনিস দেখলে ফটোগ্রাফি করতে বসে যাই। ফটোগ্রাফির অনেক নিয়ম কানুন আছে সেগুলো না জানার কারণে ফটোগ্রাফি খুব একটা ভালো হয় না। আপনি আপনার পোষ্টের মধ্যে খুব সুন্দর করে ফটোগ্রাফি করার নিয়ম কানুন উল্লেখ করেছেন । অনেক কিছু শিখতে পারলাম আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি এত সুন্দর পজেটিভ মন্তব্যটি করার জন্য।

 last year 

আপনার এই পোস্ট পড়ার পরে খুবই ভালো লাগলো। নিজের ফটোগ্রাফি কি সুন্দর করার জন্য কিছু বেসিক ট্রিক্স আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি এগুলো অনুসরণ করে আরও সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে পারব।

 last year 

হ্যাঁ ভাই চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার কিছু টিপস দেওয়ার জন্য।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস দিলেন আপনি অনেক ভালো লাগলো জেনে। আপনি এই ফটোগ্রাফি করার বেসিক টিপস শেয়ার করে অনেক উপকার করলেন কারণ টিপস গুলো জানা ছিল না আগে। আশা করি অনেকের কাজে আসবে এই টিপস গুলো। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে স্ক্রিনশটের মাধ্যমে প্রতিটি ধাপ দেখিয়েছেন আপনি।

 last year 

হ্যাঁ চাইলেই টিপস গুলো ফলো করে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 last year 

সত্যি বলতে এটা কিন্তু যথেষ্ট শিক্ষনীয় একটা পোস্ট আপনি করেছেন। আমরা প্রত্যেকেই মোবাইল থেকে ছবি তুলতে পছন্দ করি। এই ধাপগুলো ফলো করেই একই মোবাইল দিয়ে কারো ছবি অসাধারণ ওঠে। আবার কারো ঝাপসা ওঠে।আজকে অনেক কিছু শিখতে পারলাম আপনার এই পোস্টটার থেকে। ধন্যবাদ। এরকম কিছু এডিট করার টিপস শেয়ার করলেও ভালো হয়।

 last year 

হ্যাঁ খুব শীঘ্রই চেষ্টা করব ফটো এডিট করার কিছু বেসিক টিপস শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64308.31
ETH 2810.43
USDT 1.00
SBD 2.65