ব্যাডমিন্টন খেলার সময় ঘটে যাওয়া একটি মজার ঘটনা।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আপনারা তো জানেন শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। আমারও ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগে তাই আমরাও রাতে ব্যাডমিন্টন খেলি। তো কালকে রাত্রে ব্যাডমিন্টন খেলার সময়ের একটি মজার ঘটনা ঘটে যাই সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব।তো চলুন আর বেশি দেরি না করে আজকের পোস্টটি শুরু করা যাক।

png_20230212_002352_0000.png

Canva দিয়ে তৈরি

তো প্রথমদিকে তো আমরাও প্রতিদিনই ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু যখন শীত প্রচুর বেড়ে গিয়েছিল তখন কয়েকদিন আর ব্যাডমিন্টন খেলা হয়নি। আবার দেখি শীত কমতে না কমতেই বন্ধুরা সবাই ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। আমি খেলতাম না তবে কয়েকদিন আগে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। তখন আমি ওখানে ছিলাম আর সবার খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল। তাই মূলত এই দুদিন ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি। তো যাইহোক এবারে মূল বিষয়ে আসা যাক।

তো আমাদের কোর্টে শুধু আমরা বন্ধুরা না আমাদের কিছু বড় ভাইয়েরাও খেলে। প্রতিদিন হয়তো ৮-১০ জন হয়ে থাকি খেলার জন্য। কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট তো একটাই। তাই একবারে চারজনের বেশি খেলতে পারবো না। তার জন্য আমরা নিয়ম করেছি যে প্রথমে চারজন দুইটা গেম খেলবে তারপর তারা বসে যাবে। এবং তারপর আবারো চারজন উঠবে তারাও দুটো গেম খেলবে। এভাবে মূলত আমাদের নিয়ম। গতকালকে আমরা চারজন বন্ধু গেম খেলার জন্য উঠলাম। প্রথম গেমটা আমরা ঠিক মত খেলে ফেললাম। তারপর দ্বিতীয় গেম খেলা শুরু করে দিলাম। তারপর দ্বিতীয় গেম খেলতে খেলতে যখন প্রায় শেষের দিকে তখন আমরা ভাবলাম যে গেমটা হয়ে গেলে তো আবার বসে পড়তে হবে।

২১ পয়েন্ট হয়ে গেলেই গেম শেষ। আর গেম শেষ হয়ে গেলে আমাদের বসে পড়তে হবে। আর আমাদের পয়েন্ট ছিল ১৮ এবং আমাদের অপরেন্টে যে বন্ধুরা খেলছিল তাদের পয়েন্ট ছিল ১৫। দেখলাম সবাই গল্প করতে বিজি তখন আমার একটা বন্ধু জোরে করে বলছে যে তোদের চৌদ্দ আমাদের ১৩। তখন বড় ভাইয়েরা মনে করছে এখনো সাত আট পয়েন্ট বাকি আছে। তাই ভেবে তারা গল্প করতে ব্যস্ত। আর আমরা তখন আবার নরমাল ভাবে খেলতে শুরু করে দিল। কিন্তু বিষয় হচ্ছে একটা যে দুইটা টিমের যদি ২০ পয়েন্ট হয়ে যায় তাহলে একুশের বদলে ২২শে গেম হবে। আর আবার যদি দুইটা টিমের ২১ পয়েন্ট হয়ে যায় তখন ২২ এর বদলে তেইশে গেম হবে। তো আমরা খেলতে খেলতে এক পর্যায়ে দুইটা টিমেরই ২০ পয়েন্ট হয়ে গেল। তখন আমরা এভাবে খেলতে খেলতে ২৭ পয়েন্ট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম।

২৭ পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল না কিন্তু আমরা ইচ্ছা করেই বারবার সেম পয়েন্ট করছিলাম‌। যাই হোক তারপর শেষে এক পর্যায়ে বড় ভাইরা বলল যে এবার একজনের কাছে পড়লেই বসে পড়বি তোরা। যাই হোক তারপর এক পর্যায়ে আমার যে টিম ছিল সে একটু জোরে মেরে দিয়েছিল তাই আউট হয়ে গিয়েছিল। যা তখন আমরা বসে পড়লাম। তারপর আমি আর এবং আমার একটা বন্ধু এক সাইডে বসে গল্প করছিলাম। কিন্তু মজার বিষয় হলো এটাই যে গল্প করতে করতে একপর্যায়ে খেয়াল করে দেখলাম আমাদের মত সেম কাহিনী বড় ভাইয়েরাও করছে।🤭🤭 মানে বুঝলেন তো চোরের উপর বাটপারি। 😁

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

ব্যাডমিন্টন খেলা আমার অনেক পছন্দের একটি খেলা। আপনারা যে একটি কোটে ৮ থেকে ১০ জন লোক ব্যাডমিন্টন খেলা খেলতেন জেনে খুবই ভালো লাগলো। চারজন করে দুটো গেম পর পর সবাইকে বসতে হতো এই বিষয়টি খুব ভালো লেগেছে। কিন্তু আপনারা তো দেখছি পয়েন্ট ফাঁকি দিয়ে কমিয়ে দিয়েছেন গেম খেয়ে যাবেন বলে বসতে হবে তাই। যাইহোক এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে একবার বসলেই দুটো গেম হতে অনেক সময় লেগে যায়। তাই আর কি এমনটা করা হয়েছিল। কিন্তু এটা শুধু আমরাই করেছি এমন না পরে দেখছি বড় ভাইরাও এরকমটাই করেছে। 🤭

 2 years ago 

ব্যাডমিন্টন খেলা নিয়ে তো দেখছি বেশ মজার কাহিনী ঘটে গিয়েছে। আপনাদের পয়েন্ট ছিল কি আর বলেছিল কি। আপনারা নিজেরা ইচ্ছে করে পয়েন্ট একই করে ফেলেন। যার ফলে আরো কিছুক্ষণ সময় পান খেলার জন্য। শেষে কিন্তু উঠতেই হলো। পরে তো আপনাদের বড় ভাই রাও আপনাদের মত একই কাজ করেছে দেখছি। উনারাও তাহলে চোরের উপর বাটপারি করছে। যাইহোক এমনিতে কিন্তু খুবই মজা পেলাম আপনার আজকের পোস্ট পড়ে। ভালোই ছিল।

 2 years ago 

ঠিক বলেছেন চোরের উপর বাটপারি হয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

হাহাহা ব্যাডমিন্টন যারা খেলে তাদের সবার জীবনেই মনেহয় এই কাহিনী আছে। আমরাও বহুবার এই কাহিনী করেছি তবে পরে দেখলাম নিজেরা নিয়ম না মানলে অন্যরাও মানেনা তাই এখন আমরা নিয়ম কানুনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারাও এরকমটা করতেন জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন নিজেরা নিয়ম না মানলে অন্যরাও মানবে না। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আসলে খেলতে সবাই ভালোবাসে তাই চোরামি করে সবাই বেশি বেশি করে খেলতে চায়। আপনারা তো দেখছি খেলা শেষ হওয়ার পরেও পয়েন্ট কম বলে আরও বেশি খেলেছিলেন।আপনারা কি চোরামি করেছেন আপনার বড় ভাই গুলো তো আরো বেশি চোরামি করেছি। ঠিকই বলেছেন চোরের উপর বাটপারি যাকে বলা হয় আরকি। এভাবে খেলার সময় বিভিন্ন রকমের মজার ঘটনা ঘটে যায়। যেগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন খেলতে সবাই ভালোবাসে। আপনার মন্তব্যটি পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

খেলার সময় এমন একটু আকটু চুরি না করলে যেন খেলা অসম্পূর্ণ থেকে যায় 😉। ছোটবেলায় আমরাও বহুৎ করে এসেছি। তবে আপনার বড় ভাইরা আপনাদের থেকে বেশি চোরামি করে চোরের উপর বাটপারি করে বসলো। বেশ মজা লাগলো আপনার ঘটনাটি শুনে।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

চমৎকার! এই খেলাটা আমার বন্ধু সকল মিলে রাত্রে কালিন খেলে থাকি। বিশেষ করে শীতের রাতে জমজমাট আয়োজন হয় আমাদের এখানে। তবে এখন একটু কমে গেছে। ৪জন ৪জন করে ৮ জন মিলেই খেলা হয়। তবে যাই হোক আপনার এই পোস্ট পড়ে অনেক আনন্দ বোধ করলাম।

 2 years ago 

ধন্যবাদ সুমন ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63223.35
ETH 2688.72
USDT 1.00
SBD 2.55