রঙিন কাগজ ভাঁজ করে প্লেন বানানোর পদ্ধতি।

in আমার বাংলা ব্লগlast year
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230313_230325_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি ডাই পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সহজ পদ্ধতিতে রঙিন কাগজ ভাঁজ করে প্লেন বানানোর পদ্ধতি। তো চলুন আর বেশি দেরি না আজকের পোস্টটি শুরু করা যাক।

ধাপ-১

IMG_20230313_144313.jpg

তো প্লেনটি বানানোর জন্য তেমন কিছু প্রয়োজন নেই শুধুমাত্র একটি রঙিন কাগজ হলেই যথেষ্ট। তো প্রথমে একটি a4 সাইজের রঙিন কাগজ নিয়ে নিবেন।

ধাপ-২

IMG_20230313_144354.jpg

এরপর চিত্র অনুরুপভাবে কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিবেন।

ধাপ-৩

IMG_20230313_144446.jpgIMG_20230313_144501.jpg

এরপর কাগজের ভাঁজটা খুলে নিব এবং প্লেন বানানোর জন্য উপরের অংশে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব ‌।

ধাপ-৪

IMG_20230313_144539.jpgIMG_20230313_144612.jpg

এরপর আবারো কাগজের উপরের দিকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব।

ধাপ-৫

IMG_20230313_144653.jpg

এরপর কাগজটির মাঝ বরাবর চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব।

ধাপ-৬

IMG_20230313_144821.jpgIMG_20230313_144845.jpgIMG_20230313_144905.jpg

এরপর কাগজটি উল্টে নিব। তারপর উল্টো দিক থেকে চিত্র অনুরুপ ভাবে ভাঁজ করে নিব।

ধাপ-৭

IMG_20230313_145021.jpgIMG_20230313_145059.jpg

তারপর আবারো কাগজটিকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব।

ধাপ-৮

IMG_20230313_145142.jpgIMG_20230313_145159.jpg

এরপর কাগজটিকে আবার উল্টো করে নিব এবং এরই সাথে মাথার অংশটুক বাঁকা করে সামনের দিকে করে দিব। (চিত্র অনুরুপভাবে)

ধাপ-৯

IMG_20230313_145237.jpg

তো এরপর চিত্র অনুরূপভাবে কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিব।

ধাপ-১০

IMG_20230313_150348.jpgIMG_20230313_150415.jpg

এরপর চিত্র অনুরূপভাবে কাগজটির দুই সাইড ভাঁজ করে নিব।

ধাপ-১১

IMG_20230313_150442.jpgIMG_20230313_150503.jpg

তারপর আবারও প্লেনের পাখা দুটোকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব।

ধাপ-১২

IMG_20230313_150723.jpg

IMG_20230313_200257.jpg

ব্যাস এভাবে সম্পূর্ণ ভাঁজ করে নেওয়ার পর আমাদের প্লেন বানানো কমপ্লিট হয়ে গেল। তো এভাবে সম্পূর্ণ প্লেনটি বানানোর পর আমি উড়ানো চেষ্টা করছিলাম কিন্তু ঠিকমতো উড়ছিল না। এত কষ্ট করে প্লেন বানালাম কিন্তু উড়লো না বিষয়টা আমার কাছে বেশ খারাপ লাগলো ‌ কিন্তু পরে আমি প্লেনের মাঝখানে একটা পিন মেরে দিয়েছিলাম তখন দেখি এটা উড়ছে। আসলে পিন মারার কারণে কাগজটা আটকে থাকছে তাই প্ল্যানটা উঠতে পারছে। তাই প্ল্যানটি বানানোর শেষে আঠা দিয়ে বা পিন দিয়ে আটকে নেওয়ায় ভালো।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের কাগজ দিয়ে প্লেন বানানোর পদ্ধতি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে প্লেন তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগলো।

 last year 

ঠিক বলেছেন রঙিন কাগজ ব্যবহার করে অনেক কিছুই বানানো যায়। শুধু চেষ্টা করা দরকার।

 last year 

রঙিন কাগজ ভাজ করে অনেক সুন্দর করে প্লেন তৈরি করেছেন। প্লেনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

প্লেনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 last year 

রঙিন কাগজের প্লেন তৈরি আমার কাছে দারুন লেগেছে। প্লেন তৈরির পর এটি উড়ছিলো না জেনে খারাপ লাগছিলো, যাক আপনি বুদ্ধি করে পিন লাগিয়ে উড়িয়েছেন জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই চমৎকার ডাই প্রজেক্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনি রঙিন কাগজ দিয়ে প্লেন তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। প্রথমদিকে যখন প্লেন উড়ছিল না তখন মনে হয় আপনার মন খারাপ ছিল পরে পিন মারার পর উড়ছিল যখন আপনার মনে হয় তখন ভালই লাগছিল।

 last year 

স্কুলে থাকাকালীন ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে এরকম কাগজ দিয়ে প্লেন তৈরি করতাম।সত্যি কাগজ দিয়ে এভাবে প্লেন বানানোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যেগুলো কখনো ভোলার নয়। সকল বন্ধুরা এরকম প্লেন গুলো তৈরি করে একে অপরকে ছুড়ে মারতাম। আপনি রঙিন কাগজ ভাঁজ করে খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো দেখে। ‌

 last year 

বাহ অনেক মজার একটি পোস্ট করেছেন তো। বিশেষ করে আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল। ছোটবেলায় এ ধরনের কাগজ ভাজ করে প্লেন প্রস্তুত করে উড়াতাম হাওয়ায়।।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবার শেয়ার করা ডাই পোস্টগুলো দেখতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট দেখি দেখতে অসাধারণ। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্লেন তৈরি করেছেন আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। প্রতিটিটা ধাপ স্পষ্টভাবে তুলে ধরেছেন আমাদের কাছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে প্লেন তৈরি করার ধরনের একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের জিনিস গুলো ছোটবেলায় তৈরি করতাম তাই এটা দেখার পরেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে।

 last year (edited)

আপনার প্লেনের ডাই দেখে একদম শৈশবের কথা মনে পড়ে গেল ভাইয়া।শৈশবে আমিও এরকম ভাবেই প্লেন তৈরি করতেন।রঙিন কাগজের তৈরি হওয়াতে প্লেনটি দেখতে ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48