দুধ চিতই পিঠা বানানোর রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20231127_221656_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো শীতকাল আসলেই চারিদিকে পিঠাপুলি বানানোর ধুপ পড়ে যায়। আসলে আমরা শীতকালে পিঠাপুলি খেতে বেশি পছন্দ করি তাই হয়তোবা শীতকালে বেশি পিঠা বানানো হয়ে থাকে। তো যেহেতু বর্তমান শীতকাল চলে এসেছে তাই শীতের পিঠাপুলি বানানো হবে না তা কি করে হয়। তো আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু দুধ চিতই পিঠা বানানোর রেসিপি শেয়ার করতে চলেছি। যদিও বা এটাকে আমাদের এখানে সারা পিঠা বলা হয়ে থাকে। আসলে জায়গা ভেদে নামেরও পরিবর্তন হতে পারে এটাই স্বাভাবিক। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবারে দুধ চিতই পিঠা বানানো ধাপগুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
চাউল৫০০ গ্রাম
লবণস্বাদমতো
চিনিস্বাদমতো
গমের আটাপ্রয়োজন অনুযায়ী
দুধদেড় কেজি
নারিকেল১ টি
এলাচ৮ টি
তেজপাতা৩ টা
দারুচিনি৪ টুকরো

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG-20231124-WA0000-01.jpegIMG-20231124-WA0003-01.jpeg

তো দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে চাউল গুলো ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ধরে।

ধাপ-২

IMG-20231124-WA0001-01.jpeg

তো ভিজিয়ে রাখা চাউল গুলো যখন নরম হয়ে যাবে তখন এগুলোকে দুই একবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব।

ধাপ-৩

IMG-20231124-WA0021-01.jpegIMG-20231124-WA0004-01.jpeg

এরপর কিছুটা পানিসহ চাউল গুলোকে ব্লেন্ডারে করে ভালোমতো ব্লেন্ড করে নিব। তো চাউল গুলো ভালোমতো ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে ঢেলে নিব।

ধাপ-৪

IMG_20231127_215711.jpg

এরপর দুধ চিতই পিঠা বানানোর জন্য বাকি প্রয়োজনীয় উপকরণ গুলো একে একে গুছিয়ে নিব।

ধাপ-৫

IMG-20231124-WA0005-01.jpegIMG-20231124-WA0033-01.jpeg

তারপর ব্লেন্ড করে রাখা চাউল গুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব।

ধাপ-৬

IMG-20231124-WA0019-01.jpegIMG-20231124-WA0017-01.jpeg

তো এখানে আমরা প্রয়োজন অনুযায়ী এর সাথে কিছুটা পরিমাণ গমের আটা এড করে ভালোমতো ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম।

ধাপ-৭

IMG_20231127_220118.jpg

এরপর চিতই পিঠা তৈরি করার জন্য চুলাতে একটি মাটির তাওয়া বসিয়ে দিব। এরপর কিছুক্ষণ জ্বাল দিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়ে একটি গোল চামচে করে চিতই পিঠা বানানোর জন্য তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিব।

ধাপ-৮

IMG-20231124-WA0029-01.jpeg

তো ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেয়ার পর এটাকে একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব।

ধাপ-৯

IMG-20231124-WA0025-01.jpeg

তো এভাবেই ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেয়ার পর ঢাকনিটা তুলে যখন দেখব চিতই পিঠাটা ভালোমতো হয়ে গেছে তখন এটাকে উঠিয়ে রাখবো। তো এভাবেই বেশ কিছু চিতই পিঠা বানিয়ে নিব।

ধাপ-১০

IMG-20231124-WA0009-01.jpegIMG-20231124-WA0011-01.jpeg

এরপর এই চিতই পিঠাগুলোকে দুধ চিতই বানানোর জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দেবো এবং তার মধ্যে দুধগুলো ঢেলে দিয়ে ভালোমতো জাল দিয়ে দুধগুলোকে ফুটিয়ে নিব।

ধাপ-১১

IMG_20231127_220452.jpg

এবারে দুধগুলো যখন ভালোমতো ফুটে যাবে তখন এর মধ্যে নারিকেল,এলাচ,দারুচিনি,তেজপাতা ও চিনি গুলো দিয়ে দিব। এবং আবারও ভালোমতো ফুটিয়ে নিব।

ধাপ-১২

IMG-20231124-WA0024-01.jpegIMG-20231124-WA0038-01.jpegIMG-20231124-WA0035-01.jpeg

এরপর দুধগুলো যখন ভালোমতো ফুটে যাবে তখন এর মধ্যে একে একে চিতই পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো চিতই পিঠা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমাদের দুধ চিতই পিঠা বানানো কমপ্লিট হয়ে যাবে।

ধাপ-১৩

IMG-20231124-WA0044-01.jpeg

IMG-20231124-WA0034-01.jpeg

IMG-20231124-WA0045-01.jpeg

তো এবারে দুধ চিতই পিঠা বানানো কমপ্লিট হয়ে গেলে এটাকে চুলা থেকে উঠিয়ে রাখবো। আর হ্যাঁ আপনার চাইলে দুইটা চুলা ব্যবহার করে একসাথেই কাজ চালিয়ে নিতে পারেন । অর্থাৎ একদিকে দুধ জ্বাল দিতে থাকবেন এবং অন্যদিকে চিতই পিঠা বানিয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিবেন তাহলে অনেকটাই সময় বেঁচে যাবে।‌ আমরাও তাই করেছিলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের দুধ চিতই পিঠা বানানোর রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এ বছরে এখনো চিতই পিঠা খেয়েছেন কিনা সেটাও কমেন্ট দিতে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

শীত এলেই মজার মজার পিঠা তৈরি করা হয়। দুধ চিতই পিঠা আমার খুবই প্রিয়। তবে এই বছর বাসায় দুধ চিতই পিঠা এখনো তৈরি করা হয়নি। আপনার তৈরি করা রেসিপি দারুন হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 11 months ago 

হ্যাঁ খেতে বেশি ভালো লাগে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আপনাদের বাসায়ও।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুধ চিতই পিঠা বানানোর রেসিপি। আসলে সত্যের সময় প্রত্যেক বাড়িতে দুধ চিতই পিঠা বানানোর ধূম পড়ে যায়। কিন্তু আমাদের এখনো এই পিঠা তৈরি করে খাওয়া হয়নি। আসলে দুধ দিয়ে ভিজিয়ে রেখে সকাল বেলায় খেতে বেশ মজা লাগে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 last year 

যে কোনো ধরনের পিঠা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাসায় দুধ চিতই পিঠা তৈরি করেছে কয়েক দিন আগে। গরম গরম চিতই পিঠা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে দুধ চিতই পিঠা বানানোর রেসিপি তৈরি করেছেন। দেখে ভালো লাগলো। ‌ এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 last year 

এটা আমার খুবই পছন্দের শীত আসছে এখন ডিমান্ড প্রচুর পিঠার। সারারাত ভিজিয়ে রাখার পর সকালবেলা দুধ চিতই খাওয়ার মজাই আলাদা।

 11 months ago 

সারারাত ভিজিয়ে সকালে তো খাওয়া হয়নি কিন্তু এভাবে দুধ দিয়ে ভেজানো চিতই পিঠা খেতে বেশ ভালোই লাগে। আপনারও এটা পছন্দের জেনে ভালো লাগলো।

 last year 

দুধ চিতই পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

দুধ চিতই পিঠা খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 last year 

শীত আসার আগেই সবাই এতো এতো পিঠা খাচ্ছে দেখে আমার তো আর সহ্য হচ্ছে না।দুধ চিতই পিঠা শীতের সকালে বেশ মজার হয় খেতে।আমি কখনও চিতই পিঠা বানাইনি।এবার ট্রাই করবো।আপনার দুধ চিতই পিঠা দেখে লোভ লেগে গেলো ভাইয়া। খুব মজা করে খেয়েছেন, তাই না।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

যেহেতু কখনোই বানান নি তাই আর দেরি কিসের এবার বানিয়ে ফেলুন আশা করি খেতে ভালই লাগবে।

 last year 

অনেক আগে এই দই চিতই পিঠা খেয়েছিলাম। তবে এখনকার সময়ে এই পিঠাগুলো আর খাওয়া হয়না৷ আর আজকে আপনি যেভাবে এই পিঠা তৈরির রেসিপি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ ইচ্ছে করছে এখনি যেন এখান থেকে এটিকে নিয়ে খেয়ে ফেলি৷ আর এর যে ডেকোরেশনটা আপনি শেয়ার করেছেন তা দেখে এটিকে অনেক লোভনীয় মনে হচ্ছে৷

 11 months ago 

সুযোগ পেলে এবার শীতেও একবার খাওয়ার চেষ্টা কইরেন আশা করি ভালোই লাগবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 87795.00
ETH 3172.09
USDT 1.00
SBD 2.82