নিষেধ জিনিসগুলোকে নিষেধ বলে না মেনে বাড়াবাড়ি করা উচিত নয়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

pixabay.com-746069503c2fea587d36aecc7563cb63(jpg).jpg

https://pixabay.com/photos/legal-illegal-choose-choice-1143114/

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আমাদের ধর্মে কিছু কিছু জিনিস নিষেধ করা আছে। কিন্তু অনেক সময় আমরা সে নিষেধটাকেও যেন পাত্তাই দেয় না। মাঝে মাঝে বিষয়গুলো অন্তরে আঘাত করে কিন্তু পরবর্তীতে ভুলে যায় যে সেটা আমার ভুল ছিল বা আমি ভুলের মধ্যে আছি। তবে আমাদের সকলেরই উচিত নিষেধগুলোকে নিষেধ বলেই গণ্য করা।

নিজের উপর অতিরিক্ত কিছু চাপিয়ে দেয়া হচ্ছে এই ভেবে নিজেকে ওভারস্মার্ট ভাবা কখনোই উচিত নয়। মেনে নিচ্ছি কিছু কিছু বিষয়ে ছোটবেলা থেকেই আমাদেরকে অভ্যস্ত করে ফেলার কারণে সেই বিষয়গুলো মেনে নিতে কষ্ট হয়। কিন্তু দেখবেন আপনার মধ্যে যদি কখনো একবারও ঈমান চলে আসে তাহলে কোনো বাঁধাই আপনার কাছে আর বাঁধা মনে হবে না। মনে হবে আমি এ কোন ভুলের মধ্যে ডুবে ছিলাম।

আমরা পৃথিবীতে মাত্র কিছুদিনের জন্যই এসেছি। জানিনা কখনই আমাদের মৃত্যুর সময় চলে আসে। পৃথিবীর কেউই নিশ্চিত করে বলতে পারবেনা যে তার মৃত্যুর সময় কবে। হ্যাঁ আমাদের উচিত যে কোন পরিস্থিতিতে মৃত্যুর কথা স্মরণ করা যেন আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আর মৃত্যুকে স্মরণ করলেই দেখা যাবে নিজেকে ওভার স্মার্ট ভাবার অহংকারটাও মিশে যাবে।

আমাদের উচিত নিষেধ বিষয়গুলো কে কেন নিষেধ করা হলো সেই দিকে নজর না দিয়ে নিজেকে প্রশ্ন করা উচিত কেন আমি নিষেধ জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছি। হয়তোবা এগুলো ভাবতে ভাবতে আপনার মনে এমন ভাবনাও আসতে পারে যে এটা ছাড়া তো আমার চলবে না এগুলোকে আমি কিভাবে বাদ দিব। তবে সেই সময় এটাও ভাবা উচিত যে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা এই ছিল আমার অনেক আগের একটি পোস্ট। দুঃখিত আমি সেই সময় হয়তোবা সবকিছু বুঝতাম না তাই কিছু ভুল করে বসে ছিলাম। এই বিষয়টা আমার মাথার মধ্যে অনেক আগে এসেছে যে আমি এই পোস্টগুলো চেঞ্জ করবো কিন্তু কখনোই সুযোগ পাইনি বা সুযোগ খোঁজার চেষ্টাও করিনি। তবে আজ ভাবলাম আর নয় যেগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে সেগুলো চেঞ্জ করাই উচিত। তো যাই হোক আজকের মত এইটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

বাহ,সুন্দর💙 বেশ আকর্ষনীয় হয়েছে দেখতে।গুগলে বেশ জনপ্রিয় একটা আইটেম এটি। মাঝেই মাঝেই চোখে পড়ে।
খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ভালো লেগেছে।শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চাঁদের আলোতে প্রজাপতি এবং মেয়ের আর্টটি খুবই অসাধারণ হয়েছে ভাই । আমিও মাঝে মাঝে এই ধরনের আর্ট শেয়ার করে থাকি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং ধাপে ধাপে সবকিছু শেয়ার করেছেন যার ফলে কারো যদি এই ধরনের আর্ট করার ইচ্ছা হয় সে খুব সহজে তা করতে পারবে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন।
চাঁদের আলোয় প্রজাপতি এবং একটি মেয়ের সুন্দর আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে একদম নিখুঁত আর্ট আর আপনি এই বিষয়ে বেশ পারদর্শী। প্রতিটা ধাপ সুন্দরভাবে তুলে ধরে এমন সুন্দর আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনিতো তবুও খুবই চমৎকার একটি চিত্রাংকন উপহার দিয়েছেন। তারপরও বলছেন খুব ভালো আর্ট করতে পারেন না। আর্ট করার সিটে ফোটা দক্ষতা আমার মাঝে নেই। তাইতো আমারই বলা উচিত আর্ট করতে পারি না। আপনার অংকনটি দেখে আমার খুব খুব ভালো লেগেছে। শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে এত সুন্দর অঙ্কন করেছেন তা বলার বাইরে। পরবর্তী সময়ে এরকম চমৎকার চমৎকার আর্ট আমাদের মাঝে উপহার দিবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

 2 years ago 

আপনার কাছে চিত্রাংকন টি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্টটিতে এত সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আর্ট করার ক্ষেত্রে সবার একই অবস্থা ভাইয়া।আমরাও তেমন আর্ট করতে পারি না তবে চেষ্টা করতেছি কিছু আর্ট করার জন্য।আপনি একটি অসাধারণ আর্ট করেছেন।একটি চাঁদনী রাতে প্রজাপতি নিয়ে একটি মেয়ে খেলা করতেছে এই দৃশ্যটি অঙ্কন করেছেন।বেশ ভাল লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টেটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।এই ধরনের পেন্সিল আর্টগুলো দেখলে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে চাঁদের আলোতে প্রজাপতি ও একটি মেয়ের আর্ট করেছেন। আপনার এই আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে ভাই, আপনার আর্ট দেখে সত্যিই হৃদয় জুড়ে গেলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে আর্টিস্টি শেষ করেছেন। দেখি সত্যিই খুব ভালো লাগলো। এত চমৎকার দুর্দান্ত চাঁদের আলোতে প্রজাপতি ও একটি মেয়ের আর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54