বন্ধুর ট্রিট।

in আমার বাংলা ব্লগ7 months ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20231224_002738.jpg

আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট নিয়ে। তো মাঝে মাঝেই আমার বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে যাওয়া হয় এবং সেগুলো নিয়ে আপনাদের মাঝে অনেক পোস্টও করা হয়ে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে শুধুমাত্র নয়নের সাথে ঘোরাঘুরি করা হতো। আর এর কারণ হলো নয়নকে ছাড়া আর কাউকে পাওয়া যেত না। কিন্তু কয়েকদিন আগে যেদিন ফোন ছাড়ার জন্য জিহাদ কেউ সাথে নিয়ে গিয়েছিলাম সেদিন থেকেই বলা চলে জিহাদ ও আমাদের সাথে যোগ দিয়েছিল।

তো গত সপ্তাহে জেহাদের সাথে বেশ ভালই ঘোরাঘুরি করেছিলাম। তো তার মধ্যে থেকেই একদিন ঘোরাঘুরি করার মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালই লাগবে,তো চলুন এবারে মূল বিষয়ে আসা যাক ‌।

গত ২০ তারিখে পিকনিক করে বাড়িতে এসেছিলাম। তো সেই দিন বাড়ি থেকে আর কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু জিহাদ অনলাইনে একটি কাজ করেছিল । তবে ও এটাকে অতটাও সিরিয়াস ভাবে নেয়নি আর এটার পেমেন্ট পাবে কিনা তারও কোনো গ্যারান্টি ছিল না। তো আগের দিন রাতে জিহাদ আমাদেরকে বলেছিল যদি এখান থেকে পেমেন্ট পায় তাহলে তিনজনে মিলে চিকেন খাবো। তো ২০ তারিখে জিহাদ আমাকে আগেই বলে রেখেছিল যে আমাকে পেমেন্ট দিতেও পারে তুই বাড়ি গিয়ে চেক করবি। আর আমাকে ওর এটা বলার কারণ হচ্ছে ওর নাম্বারে বিকাশ খোলা ছিল না তাই পেমেন্ট নেওয়ার জন্য আমার নাম্বারটা দিয়েছিলো। তো আমি বাড়ি এসে আমার বিকাশ একাউন্ট চেক করে দেখি ও টাকা পেয়ে গিয়েছে।

আর এটা দেখে আমি সঙ্গে সঙ্গে জিহাদকে এবং নয়ন কে মেসেজ দিয়ে দিই। তারপর জিহাদকে বলি যে চল তাহলে এবার চিকেন খেয়ে আসি। কিন্তু ও প্রথমে রাজি হচ্ছিল না। তারপর কিছুক্ষণ বলার পর ও রাজি হলো তবে চিকেন নয় ঝাল মুড়ি খাওয়াতে। আমি বললাম ঠিক আছে তুই আগে আই তারপর দেখা যাবে। তো তারপর আমি নয়ন এবং জিহাদ রাস্তায় দেখা করলাম এবং তিনজনে মিলে সোজা বাজারে দিকে রওনা দিলাম। তো যেতে যেতে ওকে যে কোনভাবেই কথা ঘুরিয়ে পিছিয়ে চিকেন খাওয়ানোর জন্য রাজি করে ফেলেছিলাম।

IMG_20231220_210159-01.jpeg

IMG_20231220_210457-01.jpeg

তাই বাজারে গিয়ে সর্বপ্রথম বিকাশ থেকে টাকাটা তুলেই চলে গেলাম চিকেন ওয়ালার কাছে। এবং তিনজনের জন্য তিনটা চিকেন অর্ডার করে দিলাম। দেখলাম যে মাত্রই ভেঁজে আমাদেরকে দিয়ে দিল। শীতের রাতে এই গরম গরম চিকেন খেতে বেশ ভালোই লাগছিল। তবে একটু ভয় পাচ্ছিলাম কারণ একটু আগেই পিকনিকে অনেক খাবার খেয়ে এসেছি তারপর আবার চিকেন খাচ্ছি, যদি পেট খারাপ হয়। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছুই হয়নি। যাই হোক তারপর চিকেন খাওয়া শেষ করে বাজারে যেহেতু আর কোনো কাজ ছিল না তাই বাড়ির দিকে রওনা দেওয়ার কথা ভাবলাম। তো তারপর ভাবলাম যেতে যেতে কিছু একটা খাওয়া যাক। তো সামনেই একটা চাচা বাদাম এবং ছোলা বিক্রি করে তো চাচার কাছে থেকে কিছু ছোলা কিনতে চলে গেলাম।

IMG_20231220_212502-01.jpeg

তো এই ছোলা কিনতে গিয়ে একটি ভালো লাগার মত ঘটনা ঘটে যায়। আমার কাছে একটা দশ টাকার নোট ছিল যেটার মাঝখান দিয়ে পুরোটাই ছেঁড়া এবং আঠা দিয়ে লাগানো আছে। তো আমরা প্রথমে ওনাকে দশ টাকার নোটটা দেখায় এবং জিজ্ঞেস করি এটা উনি নিতে পারবে কিনা। তো উনি কিছুটা দেখেই বলল দাও বাকি টাকা গুলো দাও। এটা দেখে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম কারণ এত ছেঁড়া টাকা কেউ নিতে চায় না। যাইহোক এরপর ওই চাচার কাছ থেকে আমরা ২৬ টাকার ছোলা কিনে নিয়েছিলাম। তো এখানে যেহেতু ৩০ টাকা হতে চার টাকা কম ছিল তাই সম্পূর্ণ ছোলা ভাজা টা উনি এক জায়গায় দিয়ে দেয় না হলে হয়তোবা দশ টাকার করে আলাদা করে দিত। তো এরপর জিহাদ বলল দাঁড়া তোদেরকে ছোলা গুলো ভাগ করে দিচ্ছি। তো এই ভাগ করার সময় কারোর কম বেশি হলে আমরা ছোট বাচ্চাদের মত এটা সেটা বলছিলাম। তো সেই সময় বাদাম ওয়ালা চাচার দিকে চোখ পড়লেই দেখতে পায় উনি আমাদের কর্মকাণ্ড দেখে মজা নিচ্ছে এবং মিটমিট করে হাসছে। তো এটা দেখে কেন জানি বেশ ভালোই লাগলো।

তো যাই হোক এরপর আমরা ছোলা খেতে খেতে ঈদগার মোড়ে চলে আসলাম। এবং সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে আড্ডা দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তবে মজার বিষয় হচ্ছে আমরা বের হয়েছিলাম সাড়ে আটটার দিকে কিন্তু বাড়ি ফিরেছিলাম সাড়ে দশটার দিকে। কিভাবে যে এত সময় পার করে ফেললাম বুঝতেই পারিনি।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

বেশ আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো বন্ধুদের সাথে একত্রে সময় অতিবাহিত করার দৃশ্য দেখতে পেরে। আর আপনিও ভালো করে জানেন আমাদের দুই বন্ধুর পথচলা। যা কালকে বিকেলে দেখা হয়েছিল। গড়ে তুলুন আমাদের মত বন্ধুত্ব ভবিষ্যতে কাজে আসবে।

 7 months ago 

ভাই আপনার পোস্ট থেকে বের যখনই পড়লাম শীতের রাত গরম গরম চিকেন তখনই তো আমার খেতে ইচ্ছে করছিল। বিকাশ থেকে টাকা তুলে বন্ধুদের সাথে এরকম খাওয়া-দাওয়ার মুহূর্তগুলো খুব মিস করি যাইহোক আপনার কাটানো সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার বন্ধুর কাছে জোর করেই ট্রিট নিয়েছেন দেখছি।বেশ ভালো অনুভূতি। আসলে বন্ধুরা সোজা কথায় কোন দিন বন্ধু কে খাওয়াতে চায় না এক প্রকার জোর করেই খাওয়া আদায় করতে হয়।আপনাদের এক সাথে ঘোরাঘুরি খাওয়াদাওয়া সব কিছুই বেশ ভালোই লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

বোঝাই যাচ্ছে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। বন্ধুরা হয়তোবা এমনই এরা সবসময়ই কোন একটা কাজ করে এবং বলে এটা যদি হয় তাহলে ট্রিট দিবো হাহাহা। অবশেষে আপনার বন্ধু প্রেমেন্ট পেয়েছে এবং আপনাদেরকে চিকেন খাইয়েছে জেনে ভালো লাগলো চিকেনের পাশাপাশি আরও কিছু খাবার খেয়েছেন। বন্ধুদের সাথে থাকলে কখন যে সময় শেষ হয়ে যায় সেটা বোঝা যায় না যেমনটা আপনার ক্ষেত্রে ঘটেছে। ধন্যবাদ আপনাদের মুহুর্তটা তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44