ভালোবাসার শুরুটা কলেজ লাইফ থেকে ।। গল্প পার্ট-১
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
পার্ট-১
আমি জিহাদ আমি এবারে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার রেজাল্ট হয়েছে মোটামুটি অতটা ভালো না আবার একেবারে খারাপ তা কিন্তু নয়। যেহেতু রেজাল্ট পেয়ে গেছি এবার কলেজে ভর্তি হওয়ার পালা। কলেজে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে কাছে হবে তেমন কয়েকটা কলেজ সিলেক্ট করলাম। এবং সেই কলেজগুলোর মধ্যে যেকোনো একটাতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করলাম। কলেজ নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না।
যেকোনো একটা কলেজ হলেই আমার চলবে। যাই হোক দেখতে দেখতে একদিন হঠাৎ মোবাইলে মেসেজ আসলো আমি একটা কলেজে চান্স পেয়েছি। তো মেসেজ মত আমি সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে আসলাম। এভাবেই কলেজে যাওয়া আসা করতে করতে কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল, হার্টবিট বেড়ে গেল। আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। আমি আমার বন্ধু সবুজকে বললাম বন্ধু ওই মেয়েটা কে রে? সবুজ আমাকে বলল। ওই মেয়ের খবর জেনে তুই কি করবি? আমি ওকে বললাম বন্ধু প্লিজ বল না আমার খুব দরকার। ও প্রথমদিকে বলতে না চাইলেও আমার জোরাজোরিতে ও আমাকে বলল। ওই মেয়েটা অন্য একটা কলেজ থেকে আমাদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছে। ওর নাকি আমাদের কলেজ টা খুব পছন্দ ছিল তার জন্য আমাদের কলেজের ট্রান্সফার হয়ে চলে এসেছে। আমি বললাম ও আচ্ছা তুই কি ওর নাম জানিস? ও আমাকে বলল জানি কিন্তু বলবো না তোকে। তখন আমি ওকে বললাম তোকে আজ ট্রিট দেব প্লিজ আমাকে ওর নামটা বল।
ট্রিটের কথা শুনে ও সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল যে ওর নাম শোভা। তখন আমি ওকে বললাম ধন্যবাদ বন্ধু। তখনো ও আমাকে বলল ধন্যবাদ পরে দিবে আগে ট্রিট দে। তখন আমি ওকে বললাম আরে টেনশন নিস না কলেজের পর যা খেতে চাস তাই খাওয়াবো। যাইহোক এভাবে সেদিন পার হয়ে গেল। পরের দিন আমি ওর ব্যাপারে আরো খোঁজখবর নেই। আমি জানতে পারি যে ও আমাদের ইংলিশ টিচারের কাছে টিউশন করে। আমি পরের দিনই স্যারকে বললাম স্যার আমি আপনার কাছে টিউশন পড়তে চাই। স্যার আমাকে বলল সমস্যা নাই চলে এসো। স্যার যেহেতু বলল তাই আমি পরের দিন থেকেই স্যারের কাছে পড়তে চলে গেলাম। পড়তে যাওয়া তো শুধু বাহানা মাত্র,পড়তে গিয়ে সারাক্ষণ ঘুরেফিরে ওকেই দেখতাম। কলেজেও সারাক্ষণ ওর দিকে নজর থাকে। কলেজে শুধু আমার একটা মাত্রই বান্ধবী আছে যার সাথে মোটামুটি কথা হয়। ওর নাম হচ্ছে ফাতেমা। আমি একদিন আমার বান্ধবী ফাতেমাকে বললাম ফাতেমা শোভা কে চিনিস? উত্তরে ফাতেমা আমাকে বলল তেমন একটা চিনি না ও তো সবেমাত্র পাঁচদিনই হলো আমাদের কলেজে এসেছে। আমি ফাতেমাকে বললাম ওর বাসার ঠিকানা জানিস? ফাতেমা বলল হুম জানি....
চলবে,,,,,
খুবই ভালো একটি গল্প লিখেছেন আপনি যা পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি যখন আপনার বান্ধবীকে শোভার ঠিকানা জিজ্ঞেস করেছিলেন এরপর সে কি বলল আমি তা শুনতে ভীষণ আগ্রহী। মনে হচ্ছে একটু বেশি আগ্রহী হয়ে পড়েছিলেন আপনি। যাইহোক মেয়েটির নাম কিন্তু খুবই সুন্দর শোভা। আপনার বন্ধুকে কিরকম ট্রিট খাইয়েছিলেন। আসলে বন্ধুরা কিন্তু ট্রিটের কথা শুনলে একটু বেশি আগ্রহী হয়ে পড়ে। জানিনা তারা ট্রিট এর মধ্যে এমন কি পায়। যাইহোক পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।
গল্পটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ইতিমধ্যে আমি গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন।
আপনার কলেজ জীবনের গল্পটি পড়ে খুব ভালই লাগলো। যাক কলেজের শোভা নামে একটি মেয়েকে আপনি পছন্দ করেন শুনে খুশি হলাম। এবং আপনার বন্ধুকে টিপস দিবেন বলে তার নাম শুনতে পারলেন। এবং কায়দা করে একই শিক্ষকের কাছে আপনিও প্রাইভেট পড়তে লাগলেন। মনে হয় আপনার বান্ধবী থেকে তাদের বাসার ঠিকানাটা নিয়ে নিলেন। আশা করি পরের পর্ব খুব জলদি আমাদের মাঝে শেয়ার করবেন। আমার তো মনে হয় শোভার সাথে আপনার প্রেম হয়ে গেলো। ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় আছি।
গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ইতিমধ্যে আমি গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন।
প্রেম ভালোবাসা আসলে জীবনের এই সময় টাতে সবাই প্রেমে পড়ে থাকে ৷ আর এই বয়সটা এরকমি ভালো লাগা থেকে ভালোবাসা ৷ আপনার গল্পে আপনি এসএসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হলেন৷ এরপর হঠাৎ একজনকে দেখে চোখ আটকে গেলো ৷ এরপর তার বিষয়ে খোজ খবর এগুলো সময় পার করে এসেছি ৷
যা হোক তাকে দেখবার জন্য স্যারের কাছে প্রাইভেট পরতে গেলেন ৷ বাকি পার্ট দেখবার জন্য অপেক্ষা ৷
গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ইতিমধ্যে আমি গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন।