দুলাভাইয়ের অফিসে প্রীতিভোজ অনুষ্ঠানে ভজন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকে দুলাভাই এর অফিসে একটা প্রীতি ভোজের অনুষ্ঠান ছিল। প্রতিবছরই এই অনুষ্ঠানটা হয়। এবার আমরা যেহেতু এখানে আছি তাই এবার আমারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা সুযোগ পেয়ে গেলাম।

20221121_204603_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

আমাদের যাওয়ার কোন কথা ছিল না। কারণ যেহেতু আমার ভাগ্নে ছোট। তার জন্য দুলাভাই ভাবছিল আমাদের জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু পরে দুলাভাইয়ের অফিস থেকে বলল না সবাইকে আসতে হবে তাই আর না গিয়ে থাকতে পারলাম না।উনারা বলেছিল ১১ টার সময় গাড়ি এসে আমাদের নিয়ে যাবে। তার জন্য আমরা সাড়ে দশটার মধ্যেই যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছিলাম। যেহেতু ১১ টার সময় আমাদের নিতে আসার কথা ছিল দেখলাম একদম টাইম মত গাড়ি চলে আসলো।যেহেতু গাড়ি চলে আসলো তাই আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। এখান থেকে বেশি দূর না। আমি এর আগেও একবার গিয়েছি। আজকে আমাদের যেতে ২০ মিনিট মতো সময় লাগছিল। আর হ্যাঁ একটা কথা বলা ভালো আমি ওখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। কারন আমি আপুর মুখে এ ভোজ সম্পর্কে অনেক কিছু শুনেছি ওখানে নাকি সেই লেভেলের স্পেশাল ভাবে খাবার দাবার এর ব্যবস্থা করা হয়। এইটার জন্য আর কি বেশি এক্সাইটেড ছিলাম।যাই হোক পৌঁছে দেখি এখনো কেউ আসে নাই আমরা প্রথম।

IMG_20221121_120007.jpg

তারপর যেখানে খাবার-দাবারের আয়োজন করা হয়েছে ওখানে গিয়ে বসতে বলল। বসে মেনু কার্ডের দিকে নজর গেল। দেখলাম বেশ কয়েক রকম আয়োজন করা হয়েছে। তারপর বুঝতে পারলাম আসলেই এই প্রীতি ভোজটা স্পেশাল। যাইহোক কিছুক্ষণ বসে থাকার পরে আমাকে আর আমার ভাগ্নেকে অন্য এক জায়গায় নিয়ে গেল যেখানে ছেলেদের জন্য আয়োজন করা হয়েছিল। তখন বুঝতে পারলাম ছেলে আর মেয়েদের আলাদা আলাদা জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়টা আমার কাছে ভালই লেগেছে।দেখলাম আস্তে আস্তে সবাই চলে আসতে শুরু করলো। যেহেতু এটা অফিস তাই সবকিছু একটা রুলস মোতাবিক হচ্ছিল। তার জন্য পরিবেশটা বেশ শান্ত সৃষ্ট ও সুন্দর। দেখে বেশ ভালই লাগলো।

তারপর কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম খাবারের প্লেট একের পর এক প্রতিটা টেবিলে দিচ্ছিল। দেখলাম প্লেটের উপর শুধু ডাল বাদে বাদবাকি সব জিনিস গুলা একবারে দিয়ে দিয়েছে। এটা একটু অন্যরকম লেগেছিল। তবে খেতে কোন প্রবলেম হয়নি।😁 পরে বাড়িতে এসে শুনছি আপুদের নাকি আলাদাভাবে দিয়েছিল। যাইহোক তারপর সব টেবিলে আস্তে আস্তে খাবার দেয়া হয়ে গেলে। আমার কাছে যখন খাবারের প্লেটটা দিল দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। 🤭 কিন্তু কি আর করার খেতে পারছিলাম না কারণ সবাইকে একসাথেই খেতে শুরু করতে হবে। যাই হোক প্রতিটা টেবিলে ৮ টি করে প্লেট দিয়েছিল। তবে হ্যাঁ অনেকগুলো চেয়ার ফাঁকা ও ছিল। আমাদের টেবিলটাতেও দুইটা চেয়ার ফাঁকা ছিল। যেহেতু দুইটা চেয়ার ফাঁকা তাই দুইটা খাবারের থালাও ফাঁকা তাই আর কি করার দুইটা প্লেট যেহেতু ফাঁকা আছে। আর প্লেটে খাবারও রাখা আছে। তাই আমরা ওই দুইটা প্লেটে ফাঁকা না রেখে আমরা বাকি ছয় জন মিলে ওই দুটো প্লেটের খাবারগুলো সাবার দিলাম।

আর হ্যাঁ কোনো মিষ্টি বা দইয়ের আয়োজন করা ছিল না। যাইহোক যা ছিল ভালই ছিল খাবার দাবার শেষ হলে সবাই বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফেরার সময় গাড়ি থেকে রাস্তার একটু ভিডিও করলাম ভিডিওটা নিশ্চয়ই আপনার ওপরে দেখতে পারছেন।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। ভোজন টা আসলেই অনেক ভাল ছিল। আর পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এর আগে যেখানে গিয়েছি বিয়ের দাওয়াত বা অন্য কোন কিছু সব জায়গায় প্রায় পরিবেশ ভালো থাকে না। কিন্তু এখানে তার ব্যতিক্রম ছিল কারণ যেহেতু সবাই রুলস এর মধ্যে চলাফেরা করছিল। আর যেহেতু এটা একটা সরকারি অফিসের ভোজন তাই তেমন কোন ছবি তোলার সুযোগই পায়নি। আর হ্যাঁ ইচ্ছা করে তুলিনি কারণ কে কি ভাববে যেহেতু আমরা গেস্ট হিসেবে গিয়েছি। যাইহোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবে আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

প্রীতিভোজ অনুষ্ঠান খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। নিশ্চয়ই অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার অনুভূতি সত্যি খুবই অন্যরকম হয়ে থাকে। সকলের সাথে খাওয়া-দাওয়াসহ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেখে তো মনে হচ্ছে আপনার দুলাভাইয়ের অফিসে প্রতিভোজ অনুষ্ঠানে ভজন খুবই ভালোভাবে। আপনার তো দেখছি খাবারের প্রতি খুবই বেশি লোভ বেড়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছে খুবই স্পেশাল ভাবে এই ভোজটা হয়েছিল। এরকম পোস্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশ্বরোড এর অসাধারণভাবে ভিডিও করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। বাকি যে দুটি প্লেটে খাবার ছিল আপনারা ছয়জন মিলে সেই খাবার সাবাস করে দিয়েছেন দেখছি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

এরকম একটা স্পেশাল দাওয়াতের অনুষ্ঠানে যেতে তো এক্সাইটেড লাগবেই। তারপরে আবার মজার মজার খাবারের মেনু ছিল বলছেন কিন্তু আপনি কি কি খাবার দিয়েছিল সেটা তো বললেন না শুধু ডালের কথাই বললেন। আবার মিষ্টি জাতীয় কোন খাবার ছিল না সেটাও বললেন। শেষমেষ অন্য দুই প্লেটও আপনারা সাবার করে দিলেন এটা ভালো করেছেন খাবার ফেলে রেখে শুধু শুধু খাবারের অপমান করার কি দরকার । অফিসের অনুষ্ঠান তো তাই ছেলে মেয়ে উভয়ের আলাদা খাবারের ব্যবস্থা করেছিল এটা ভালো ছিল।

 2 years ago 

আরে আপু মেনু কার্ডের যা যা ছিল সবগুলা খাবার সবার প্লেটে একসাথে দিয়েছিল। তাই মোটামুটি সবগুলো খাবারই খাওয়া হয়েছে।

ডালের কথার মাধ্যমে বুঝাতে চেয়েছি প্রতিটি প্লেটে সবগুলো খাবার একসাথে দিয়েছিল শুধু ডাল আলাদা পাত্রে দিয়েছিল।

শেষমেষ অন্য দুই প্লেটও আপনারা সাবার করে দিলেন এটা ভালো করেছেন খাবার ফেলে রেখে শুধু শুধু খাবারের অপমান করার কি দরকার ।

এটা ভালো বলেছেন। ধন্যবাদ।

 2 years ago 

যাক বোনের বাসায় যাওয়ার কারণে দারুন এক খাওয়া হলো আপনার। মেনু তে দেখলাম অনেক রকমের খাবারই দিয়েছিলো। তবে খাবার এর ছবি গুলো দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66